Breaking

Mar 10, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. জৈন ধর্মের ত্রিরত্ন কি কি ?
সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ
২. গুপ্তযুগের প্রথম মহিলা শাসকের নাম কি ?
প্রভাবতী গুপ্ত
৩. কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?
চন্দ্রগুপ্ত মৌর্য
৪. হান্টার কমিশন কে গঠন করেন ?
লর্ড রিপন
৫. সাঁচিস্তূপ কে নির্মাণ করেন ?
অশোক
৬. 'রেহালা' কে লিখেছিলেন ?
ইবনবতুতা
৭. কোন শাসকের সময় ভারতে হুন আক্রমন হয়েছিল ?
কুমারগুপ্ত
৮. কার রাজসভায় নবরত্ন উপস্থিত ছিলেন ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৯. মহাবীরের প্রথম শিষ্যের নাম কি ?
জামলি
১০. আসফ খানের কন্যা অন্ত্তমান বানু বেগম ভারতের ইতিহাসে কি নামে বিখ্যাত ?
মমতাজ
১১. পৃথিবীর দীর্ঘতম উপসাগর কোনটি ?
মেক্সিকো উপসাগর
১২. অন্তঃস্থ গ্রহ কোনগুলি ?
বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল
১৩. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
ইউরেনাস
১৪. হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা
১৫. সহস্রধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখণ্ড
১৬. SIDBI (Small Industries Development Bank of India) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
মুম্বাই
১৭. লোকসভার অধ্যক্ষ কত বছরের জন্য নির্বাচিত হন ?
5 বছর
১৮. ভারতীয় সংবিধানে 'প্রজাতন্ত্র' এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
ফ্রান্স
১৯. দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?
মহাপদ্মনন্দ
২০. বিগ অ্যাপেল কোন শহরকে বলা হয় ?
নিউইয়র্ক

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১৮ সেট ১৯

No comments:

Post a Comment

Don't Leave any spam link.