Breaking

Mar 26, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. কার লেখা বই থেকে মারাঠা বর্গীদের অমানবিক অত্যাচারের বিশদ বিবরণ জানা যায় ?
গঙ্গারামের পদ্যে লেখা 'মহারাষ্ট্রপুরাণ' ।
২. মাধব রাওয়ের পর পেশোয়া কে হন ?
তাঁর ছেলে নারায়ণ রাও।
৩. কার আমলে বাংলা ও ওড়িশার সীমারেখা হিসেবে সুবর্ণরেখা নদী নির্দিষ্ট হয় ?
আলীবর্দী খাঁ
৪. কোনো বস্তুর ওজন কলকাতা থেকে দার্জিলিং -এ কম হয় কেন ?
ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে যত উচ্চতা বাড়ে অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে আর ওজন তত কম হয়।
৫. কোন স্তন্যপায়ী প্রাণীর RBC ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত ?
উট
৬. হরিশচন্দ্র মুখার্জী কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন ?
হিন্দু প্যাট্রিয়ট
৭. ব্রাহ্মসমাজ কি উদ্দেশ্যে গঠিত উঠেছিল ?
একেশ্বরবাদ প্রচারের জন্য
৮. ব্রিটিশ শাসিত ভারতে প্রথম কোন মারাঠি মূলত আদিবাসীদের নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন ?
বাসুদেব বলবন্ত ফাড়কে

৯. প্রথম বাংলা সাময়িক পত্রিকা কোনটি ?
'দিগদর্শন' (এরপর প্রকাশিত হয় মার্শম্যান সম্পাদিত 'সমাচার দর্পণ' ও গঙ্গাকিশোর ভট্টাচার্যের 'বেঙ্গল গেজেট'।
১০. কোন নদীটি দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে ?
কঙ্গো নদী
১১. কোন মহাদেশকে দক্ষিণ গোলার্ধের মহাদেশ বলা হয় ?
দক্ষিণ আমেরিকা
১২. ওয়াদি বলতে কী বোঝায় ?
মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে
১৩. পশ্চিম হিমালয়ের বিখ্যাত গিরিপথের নাম কি ?
রোটাং
১৪. ভারতের কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হন ?
মহম্মদ হিদায়েতুল্লা
১৫. রাজ্যগুলির রাজ্যপালের কর্মকাল কত বছর ?
৫ বছর
১৬. পেশি নিয়ে চর্চার বিষয়কে কি বলে ?
মায়োলজি (Myology)
১৭. প্রফেসর বীরবল সাহানি প্রতিষ্ঠিত ন্যাশনাল প্যালিওবোটানিক্যাল রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
লখনৌ
১৮. পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদিত ফলের নাম কি ?
কলা
১৯. আধুনিক কৃষির জনক কাকে বলা হয় ?
আমেরিকান কৃষিবিদ সাইরাস ম্যাককর্মিক
২০. "টু ইন্ডিয়া - মাই নেটিভ ল্যান্ড" নামক বিখ্যাত কবিতাটির রচয়িতা কে ?
ডিরোজিও

আগের সেটগুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন।
সেট ২০ সেট ২১

No comments:

Post a Comment

Don't Leave any spam link.