সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ১০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটির নাম কি ?
বিশ্বভারতী
২. পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি ?
নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর
৩. মানবদেহে কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
ভিব্রিও কলেরি
৪. :দুর্বাসার অভিশাপ' চিত্রটি কার আঁকা ?
রবি বর্মা
৫. 'অ্যাসেস' শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
ক্রিকেট
৬. হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
মহাত্মা গান্ধী
৭. ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ?
ভি.এস রমাদেবী
৮. ভারতের গভীরতম বন্দরের নাম কি ?
বিশাখাপত্তনম
৯. ইতালির জাতীয় ফুলের নাম কি ?
পদ্ম
১০. ন্যাটোর (NATO) এর সদর দপ্তর কোথায় ?
ব্রাসেলস
১১. মরিচার রাসায়নিক সংকেত কি ?
2Fe₂o₇, 3H₂O
১২. ন্যাপথালিনের প্রধান উৎস কি ?
আলকাতরা
১৩. গমনে অক্ষম দুটি প্রাণীর উদাহরণ কি ?
প্রবাল, স্পঞ্জ
১৪. Wi-fi এর পূর্ণরূপ কি ?
Wireless Fidelity
১৫. তিমির গমনাঙ্গের নাম কি ?
প্যাডেল
১৬. কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে তার সাহায্যে ইঞ্জিন চালানো হয় - এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
তাপশক্তি থেকে যান্ত্রিকশক্তি
No comments:
Post a Comment
Don't Leave any spam link.