Breaking

Feb 14, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. BPCL এর পূর্নরূপ কি ?
Bharat Petroleum Corporation Ltd.
২. অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
নিউল্যান্ড
৩. পেট্রোলের রাসায়নিক নাম কি ?
গ্যাসোলিন
৪. মানুষের রক্তের স্বাভাবিক pH এর মান কত ?
7.2 pH - 7.4 pH
৫. বৃহত্তম কোষের নাম কি ?
উঠপাখির ডিম
৬. স্ট্রিকনিন কি কাজে ব্যবহৃত হয় ?
পেটের পীড়ার ওষুধ তৈরিতে
৭. কাঁকড়া বিছে -এর রেচন অঙ্গের নাম কি ?
কক্সাল গ্রন্থি
৮. মানবদেহে কিটন বডি কোথা থেকে উৎপত্তি হয় ?
যকৃৎ থেকে
৯. হারপিস রোগটি মানব শরীরের কোথায় হয় ?
ত্বকে
১০. যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদেরকে কি বলে ?
ক্রায়োফাইট
১১. দুধের বিশুদ্ধতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
ল্যাকটোমিটার
১২. লোকসভার কোনো সদস্য কাকে ইস্তফাপত্র জমা দেন ?
স্পিকারকে
১৩. ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
মায়াবতী
১৪. 1⁰ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত মিনিট ?
4 মিনিট
১৫. চলমান বরফের স্তুপকে কি বলা হয় ?
হিমবাহ
১৬. আল-হিলাল সংবাদপত্র কে প্রকাশ করেন ?
মৌলানা আবুল কালাম আজাদ
১৭. হোমরুল কথাটির অর্থ কি ?
স্বায়ত্তশাসন
১৮. ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কয়টি ?
1028 টি
১৯. বৈদিক যুগে অদিতি কিসের দেবী ছিলেন ?
অমরত্ব-এর দেবী
২০. "শত পুষ্প বিকশিত হোক" বিখ্যাত উক্তিটি কার ?
মাও সে তুং

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ১০ সেট ১১

No comments:

Post a Comment

Don't Leave any spam link.