সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. কার লেখা বই থেকে মারাঠা বর্গীদের অমানবিক অত্যাচারের বিশদ বিবরণ জানা যায় ?
গঙ্গারামের পদ্যে লেখা 'মহারাষ্ট্রপুরাণ' ।
২. মাধব রাওয়ের পর পেশোয়া কে হন ?
তাঁর ছেলে নারায়ণ রাও।
৩. কার আমলে বাংলা ও ওড়িশার সীমারেখা হিসেবে সুবর্ণরেখা নদী নির্দিষ্ট হয় ?
আলীবর্দী খাঁ
৪. কোনো বস্তুর ওজন কলকাতা থেকে দার্জিলিং -এ কম হয় কেন ?
ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে যত উচ্চতা বাড়ে অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে আর ওজন তত কম হয়।
৫. কোন স্তন্যপায়ী প্রাণীর RBC ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত ?
উট
৬. হরিশচন্দ্র মুখার্জী কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন ?
হিন্দু প্যাট্রিয়ট
৭. ব্রাহ্মসমাজ কি উদ্দেশ্যে গঠিত উঠেছিল ?
একেশ্বরবাদ প্রচারের জন্য
৮. ব্রিটিশ শাসিত ভারতে প্রথম কোন মারাঠি মূলত আদিবাসীদের নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন ?
বাসুদেব বলবন্ত ফাড়কে
৯. প্রথম বাংলা সাময়িক পত্রিকা কোনটি ?
'দিগদর্শন' (এরপর প্রকাশিত হয় মার্শম্যান সম্পাদিত 'সমাচার দর্পণ' ও গঙ্গাকিশোর ভট্টাচার্যের 'বেঙ্গল গেজেট'।
১০. কোন নদীটি দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে ?
কঙ্গো নদী
১১. কোন মহাদেশকে দক্ষিণ গোলার্ধের মহাদেশ বলা হয় ?
দক্ষিণ আমেরিকা
১২. ওয়াদি বলতে কী বোঝায় ?
মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে
১৩. পশ্চিম হিমালয়ের বিখ্যাত গিরিপথের নাম কি ?
রোটাং
১৪. ভারতের কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হন ?
মহম্মদ হিদায়েতুল্লা
১৫. রাজ্যগুলির রাজ্যপালের কর্মকাল কত বছর ?
৫ বছর
১৬. পেশি নিয়ে চর্চার বিষয়কে কি বলে ?
মায়োলজি (Myology)
১৭. প্রফেসর বীরবল সাহানি প্রতিষ্ঠিত ন্যাশনাল প্যালিওবোটানিক্যাল রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
লখনৌ
No comments:
Post a Comment
Don't Leave any spam link.