Breaking

Feb 10, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ?
ঔরঙ্গজেব
২. কাকে প্রথম ভারতরত্ন উপাধি দেওয়া হয় ?
চক্রবর্তী রাজা গোপালাচারী
৩. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর বিস্তৃতি কলকাতা থেকে কোথায় ?
অমৃতসর
৪. অর্কিড কি ধরনের উদ্ভিদ ?
পরাশ্রয়ী
৫. ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি ?
অপ্সরা
৬. দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
গোয়া
৭. একনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও ?
ব্যাং, গরু, ঘোড়া
৮. ফিতা কৃমির রেচন অঙ্গের নাম কি ?
ফ্লেমকোষ বা শিখাকোষ
৯. পাইরিয়া রোগটি কোথায় হয় ?
মাড়ির রোগ
১০. মানব শরীরের বৃহত্তম লালাগ্রন্থির নাম কি ?
প্যারোটিড গ্রন্থি
১১. মানব শরীরে বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায় ?
কাঁধে
১২. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি ?
লাদাখ
১৩. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
মুসি
১৪. মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
তামিলনাড়ু
১৫. 'প্লবতার ধারণা ও পরিমাপ' -এর আবিষ্কারক কে ?
আর্কিমিডিস
১৬. ইন্টারনেট দুনিয়ার WWW এর পূর্ণরূপ কি ?
World Wide Web
১৭. ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
অ্যাসিটিলিন
১৮. বিখ্যাত বাংলা উপন্যাস 'দেবদাস' কার লেখা ?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. বাবুজি (Nick name) কাকে বলা হয় ?
জগজীবন রাম
২০. 'তামাশা' কোথাকার লোকনৃত্য ?
মহারাষ্ট্র

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ৬ সেট ৭ সেট ৮

1 comment:

Don't Leave any spam link.