সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস যে কমিটি গড়ে তার সদস্য কারা কারা ছিলেন ?
মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, ফজলুল হক, এম.আর জয়াকর, আব্বাস তৈয়বজী ও মোহনদাস করমচাঁদ গান্ধী
২. সুভাষচন্দ্র বসুকে কোন বছর গ্রেপ্তার করে মান্দালয় জেলে পাঠানো হয় ?
১৯২৮ সালের অক্টোবরে
৩. বিমানের আবিষ্কারক কে ?
মার্কিন যুক্তরাষ্ট্রের অরভিল রাইট ও উইলবার রাইট (ভ্রাতৃদ্বয়)
৪. রুবেলা ভাইরাস কি রোগের জন্য দায়ী ?
হাম
৫. শিশুদের প্রোটিন অপুষ্টিজনিত রোগ কি কি ?
ম্যারাসমাস ও কোয়াশিয়রকর
৬. কোন ধাতুর প্রভাবে ইটাই ইটাই রোগ হয় ?
ক্যাডমিয়াম
৭. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী ?
জিব্রাল্টার
৮. শিখিস্তানের দাবি প্রথম কে করেন ?
জ্ঞানী কর্তার সিং
৯. ভারতে কে ওয়াহাবি মত প্রচার করেন ?
আব্দুল আজিজের শিষ্য সৈয়দ আহমদ
১০. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
স্যার এইচ. জে. কানিয়া
১১. কোন যন্ত্র দিয়ে বিভব প্রভেদ মাপা হয় ?
ভোল্টমিটার
১২. ভরের নিত্যতা সূত্র (Law Of Conservation Of Mass)কে আবিষ্কার করেন ?
ল্যাভয়সিয়ের
১৩. V - আকৃতির মায়োটোম পেশি কাদের দেহে দেখতে পাওয়া যায় ?
মাছের দেহে
১৪. মানবদেহে মোট পেশি সংখ্যা কয়টি ?
৬৩৯ টি
১৫. উদয়ভূমি কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল ??
কি.আর নারায়নন
১৬. ভাঙ্গর কাকে বলে ?
প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে।
১৭. মাধব জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
শিবপুরী জেলা (মধ্যপ্রদেশ)
Very nice
ReplyDelete