সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. কোন বর্ণের আলোর গতিবেগ সবথেকে বেশি ?
লাল বর্ণ
২. নাইক্রোম কি কি ধাতুর মিশ্রণ ?
লোহা, নিকেল ও ক্রোমিয়াম
৩. BOT -এর পূর্ণরূপ কি ?
বোর্ড অফ ট্রেড ইউনিট (Board of Trade Unit)
৪. আইনস্টাইনের E= mc² সমীকরণে C = কি বোঝায় ?
শূন্য মাধ্যমে আলোর গতিবেগ
৫. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও শ্রেণি আছে ?
সাতটি পর্যায় ও আটটি শ্রেণী
৬. CH₃COOH কার সংকেত ?
অ্যাসিটিক অ্যাসিড
৭. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
থার্মোস্ফিয়ার
৮. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
সিটা
৯. অ্যান্টি-স্করবিউটিক ভিটামিন কাকে বলা হয় ?
ভিটামিন সি
১০. সিউডোপোডিয়া কোন প্রাণীর গমনঅঙ্গ ?
অ্যামিবা
১১. সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম প্রোটিনের সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এটি কি ধরনের চলন ?
কেমোন্যাস্টি
১২. কর্পুর যদি গদ বা গাম হয়, তাহলে ধুনা কি ?
রজন বা রেজিন
১৩. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ভূপেন্দ্রনাথ দত্ত
১৪. সেভরের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
মে, ১৯২০ খ্রি:
১৫. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বাংলা ছিয়াত্তরের মন্বন্তরের বিবরণ পাওয়া যায় ?
আনন্দমঠ
১৬. ভারতের মার্টিন লুথার কাকে বলা হয় ?
স্বামী দয়ানন্দ সরস্বতী
১৭. ভারতে ক্রিকেটের "গ্রীনপার্ক স্টেডিয়াম" কোন শহরে অবস্থিত ?
কানপুর
No comments:
Post a Comment
Don't Leave any spam link.