Breaking

Feb 6, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান গুলি কি কি ?
তামা ও টিন
২. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে ?
কালিদাস
৩. 'গঙ্গাইকোন্ডচোল' কার উপাধি ছিল ?
প্রথম রাজেন্দ্র চোল
৪. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
জাফর খাঁ
৫. কংগ্রেসের কোন অধিবেশনে ভারতছাড়ো প্রস্তাব গৃহীত হয় ?
বোম্বাই অধিবেশনে
৬. জার্মানির নাৎসি নেতার নাম কি ছিল ?
হিটলার
৭. তেভাগা আন্দোলন কবে শুরু হয় ?
1946 খ্রি:
৮. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
৯. ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ?
1950 সালের 26 শে জানুয়ারি
১০. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
আমেদাবাদ'কে
১১. মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ?
নর্মদা বাঁচাও আন্দোলন
১২. হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?
সেকেন্দ্রাবাদ
১৩. গঙ্গার ডান তীরের উপনদী কোনটি ?
শোন
১৪. কর্ণাটকের পূর্ব নাম কি ছিল ?
মহীশূর
১৫. M.S. Excel এ কতগুলো কলাম (Column) আছে ?
256 টি
১৬. জন্ডিসে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
যকৃত
১৭. যক্ষ্মার প্রতিষেধক কোনটি ?
B.C.G
১৮. পাতার সাহায্যে প্রজনন হয় কোন উদ্ভিদের ?
পাথরকুচি
১৯. ধন্বন্তরি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
মেডিকেল সাইন্স
২০. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?
স্বামী দয়ানন্দ সরস্বতী

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ৩ সেট 4 সেট ৫

No comments:

Post a Comment

Don't Leave any spam link.