Breaking

Feb 5, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. "চন্দ্রপ্রভা" অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
বারাণসী (উত্তর প্রদেশ)
২. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দল মিশে যায় ?
লক্ষ্ণৌ অধিবেশনে (১৯১৬ খ্রি:)
৩. "লাল-বাল-পাল" নামে কারা পরিচিত ছিলেন ?
লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল
৪. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি ?
টিটিকাকা হ্রদ
৫. ইজরায়েলের রাজধানীর নাম কি ?
জেরুজালেম
৬. কোন চলচ্চিত্র অভিনেত্রী সর্বপ্রথম "পদ্মশ্রী" পুরস্কারে সম্মানিত হন ?
নার্গিস দত্ত
৭. লাক্ষাদ্বীপের সরকারি ভাষা কি ?
মালায়ালম
৮. 'সেতার' বাদ্যযন্ত্র তারের সংখ্যা কয়টি ?
3 টি
৯. ঘুমর কোথাকার লোকনৃত্য ?
রাজস্থান
১০. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?
আমির খসরু
১১. 'হুমায়ুন' কথাটির অর্থ কি ?
ভাগ্যবান
১২. পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন ?
বৈরাম খাঁ (আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে যুদ্ধ হয়েছিল)
১৩. 'বিজয়ঘাট' কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল ?
লাল বাহাদুর শাস্ত্রী
১৪. কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন ?
সিরাজউদ্দৌলা
১৫. কে ভারতবাসীর কাছে রাষ্ট্রগুরু নামে পরিচিত ?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৬. ভিটামিন-E -এর রাসায়নিক নাম কি ?
টোকোফেরোল
১৭. মন্ট্রিল প্রটোকল -এর উদ্দেশ্য কি ছিল ?
ওজোন স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা
১৮. রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
ক্রিকেট
১৯. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) এর সদর দফতর কোথায় অবস্থিত ?
জেনিভা'তে
২০. ভারতীয় সংবিধানের 'সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা'র ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
আমেরিকা যুক্তরাষ্ট্র

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ২ সেট ৩ সেট 4

No comments:

Post a Comment

Don't Leave any spam link.