সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১২ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. BPCL এর পূর্নরূপ কি ?
Bharat Petroleum Corporation Ltd.
২. অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
নিউল্যান্ড
৩. পেট্রোলের রাসায়নিক নাম কি ?
গ্যাসোলিন
৪. মানুষের রক্তের স্বাভাবিক pH এর মান কত ?
7.2 pH - 7.4 pH
৫. বৃহত্তম কোষের নাম কি ?
উঠপাখির ডিম
৬. স্ট্রিকনিন কি কাজে ব্যবহৃত হয় ?
পেটের পীড়ার ওষুধ তৈরিতে
৭. কাঁকড়া বিছে -এর রেচন অঙ্গের নাম কি ?
কক্সাল গ্রন্থি
৮. মানবদেহে কিটন বডি কোথা থেকে উৎপত্তি হয় ?
যকৃৎ থেকে
৯. হারপিস রোগটি মানব শরীরের কোথায় হয় ?
ত্বকে
১০. যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায় তাদেরকে কি বলে ?
ক্রায়োফাইট
১১. দুধের বিশুদ্ধতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
ল্যাকটোমিটার
১২. লোকসভার কোনো সদস্য কাকে ইস্তফাপত্র জমা দেন ?
স্পিকারকে
১৩. ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
মায়াবতী
১৪. 1⁰ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত মিনিট ?
4 মিনিট
১৫. চলমান বরফের স্তুপকে কি বলা হয় ?
হিমবাহ
১৬. আল-হিলাল সংবাদপত্র কে প্রকাশ করেন ?
মৌলানা আবুল কালাম আজাদ
No comments:
Post a Comment
Don't Leave any spam link.