Breaking

Mar 6, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
72 বার
২. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
ট্যাকোমিটার
৩. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
জেমস ওয়াট
৪. চাঁদের বুকে কে প্রথম অবতরণ করেন ?
নীল আমস্ট্রং ও এডউইন অলড্রিন
৫. রেটিনল বলতে কোন ভিটামিনকে বোঝায় ?
ভিটামিন এ
৬. কচু খেলে গলা চুলকায় কেন ?
কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে
৭. চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে তার নাম কি ?
ভিট্রিয়াস হিউমার
৮. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট
৯. "দিল্লি চলো" স্লোগানটি কে দিয়েছিলেন ?
নেতাজি সুভাষচন্দ্র বসু
১০. নরেশচন্দ্র কমিটির সঙ্গে কি সম্পর্কিত ?
বিমান চলাচল উন্নয়ন বিষয়ক
১১. কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয় ?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১২. 'অল হোয়াইট কমিশন' কাকে বলা হয় ?
সাইমন কমিশনকে
১৩. মানব শরীরে কোথায় বিলিরুবিন তৈরি হয় ?
যকৃতে
১৪. তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয় ?
পিতল
১৫. বৃহৎকথা কার লেখা ?
গুণাঢ্য
১৬. ঝুলন লীলা কোথাকার লোকনৃত্য ?
রাজস্থান
১৭. 'মহাপ্রয়াণ ঘাট' কার সমাধিস্থল ?
ডঃ রাজেন্দ্র প্রসাদ
১৮. ওস্তাদ আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
সরোদ
১৯. রমন রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
বেঙ্গালুরু
২০. এলাহাবাদে 'আনন্দভবন' কে প্রতিষ্ঠা করেন?
মতিলাল নেহরু

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১৭ সেট ১৮

No comments:

Post a Comment

Don't Leave any spam link.