সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. বীরসেন কার মন্ত্রী ছিলেন ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২. ফা-হিয়েন এর বিবরণীটির নাম কি ?
ফো-কুয়ো-কি
৩. দিগম্বর সম্প্রদায়ের প্রবর্তক কে ?
ভদ্রবাহু
৪. সাদা পতাকা কিসের প্রতীক ?
আত্মসমর্পণ
৫. মানব শরীরের কোন অঙ্গ বৃদ্ধি পেতে সক্ষম ?
লিভার
৬. LAN এর পুরো কথা কি ?
Local Area Network
৭. কোন হরমোনের কম ক্ষরণ এই ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয় ?
ADH (Antidiuretic hormone)
৮. 'ভারত সম্রাজ্ঞী' কাকে বলা হয় ?
মহারানী ভিক্টোরিয়া
৯. ভারতে 'হিল কুইন' কোন শহরকে বলা হয় ?
সিমলা'কে
১০. বত্রিশ সিংহাসন কার লেখা ?
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১১. মল্লিকা সারাভাই কোন নৃত্যের সঙ্গে পরিচিত ?
ভারতনাট্যম
১২. গোপালা কোন রাজ্যের নৃত্য ?
আসাম
১৩. বেসবল খেলায় প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে ?
৯ জুন
১৪. শিসমহল কে নির্মাণ করেন ?
শাহজাহান
১৫. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
২৮ ফেব্রুয়ারি
১৬. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?
আমির খসরু
১৭. প্রথম ভারতীয় মহিলা যিনি 'ইউনাইটেড নেশনস' -এর অ্যাম্বাসেডর হয়েছিলেন ?
বিজয়লক্ষ্মী পন্ডিত
No comments:
Post a Comment
Don't Leave any spam link.