সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত ?
ইন্দোনেশিয়া
২. চেলিয়া কমিটি কীসের জন্য গঠিত হয় ?
কর সংস্কারের জন্য
৩. ক্যাপ্টেন হকিন্স কার সময়ে ভারতে আসেন ?
জাহাঙ্গীর
৪. 'হাজারা মন্দির' ও 'বিটল স্বামী মন্দির' কে নির্মাণ করেন ?
কৃষ্ণদেব রায়
৫. 'ময়ূর সিংহাসন' কার সময়কার এক অপূর্ব নিদর্শন ?
শাহজাহান
৬. কে চৌদ্দদফা দাবি পেশ করেন ?
মহম্মদ আলী জিন্নাহ
৭. কোন রাজ্যে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত ?
পাঞ্জাবে
৮. 'এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক'র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ম্যানিলা
৯. MMR ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় ?
মাম্পস, হাম, রুবেল্লা
১০. সিলিয়ারি পেশী মানবশরীরের কোথায় দেখতে পাওয়া যায় ?
চোখে
১১. মরফিন কোথা থেকে পাওয়া যায় ?
আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে
১২. লবঙ্গ উদ্ভিদের কোন অংশ থেকে আহরণ করা হয় ?
ফুলের মুকুল
১৩. সিন্ধ্রি ভাষাতে প্রধানত কোন রাজ্যের লোকেরা কথা বলে ?
গুজরাত
১৪. শিবপুরি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
মধ্যপ্রদেশ
১৫. ভিটিকালচার কিসের উৎপাদনকে বলা হয় ?
বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদন
১৬. ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত হয় ?
স্থিতিশক্তি
No comments:
Post a Comment
Don't Leave any spam link.