Breaking

Feb 24, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. OPV ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় ?
পোলিও
২. ক্ষুদ্রতম সচল শৈবালের নাম কি ?
ক্ল্যামাইডোমোনাস
৩. গ্লুকোজ -এর সংকেত কি ?
C₆H₁₂O₆
৪. ঐচ্ছিক শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
প্রাথমিক মোটর কমপ্লেক্স
৫. ভিটামিন নামকরণ কে করেছিলেন ?
ক্যাসিমির ফাঙ্ক
৬. স্টোমাটাইটিস কোন ভিটামিনের অভাবে হয় ?
B₂ [রাইবোফ্লাভিন]
৭. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক কোনটি ?
পেপসিন
৮. মাছের হৃদপিন্ডে মোট কয়টি প্রকোষ্ঠ থাকে ?
২ টি
৯. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?
১২০ দিন
১০. হৃদপেশী কখনো ক্লান্ত হয় না এর কারণ কি :
অসংখ্য মাইটোকনড্রিয়ার উপস্থিতির জন্য
১১. পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায় ?
প্রথম গতিসূত্র
১২. একটি ঢিলকে সুতোয় বেঁধে বৃত্ত পথে ঘোরানো হলে ওই সুতো ঢিলটিকে কেন্দ্র অভিমুখে টানে। ওই টানকে কি বলে ?
অভিকেন্দ্র বল
১৩. ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
তড়িৎশক্তি থেকে যান্ত্রিক শক্তি
১৪. "বার্নিং গ্লাস রুপে" কি ধরনের লেন্স/দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তল লেন্স
১৫. SONAR -এর পূর্নরূপ কি ?
Sound Navigation and Ranging
১৬. জেমু হিমবাহ কোন রাজ্যে অবস্থিত ?
সিকিম
১৭. ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান আছে ?
104 টি
১৮. যে নদীর ধারে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন সেটির নাম কি ?
নিরঞ্জন
১৯. কবিরাজ কোন গুপ্ত রাজার উপাধি ?
সমুদ্রগুপ্ত
২০. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
1576 খ্রি:

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১১ সেট ১২

No comments:

Post a Comment

Don't Leave any spam link.