Breaking

Feb 2, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয়েছে কোন শহরের ভিত্তিতে ?
এলাহাবাদ
২. ভাকরা বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
শতদ্রু
৩. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে রয়েছে ?
মণিপুর
৪. যাদুগড়া খনি থেকে কি পাওয়া যায় ?
ইউরেনিয়াম
৫. মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
মাদুরাই (তামিলনাড়ু)
৬. মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় ?
পিটুইটারি
৭. ভারত ছাড়ো আন্দোলনের সময় বঙ্গ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
৮. কোন সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
৪৪ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ১৯৭৮ সালে।
৯. মহাকবি কালিদাস কোন ধর্মাবলম্বী ছিলেন ?
শৈব
১০. কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মারা যান ?
হুমায়ুন
১১. চীনা পরিব্রাজক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১২. কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ?
প্লাটিপাস
১৩. "ইন্ডিয়া ডিভাইডেড" গ্রন্থটির লেখক কে ?
রাজেন্দ্র প্রসাদ
১৪. ইতিহাসের জনক কাকে বলা হয় ?
হেরোডোটাসকে
১৫. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি ?
প্লীহা
১৬. ১৮৩৭ সালে অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার কে করেন ?
জেমস প্রিন্সেপ
১৭. কোন বিপ্লবী বাংলার "অগ্নিকন্যা" নামে পরিচিত ছিলেন ?
কল্পনা দত্ত
১৮. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
সতীশ চন্দ্র বসু
১৯. ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?
মহারাষ্ট্রের নাগপুরে
২০. মোহিনীঅট্টম কোথাকার লোকনৃত্য ?
কেরালা


আগের জিকে প্রশ্নগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
এককথায় প্রশ্নোত্তর সেট ১ GK MCQ পর্ব ৬ GK MCQ পর্ব ৭ GK MCQ পর্ব ৮

No comments:

Post a Comment

Don't Leave any spam link.