Breaking

Feb 11, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
১. শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটির নাম কি ?
বিশ্বভারতী
২. পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি ?
নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর
৩. মানবদেহে কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
ভিব্রিও কলেরি
৪. :দুর্বাসার অভিশাপ' চিত্রটি কার আঁকা ?
রবি বর্মা
৫. 'অ্যাসেস' শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
ক্রিকেট
৬. হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
মহাত্মা গান্ধী
৭. ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ?
ভি.এস রমাদেবী
৮. ভারতের গভীরতম বন্দরের নাম কি ?
বিশাখাপত্তনম
৯. ইতালির জাতীয় ফুলের নাম কি ?
পদ্ম
১০. ন্যাটোর (NATO) এর সদর দপ্তর কোথায় ?
ব্রাসেলস
১১. মরিচার রাসায়নিক সংকেত কি ?
2Fe₂o₇, 3H₂O
১২. ন্যাপথালিনের প্রধান উৎস কি ?
আলকাতরা
১৩. গমনে অক্ষম দুটি প্রাণীর উদাহরণ কি ?
প্রবাল, স্পঞ্জ
১৪. Wi-fi এর পূর্ণরূপ কি ?
Wireless Fidelity
১৫. তিমির গমনাঙ্গের নাম কি ?
প্যাডেল
১৬. কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে তার সাহায্যে ইঞ্জিন চালানো হয় - এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
তাপশক্তি থেকে যান্ত্রিকশক্তি
১৭. শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত হয় ?
20 Hz থেকে 20000 Hz এর মধ্যে
১৮. 'সোনা' এর চিহ্ন কি ?
Au
১৯. 'সিদ্ধিবিনায়ক মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
মহারাষ্ট্র
২০. পোর্টব্লেয়ার কোন রাজ্যের রাজধানী ?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

আগের সেটগুলো দেখার জন্য নিচের পর্ব নম্বরে ক্লিক করুন।
সেট ৮ সেট ৯

No comments:

Post a Comment

Don't Leave any spam link.