Breaking

Feb 1, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. সিকান্দার শাহের মৃত্যুর পর লোদী বংশের কোন সুলতান দিল্লির সিংহাসনে বসেন ?
তাঁর জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদী
২. ১৭৬৫ সালের ১২ অক্টোবর কোন মুঘল সম্রাটের হাত থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানী সনদের ফরমান নেন তৎকালীন গভর্নর রবার্ট ক্লাইভ :
দ্বিতীয় শাহ আলম
৩. লাহোর কংগ্রেস অধিবেশন কোন নদীর তীরে হয় :
ইরাবতী
৪. রাজা রামমোহনের সমাধি কোথায় আছে :
লন্ডনের ব্রিস্টল শহরে
৫. "গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়" উক্তিটি কার :
স্বামী বিবেকানন্দ
৬. "গান্ধী আরউইন চুক্তি" স্বাক্ষরিত হওয়ার পর মোহনদাস করমচাঁদ গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগ দেন ?
দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩১ খ্রি:)
৭. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
১৯১১ খ্রিস্টাব্দে
৮. "ভারতের বিসমার্ক" কাকে বলা হয় ?
সর্দার বল্লভ ভাই প্যাটেলকে
৯. "সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি" কে ঘোষণা করেন ?
র‍্যামসে ম্যাকডোনাল্ড
১০. "বঙ্গভঙ্গের" লক্ষ্য কী ছিল ?
বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমানো
১১. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
১২. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
মালদ্বীপ
১৩. দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায় ?
ব্রিটেন
১৪. ভারতের চর্ম শিল্পের প্রধান কেন্দ্র কোনটি ?
কানপুর
১৫. ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি ?
পরেশনাথ
১৬. "জলাতঙ্ক" রোগ মূলত শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে ?
স্নায়ুতন্ত্রকে
১৭. রুবেলা ভাইরাস কি রোগের জন্য দায়ী ?
হাম
১৮. পৃথিবীর প্রথম শল্যচিকিৎসক কাকে বলা হয় ?
সুশ্রুত
১৯. "নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ" এর প্রথম সভাপতি কে ছিলেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
২০. আয়ারল্যান্ডের সংবিধান থেকে কোন বিষয় ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে ?
রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বিষয়

More MocktestLink
GK MCQ পর্ব ৭Click Here
GK MCQ পর্ব ৮Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.