Breaking

Feb 28, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
১. কেরলের প্রধান ভাষা কি ?
মালায়ালাম
২. "কথাসরিৎসাগর" কার লেখা ?
সোমদেব
৩. দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায় ?
রাজা বিজয়সেন
৪. মতি মসজিদ কে নির্মাণ করেন ?
শাহজাহান
৫. জাহাঙ্গীরের আসল নাম কি ?
নুরুদ্দীন মহম্মদ সেলিম
৬. রবীন্দ্রনাথকে "গুরুদেব" বলে কে আখ্যা দিয়েছিলেন ?
গান্ধীজী
৭. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
ইঙ্গ-মহীশূর যুদ্ধে
৮. মিরাত-উল-আখবর কোন ভাষার পত্রিকা ?
ফারসি
৯. বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
জোনাথন ডানকান
১০. "টাইমস অফ ইন্ডিয়া" প্রথম কবে প্রকাশিত হয় ?
1861 খ্রি: 3 নভেম্বর
১১. আয়ুর্বেদের জনক কাকে বলা হয় ?
চরক
১২. পাকসিনিয়া গ্রামিনিস -ছত্রাক থেকে সৃষ্ট রোগের নাম কি ?
গমের কৃষ্ণ মরিচা রোগ
১৩. মানুষের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত ?
4 টি
১৪. কোন প্রাণীর গমন পদ্ধতির নাম লুপিং ?
তারামাছ
১৫. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ?
32⁰
১৬. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা (PMRY) শুরু করা হয় ?
অষ্টম (1992 - 1997)
১৭. EXIM ব্যাংক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
1982 খ্রি:
১৮. ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
ডঃ বি আর আম্বেদকর
১৯. আই.এফ.এ শিল্ট কাপ কোন খেলার সাথে যুক্ত ?
ফুটবল
২০. ফাদার অফ গুজরাট কাকে বলা হয় ?
রবিশংকর মহারাজ

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১৩ সেট ১৪

No comments:

Post a Comment

Don't Leave any spam link.