সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. সিকান্দার শাহের মৃত্যুর পর লোদী বংশের কোন সুলতান দিল্লির সিংহাসনে বসেন ?
তাঁর জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদী
২. ১৭৬৫ সালের ১২ অক্টোবর কোন মুঘল সম্রাটের হাত থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানী সনদের ফরমান নেন তৎকালীন গভর্নর রবার্ট ক্লাইভ :
দ্বিতীয় শাহ আলম
৩. লাহোর কংগ্রেস অধিবেশন কোন নদীর তীরে হয় :
ইরাবতী
৪. রাজা রামমোহনের সমাধি কোথায় আছে :
লন্ডনের ব্রিস্টল শহরে
৫. "গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়" উক্তিটি কার :
স্বামী বিবেকানন্দ
৬. "গান্ধী আরউইন চুক্তি" স্বাক্ষরিত হওয়ার পর মোহনদাস করমচাঁদ গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগ দেন ?
দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩১ খ্রি:)
৭. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
১৯১১ খ্রিস্টাব্দে
৮. "ভারতের বিসমার্ক" কাকে বলা হয় ?
সর্দার বল্লভ ভাই প্যাটেলকে
৯. "সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি" কে ঘোষণা করেন ?
র্যামসে ম্যাকডোনাল্ড
১০. "বঙ্গভঙ্গের" লক্ষ্য কী ছিল ?
বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমানো
১১. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
১২. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
মালদ্বীপ
১৩. দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায় ?
ব্রিটেন
১৪. ভারতের চর্ম শিল্পের প্রধান কেন্দ্র কোনটি ?
কানপুর
১৫. ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি ?
পরেশনাথ
১৬. "জলাতঙ্ক" রোগ মূলত শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে ?
স্নায়ুতন্ত্রকে
১৭. রুবেলা ভাইরাস কি রোগের জন্য দায়ী ?
হাম
১৮. পৃথিবীর প্রথম শল্যচিকিৎসক কাকে বলা হয় ?
সুশ্রুত
১৯. "নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ" এর প্রথম সভাপতি কে ছিলেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
২০. আয়ারল্যান্ডের সংবিধান থেকে কোন বিষয় ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে ?
রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বিষয়
More Mocktest | Link |
---|---|
GK MCQ পর্ব ৭ | Click Here |
GK MCQ পর্ব ৮ | Click Here |
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Don't Leave any spam link.