Breaking

Mar 3, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. বীরসেন কার মন্ত্রী ছিলেন ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২. ফা-হিয়েন এর বিবরণীটির নাম কি ?
ফো-কুয়ো-কি
৩. দিগম্বর সম্প্রদায়ের প্রবর্তক কে ?
ভদ্রবাহু
৪. সাদা পতাকা কিসের প্রতীক ?
আত্মসমর্পণ
৫. মানব শরীরের কোন অঙ্গ বৃদ্ধি পেতে সক্ষম ?
লিভার
৬. LAN এর পুরো কথা কি ?
Local Area Network
৭. কোন হরমোনের কম ক্ষরণ এই ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয় ?
ADH (Antidiuretic hormone)
৮. 'ভারত সম্রাজ্ঞী' কাকে বলা হয় ?
মহারানী ভিক্টোরিয়া
৯. ভারতে 'হিল কুইন' কোন শহরকে বলা হয় ?
সিমলা'কে
১০. বত্রিশ সিংহাসন কার লেখা ?
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১১. মল্লিকা সারাভাই কোন নৃত্যের সঙ্গে পরিচিত ?
ভারতনাট্যম
১২. গোপালা কোন রাজ্যের নৃত্য ?
আসাম
১৩. বেসবল খেলায় প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে ?
৯ জুন
১৪. শিসমহল কে নির্মাণ করেন ?
শাহজাহান
১৫. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
২৮ ফেব্রুয়ারি
১৬. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?
আমির খসরু
১৭. প্রথম ভারতীয় মহিলা যিনি 'ইউনাইটেড নেশনস' -এর অ্যাম্বাসেডর হয়েছিলেন ?
বিজয়লক্ষ্মী পন্ডিত
১৮. পানিপথের তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেন ?
আহম্মদ শাহ আবদালী
১৯. কোন কমিশনের সুপারিশে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলা ভাগ করেন ?
বিজলী কমিশন
২০. দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন ?
আলাউদ্দিন খলজি

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১৫ সেট ১৬

No comments:

Post a Comment

Don't Leave any spam link.