সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
72 বার
২. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
ট্যাকোমিটার
৩. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
জেমস ওয়াট
৪. চাঁদের বুকে কে প্রথম অবতরণ করেন ?
নীল আমস্ট্রং ও এডউইন অলড্রিন
৫. রেটিনল বলতে কোন ভিটামিনকে বোঝায় ?
ভিটামিন এ
৬. কচু খেলে গলা চুলকায় কেন ?
কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে
৭. চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে তার নাম কি ?
ভিট্রিয়াস হিউমার
৮. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট
৯. "দিল্লি চলো" স্লোগানটি কে দিয়েছিলেন ?
নেতাজি সুভাষচন্দ্র বসু
১০. নরেশচন্দ্র কমিটির সঙ্গে কি সম্পর্কিত ?
বিমান চলাচল উন্নয়ন বিষয়ক
১১. কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয় ?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১২. 'অল হোয়াইট কমিশন' কাকে বলা হয় ?
সাইমন কমিশনকে
১৩. মানব শরীরে কোথায় বিলিরুবিন তৈরি হয় ?
যকৃতে
১৪. তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয় ?
পিতল
১৫. বৃহৎকথা কার লেখা ?
গুণাঢ্য
১৬. ঝুলন লীলা কোথাকার লোকনৃত্য ?
রাজস্থান
No comments:
Post a Comment
Don't Leave any spam link.