সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. দুটি পাত পরস্পরের দিকে সরে আসলে তাকে কি বলে ?
অভিসারী পাত সীমানা
২. ভারতের দ্বিতীয় উপগ্রহের নাম কি ?
ভাস্কর
৩. ভারতের গভীরতম বন্দর কোনটি ?
বিশাখাপত্তনম
৪. ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে শক্তিশালী ?
P -তরঙ্গ
৫. জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে ?
হেকেল
৬. রপ্তানিতে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি ?
অস্ট্রেলিয়া
৭. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয় ?
কর্ক
৮. ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি ?
ঝরিয়া
৯. নেপালে এভারেস্ট কি নামে পরিচিত ?
সাগরমাতা
১০. সোনালী চতুর্ভুজ কোন কোন শহরকে যুক্ত করেছে ?
দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা
১১. মাছের ডিম ফুটতে কত ঘন্টা সময় লাগে ?
২৪ ঘণ্টা
১২. 'An Essay on the Principles of Population' বইটি কার লেখা ?
ম্যালথাস
১৩. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
হুগো দ্য ভ্রিস
১৪. ZSI -এর পূর্ণরূপ কি
Zoological Survey Of India
১৫. স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত তত্ত্বটির প্রবক্তা কে ?
চার্লস
১৬. BRICS এর সদর দপ্তর কোথায় ?
চীনের সাংহাই
No comments:
Post a Comment
Don't Leave any spam link.