Breaking

Feb 27, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. দুটি পাত পরস্পরের দিকে সরে আসলে তাকে কি বলে ?
অভিসারী পাত সীমানা
২. ভারতের দ্বিতীয় উপগ্রহের নাম কি ?
ভাস্কর
৩. ভারতের গভীরতম বন্দর কোনটি ?
বিশাখাপত্তনম
৪. ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে শক্তিশালী ?
P -তরঙ্গ
৫. জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে ?
হেকেল
৬. রপ্তানিতে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি ?
অস্ট্রেলিয়া
৭. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয় ?
কর্ক
৮. ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি ?
ঝরিয়া
৯. নেপালে এভারেস্ট কি নামে পরিচিত ?
সাগরমাতা
১০. সোনালী চতুর্ভুজ কোন কোন শহরকে যুক্ত করেছে ?
দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা
১১. মাছের ডিম ফুটতে কত ঘন্টা সময় লাগে ?
২৪ ঘণ্টা
১২. 'An Essay on the Principles of Population' বইটি কার লেখা ?
ম্যালথাস
১৩. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
হুগো দ্য ভ্রিস
১৪. ZSI -এর পূর্ণরূপ কি
Zoological Survey Of India
১৫. স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত তত্ত্বটির প্রবক্তা কে ?
চার্লস
১৬. BRICS এর সদর দপ্তর কোথায় ?
চীনের সাংহাই
১৭. মায়ানমারের রাজধানীর নাম কি ?
নেপাইদাউ
১৮. 'সূর্যসিদ্ধান্ত' কার লেখা ?
আর্যভট্ট
১৯. কলকাতায় "ধর্মসভা" কে প্রতিষ্ঠা করেছিলেন ?
রাধাকান্ত দেব
২০. মহারাজা রঞ্জিত সিং গোল্ডকাপ কোন খেলার সাথে যুক্ত ?
হকি

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১২ সেট ১৩

No comments:

Post a Comment

Don't Leave any spam link.