সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার লক্ষ্য ঘোষণা করা হয় ?
লাহোর অধিবেশনে, ১৯২৯ খ্রি:
২. খারবেল কোন রাজ্যের প্রবল পরাক্রান্ত শাসক ছিলেন ?
কলিঙ্গ রাজ্যের (বর্তমান ওড়িশা রাজ্য)
৩. মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি ?
লিম্ফোসাইট
৪. বুকলাং কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?
মাকড়সা
৫. কোন কোন ধাতু মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় ?
লোহা ও কার্বন
৬. E = Mc² তত্ত্বটি কার ?
অ্যালবার্ট আইনস্টাইনের
৭. গুরু হরগোবিন্দের ছোট ছেলের নাম কি ?
তেগ বাহাদুর
৮. সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের অফিসার ও সৈনিকদের কি বলে সম্বোধন করতেন ?
কমরেড
৯. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি ?
আমাজন নদী অববাহিকা
১০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
ওয়ারেন হেস্টিংস
১১. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
অপরাজিত
১২. চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
কারিকল/বিজয়ালয়
১৩. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?
তামিলনাড়ু
১৪. নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
হাডসন
১৫. শেরশাহের সমাধি কোথায় ?
সাসারাম
১৬. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ?
১৫৭৬ খ্রিস্টাব্দে (আকবর এবং মহারানা প্রতাপের সঙ্গে হয়েছিল)
১৭. কংগ্রেস সোস্যালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
জয়প্রকাশ নারায়ণ
No comments:
Post a Comment
Don't Leave any spam link.