সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. জৈন ধর্মের ত্রিরত্ন কি কি ?
সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ
২. গুপ্তযুগের প্রথম মহিলা শাসকের নাম কি ?
প্রভাবতী গুপ্ত
৩. কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?
চন্দ্রগুপ্ত মৌর্য
৪. হান্টার কমিশন কে গঠন করেন ?
লর্ড রিপন
৫. সাঁচিস্তূপ কে নির্মাণ করেন ?
অশোক
৬. 'রেহালা' কে লিখেছিলেন ?
ইবনবতুতা
৭. কোন শাসকের সময় ভারতে হুন আক্রমন হয়েছিল ?
কুমারগুপ্ত
৮. কার রাজসভায় নবরত্ন উপস্থিত ছিলেন ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৯. মহাবীরের প্রথম শিষ্যের নাম কি ?
জামলি
১০. আসফ খানের কন্যা অন্ত্তমান বানু বেগম ভারতের ইতিহাসে কি নামে বিখ্যাত ?
মমতাজ
১১. পৃথিবীর দীর্ঘতম উপসাগর কোনটি ?
মেক্সিকো উপসাগর
১২. অন্তঃস্থ গ্রহ কোনগুলি ?
বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল
১৩. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
ইউরেনাস
১৪. হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা
১৫. সহস্রধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরাখণ্ড
১৬. SIDBI (Small Industries Development Bank of India) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
মুম্বাই
No comments:
Post a Comment
Don't Leave any spam link.