Breaking

Feb 4, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. বেলুড়মঠ কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গে
২. গোয়ার সরকারি ভাষা কি ?
কোঙ্কনি
৩. পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি ?
ডেনমার্ক
৪. রজার ফেডেরার কোন দেশের খেলোয়াড় ?
সুইৎজারল্যান্ড
৫. কেশরী ও মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
লোকমান্য বালগঙ্গাধর তিলক
৬. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ফুটবল
৭. ভারতবর্ষে হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন ?
অ্যানি বেসান্ত
৮. কোন অঙ্গ থেকে রেচন পদার্থ নির্গমন করে ?
কিডনি (বৃক্ক)
৯. বিতস্তা ও ঝিলাম কোন নদীর উপনদী ?
সিন্ধু
১০. প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলার নাম কি ?
দেবিকা রানি
১১. ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে কোন দেশের সঙ্গে যুক্ত ?
বাংলাদেশ
১২. একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকে ?
300 টি
১৩. শচীন টেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেন ?
পাকিস্তান
১৪. পাগলা কুকুর কামড়ালে কি রোগ হয় ?
জলাতঙ্ক রোগ হয়
১৫. এশিয়ার বুলবুল কাকে বলা হয় ?
সরোজিনী নাইডু
১৬. "কুইন অব দ্য অ্যারাবিয়ান সি" কোন শহরকে বলা হয় ?
কোচি
১৭. অঙ্গার কার লেখা ?
উৎপল দত্ত
১৮. স্বামী বিবেকানন্দ কোন বছর শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন ?
1893 সালে
১৯. P.W.D কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি হয় ?
জেমস ব্রাউন রামসে (ইতিহাসে যিনি লর্ড ডালহৌসি নামে পরিচিত)
২০. কোন ঘটনার পর গান্ধীজি "অসহযোগ আন্দোলন" স্থগিত করেন ?
চৌরিচৌরার ঘটনার পর

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১ সেট ২ সেট ৩

No comments:

Post a Comment

Don't Leave any spam link.