Breaking

Feb 13, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস যে কমিটি গড়ে তার সদস্য কারা কারা ছিলেন ?
মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, ফজলুল হক, এম.আর জয়াকর, আব্বাস তৈয়বজী ও মোহনদাস করমচাঁদ গান্ধী
২. সুভাষচন্দ্র বসুকে কোন বছর গ্রেপ্তার করে মান্দালয় জেলে পাঠানো হয় ?
১৯২৮ সালের অক্টোবরে
৩. বিমানের আবিষ্কারক কে ?
মার্কিন যুক্তরাষ্ট্রের অরভিল রাইট ও উইলবার রাইট (ভ্রাতৃদ্বয়)
৪. রুবেলা ভাইরাস কি রোগের জন্য দায়ী ?
হাম
৫. শিশুদের প্রোটিন অপুষ্টিজনিত রোগ কি কি ?
ম্যারাসমাস ও কোয়াশিয়রকর
৬. কোন ধাতুর প্রভাবে ইটাই ইটাই রোগ হয় ?
ক্যাডমিয়াম
৭. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী ?
জিব্রাল্টার
৮. শিখিস্তানের দাবি প্রথম কে করেন ?
জ্ঞানী কর্তার সিং
৯. ভারতে কে ওয়াহাবি মত প্রচার করেন ?
আব্দুল আজিজের শিষ্য সৈয়দ আহমদ
১০. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
স্যার এইচ. জে. কানিয়া
১১. কোন যন্ত্র দিয়ে বিভব প্রভেদ মাপা হয় ?
ভোল্টমিটার
১২. ভরের নিত্যতা সূত্র (Law Of Conservation Of Mass)কে আবিষ্কার করেন ?
ল্যাভয়সিয়ের
১৩. V - আকৃতির মায়োটোম পেশি কাদের দেহে দেখতে পাওয়া যায় ?
মাছের দেহে
১৪. মানবদেহে মোট পেশি সংখ্যা কয়টি ?
৬৩৯ টি
১৫. উদয়ভূমি কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল ??
কি.আর নারায়নন
১৬. ভাঙ্গর কাকে বলে ?
প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে।
১৭. মাধব জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
শিবপুরী জেলা (মধ্যপ্রদেশ)
১৮. বীরভূমের মামা-ভাগ্নে পাহাড়টি কোন শিলায় গঠিত ?
গ্রানাইট ও নিস
১৯. কাল্পনিক চরিত্র শার্লক হোমস কার দ্বারা সৃষ্টি হয়েছে ?
আর্থার কোনান ডোয়েল
২০. ইন্দ্রপ্রস্থ স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত ?
দিল্লি

আগের সেটগুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন।
সেট ৯ সেট ১০

1 comment:

Don't Leave any spam link.