সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. বাতাসের গতিবেগ বা ঝড়ের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ?
অ্যানিমোমিটার
২. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে ?
বেকারেল
৩. দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক কি ?
পারসেক
৪. কয়েকটি মাত্রাহীন রাশির উদাহরণ হল:
কোণ, আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্পঘনত্ব
৫. 1 গড় সৌরদিন = কত সেকেন্ড ?
86400 সেকেন্ড
৬. নিউটনের কোন গতিসূত্র থেকে বলের একক সম্পর্কে জানা যায় ?
দ্বিতীয় গতিসূত্র থেকে
৭. "কাঁসার পাত্র হাত থেকে মেঝেতে পড়লে ঝনঝন শব্দ হয়" -এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
যান্ত্রিকশক্তি থেকে শব্দশক্তি
৮. মুখের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
তৃতীয় শ্রেণীর লিভার
৯. "তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশগুলি একসঙ্গে লেগে যায়" - তরলের এই ধর্মকে কি বলে ?
পৃষ্ঠটান
১০. একটি সরল দোলকের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে ?
পেন্ডুলামের দৈর্ঘ্যের ওপর
১১. G-20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
মেক্সিকোর ক্যানবুক
১২. পাকিস্তানের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
তিরিচমির
১৩. "আদম সেতু" ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশকে সংযুক্ত করেছে ?
শ্রীলঙ্কা
১৪. 'পিণ্ডারি' হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখন্ড
১৫. মানালি শৈলশহর কোন নদীর পাশে অবস্থিত ?
বিতস্তা নদীর পাশে
১৬. ইবন বতুতার আসল নাম কি ?
আব্দুল্লাহ মহম্মদ
No comments:
Post a Comment
Don't Leave any spam link.