সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. "অভয়ঘাট" কোন ব্যক্তির সমাধিস্থল ?
মোরারজি দেশাই
২. সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
1972 সালে
৩. দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
কুতুবউদ্দিন আইবক
৪. লাহোর প্রস্তাবের অপর নাম কি ?
পাকিস্তান প্রস্তাব
৫. কাকে ভারতের জাতির জনক বলা হয় ?
মহাত্মা গান্ধী
৬. কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ?
সঞ্জীবনী পত্রিকায়
৭. ডিরোজিও এর পুরো নাম কি ?
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
৮. হাওয়া মহল কে তৈরি করেছিলেন ?
মহারাজা প্রতাপ সিং
৯. বিখ্যাত কোহিনুর হীরা কোন খনি থেকে উৎপন্ন ?
গোলকুণ্ডা
১০. কুষাণরা কোন জাতির শাখা ?
ইউ-চি
১১. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশিদিন অনশন কে করেছিলেন ?
যতীন দাস
১২. দামোদর নদীর প্রধান শাখা নদীর নাম কি ?
মুন্ডেশ্বরী
১৩. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় ?
ডঃ বিধানচন্দ্র রায়কে
১৪. শিবাজী সাগর কোন রাজ্যে অবস্থিত ?
মহারাষ্ট্রে
১৫. "মহারাজা রঞ্জিত সিং গোল্ডকাপ" কোন খেলার সঙ্গে যুক্ত ?
হকি
১৬. ফনিমনসার কোন অংশ কাটায় রূপান্তরিত হয় ?
পাতার অংশ।
১৭. তিমির শ্বাসঅঙ্গের নাম কি ?
ফুসফুস
No comments:
Post a Comment
Don't Leave any spam link.