Breaking

Mar 5, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত ?
ইন্দোনেশিয়া
২. চেলিয়া কমিটি কীসের জন্য গঠিত হয় ?
কর সংস্কারের জন্য
৩. ক্যাপ্টেন হকিন্স কার সময়ে ভারতে আসেন ?
জাহাঙ্গীর
৪. 'হাজারা মন্দির' ও 'বিটল স্বামী মন্দির' কে নির্মাণ করেন ?
কৃষ্ণদেব রায়
৫. 'ময়ূর সিংহাসন' কার সময়কার এক অপূর্ব নিদর্শন ?
শাহজাহান
৬. কে চৌদ্দদফা দাবি পেশ করেন ?
মহম্মদ আলী জিন্নাহ
৭. কোন রাজ্যে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত ?
পাঞ্জাবে
৮. 'এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক'র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ম্যানিলা
৯. MMR ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় ?
মাম্পস, হাম, রুবেল্লা
১০. সিলিয়ারি পেশী মানবশরীরের কোথায় দেখতে পাওয়া যায় ?
চোখে
১১. মরফিন কোথা থেকে পাওয়া যায় ?
আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে
১২. লবঙ্গ উদ্ভিদের কোন অংশ থেকে আহরণ করা হয় ?
ফুলের মুকুল
১৩. সিন্ধ্রি ভাষাতে প্রধানত কোন রাজ্যের লোকেরা কথা বলে ?
গুজরাত
১৪. শিবপুরি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
মধ্যপ্রদেশ
১৫. ভিটিকালচার কিসের উৎপাদনকে বলা হয় ?
বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদন
১৬. ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত হয় ?
স্থিতিশক্তি
১৭. MICR এর পূর্ণরূপ কি ?
Magnetic Ink Character Reader
১৮. অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
গণিত
১৯. 'A Tale of Two Cities' কার লেখা ?
চার্লস ডিকেন্স
২০. 'দেবগিরি' শহরের বর্তমান নাম কি ?
দৌলতাবাদ

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১৬ সেট ১৭

No comments:

Post a Comment

Don't Leave any spam link.