সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. কেরলের প্রধান ভাষা কি ?
মালায়ালাম
২. "কথাসরিৎসাগর" কার লেখা ?
সোমদেব
৩. দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায় ?
রাজা বিজয়সেন
৪. মতি মসজিদ কে নির্মাণ করেন ?
শাহজাহান
৫. জাহাঙ্গীরের আসল নাম কি ?
নুরুদ্দীন মহম্মদ সেলিম
৬. রবীন্দ্রনাথকে "গুরুদেব" বলে কে আখ্যা দিয়েছিলেন ?
গান্ধীজী
৭. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
ইঙ্গ-মহীশূর যুদ্ধে
৮. মিরাত-উল-আখবর কোন ভাষার পত্রিকা ?
ফারসি
৯. বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
জোনাথন ডানকান
১০. "টাইমস অফ ইন্ডিয়া" প্রথম কবে প্রকাশিত হয় ?
1861 খ্রি: 3 নভেম্বর
১১. আয়ুর্বেদের জনক কাকে বলা হয় ?
চরক
১২. পাকসিনিয়া গ্রামিনিস -ছত্রাক থেকে সৃষ্ট রোগের নাম কি ?
গমের কৃষ্ণ মরিচা রোগ
১৩. মানুষের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত ?
4 টি
১৪. কোন প্রাণীর গমন পদ্ধতির নাম লুপিং ?
তারামাছ
১৫. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ?
32⁰
১৬. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা (PMRY) শুরু করা হয় ?
অষ্টম (1992 - 1997)
No comments:
Post a Comment
Don't Leave any spam link.