সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. 'সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি' কে ঘোষণা করেন ?
র্যামসে ম্যাকডোনাল্ড
২. নাথুরাম গডসে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন ?
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ
৩. 'বেঙ্গল' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?
গিরিশচন্দ্র ঘোষ
৪. কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ ঘোষণা করে ?
তলোয়ার জাহাজ
৫. উড়ন্ত শিখ নামে কে পরিচিত ?
মিলখা সিং
৬. পৃথিবীর দুই-তৃতীয়াংশ একশৃঙ্গ গন্ডার কোথায় থাকে ?
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
৭. গগন নারাং কোন খেলার সঙ্গে যুক্ত ?
শ্যুটিং
৮. তড়িৎপ্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম কি ?
গ্যালভানোমিটার
৯. মহারানা প্রতাপের ঘোড়াটির নাম কি ছিল ?
চেতক
১০. বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?
নীল তিমি
১১. কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?
চিন
১২. ভারতবর্ষের হয়ে ব্যাডমিন্টনে প্রথম অলিম্পিক পদক কে জেতেন ?
সাইনা নেওয়াল
১৩. চাণক্যের অপর নাম কি ?
বিষ্ণুগুপ্ত
১৪. বৃহত্তম গ্রহটির নাম কি ?
বৃহস্পতি
১৫. 'পিঙ্ক সিটি' নামে কোন শহর পরিচিত ?
জয়পুর
১৬. PNR (রেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়) -এর পূর্ণরূপ কি ?
Passenger Name Record
ধন্যবাদ🙏⚽📚📚📚📚🏏🇮🇳🇮🇳🇮🇳🌸🌸
ReplyDelete