সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১৩ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. OPV ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয় ?
পোলিও
২. ক্ষুদ্রতম সচল শৈবালের নাম কি ?
ক্ল্যামাইডোমোনাস
৩. গ্লুকোজ -এর সংকেত কি ?
C₆H₁₂O₆
৪. ঐচ্ছিক শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
প্রাথমিক মোটর কমপ্লেক্স
৫. ভিটামিন নামকরণ কে করেছিলেন ?
ক্যাসিমির ফাঙ্ক
৬. স্টোমাটাইটিস কোন ভিটামিনের অভাবে হয় ?
B₂ [রাইবোফ্লাভিন]
৭. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক কোনটি ?
পেপসিন
৮. মাছের হৃদপিন্ডে মোট কয়টি প্রকোষ্ঠ থাকে ?
২ টি
৯. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?
১২০ দিন
১০. হৃদপেশী কখনো ক্লান্ত হয় না এর কারণ কি :
অসংখ্য মাইটোকনড্রিয়ার উপস্থিতির জন্য
১১. পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায় ?
প্রথম গতিসূত্র
১২. একটি ঢিলকে সুতোয় বেঁধে বৃত্ত পথে ঘোরানো হলে ওই সুতো ঢিলটিকে কেন্দ্র অভিমুখে টানে। ওই টানকে কি বলে ?
অভিকেন্দ্র বল
১৩. ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
তড়িৎশক্তি থেকে যান্ত্রিক শক্তি
১৪. "বার্নিং গ্লাস রুপে" কি ধরনের লেন্স/দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তল লেন্স
১৫. SONAR -এর পূর্নরূপ কি ?
Sound Navigation and Ranging
১৬. জেমু হিমবাহ কোন রাজ্যে অবস্থিত ?
সিকিম
No comments:
Post a Comment
Don't Leave any spam link.