Breaking

Mar 2, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. কোন বর্ণের আলোর গতিবেগ সবথেকে বেশি ?
লাল বর্ণ
২. নাইক্রোম কি কি ধাতুর মিশ্রণ ?
লোহা, নিকেল ও ক্রোমিয়াম
৩. BOT -এর পূর্ণরূপ কি ?
বোর্ড অফ ট্রেড ইউনিট (Board of Trade Unit)
৪. আইনস্টাইনের E= mc² সমীকরণে C = কি বোঝায় ?
শূন্য মাধ্যমে আলোর গতিবেগ
৫. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও শ্রেণি আছে ?
সাতটি পর্যায় ও আটটি শ্রেণী
৬. CH₃COOH কার সংকেত ?
অ্যাসিটিক অ্যাসিড
৭. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
থার্মোস্ফিয়ার
৮. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
সিটা
৯. অ্যান্টি-স্করবিউটিক ভিটামিন কাকে বলা হয় ?
ভিটামিন সি
১০. সিউডোপোডিয়া কোন প্রাণীর গমনঅঙ্গ ?
অ্যামিবা
১১. সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম প্রোটিনের সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এটি কি ধরনের চলন ?
কেমোন্যাস্টি
১২. কর্পুর যদি গদ বা গাম হয়, তাহলে ধুনা কি ?
রজন বা রেজিন
১৩. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ভূপেন্দ্রনাথ দত্ত
১৪. সেভরের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
মে, ১৯২০ খ্রি:
১৫. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বাংলা ছিয়াত্তরের মন্বন্তরের বিবরণ পাওয়া যায় ?
আনন্দমঠ
১৬. ভারতের মার্টিন লুথার কাকে বলা হয় ?
স্বামী দয়ানন্দ সরস্বতী
১৭. ভারতে ক্রিকেটের "গ্রীনপার্ক স্টেডিয়াম" কোন শহরে অবস্থিত ?
কানপুর
১৮. কলিঙ্গ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
ফুটবল
১৯. ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
বিজ্ঞান
২০. All India Institute Of Medical Sciences (AIIMS) কোথায় অবস্থিত ?
নিউ দিল্লি

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১৪ সেট ১৫

No comments:

Post a Comment

Don't Leave any spam link.