Breaking

Mar 30, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. বাতাসের গতিবেগ বা ঝড়ের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ?
অ্যানিমোমিটার
২. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে ?
বেকারেল
৩. দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক কি ?
পারসেক
৪. কয়েকটি মাত্রাহীন রাশির উদাহরণ হল:
কোণ, আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্পঘনত্ব
৫. 1 গড় সৌরদিন = কত সেকেন্ড ?
86400 সেকেন্ড
৬. নিউটনের কোন গতিসূত্র থেকে বলের একক সম্পর্কে জানা যায় ?
দ্বিতীয় গতিসূত্র থেকে
৭. "কাঁসার পাত্র হাত থেকে মেঝেতে পড়লে ঝনঝন শব্দ হয়" -এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
যান্ত্রিকশক্তি থেকে শব্দশক্তি
৮. মুখের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
তৃতীয় শ্রেণীর লিভার
৯. "তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশগুলি একসঙ্গে লেগে যায়" - তরলের এই ধর্মকে কি বলে ?
পৃষ্ঠটান
১০. একটি সরল দোলকের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে ?
পেন্ডুলামের দৈর্ঘ্যের ওপর
১১. G-20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
মেক্সিকোর ক্যানবুক
১২. পাকিস্তানের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
তিরিচমির
১৩. "আদম সেতু" ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশকে সংযুক্ত করেছে ?
শ্রীলঙ্কা
১৪. 'পিণ্ডারি' হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখন্ড
১৫. মানালি শৈলশহর কোন নদীর পাশে অবস্থিত ?
বিতস্তা নদীর পাশে

১৬. ইবন বতুতার আসল নাম কি ?
আব্দুল্লাহ মহম্মদ
১৭. বাতাপিকুণ্ড কাকে বলা হয় ?
প্রথম নরসিংহ বর্মন
১৮. ভারতের 'গ্রীন পার্ক স্টেডিয়াম' কোন রাজ্যে অবস্থিত ?
কানপুর
১৯. 'Half-Girlfriend' -বইটি কার লেখা ?
চেতন ভগত
২০. প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের নাম কি ?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

আগের সেটগুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন।
সেট ২১ সেট ২২

No comments:

Post a Comment

Don't Leave any spam link.