Breaking

Jan 10, 2021

General Science One Liner Questions and Answers Set 10 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ১০

General Science One Liner Questions and Answers Set 10 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ১০

General Science One Liner Questions and Answers Set 10 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ১০
General Science One Liner Questions and Answers Set 10 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ১০

 

১. কোন উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় ?
✅ অর্কিডের বায়বীয় মূল এবং গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোকসংশ্লেষ হয়।
২. উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ?
✅ সালোকসংশ্লেষ।
৩. কোন প্রাণীর হিমোসিল থাকে ?
✅ চিংড়ি, কাঁকড়া ইত্যাদি।
৪. মানবদেহে কি পরিমান রক্ত থাকে ?
✅ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 5 লিটার রক্ত থাকে ।
৫. প্রতিকূল পরিবেশে অ্যামিবা কোন প্রক্রিয়ার বংশবিস্তার করে ?
✅ বহুবিভাজন।
৬. ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতি কি ?
✅ কোরকোদগম।
৭. স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে ?
✅ খন্ডীভবন ।
৮. নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান কি ?
✅ নিউক্লিওটাইড।
৯. প্রত্যেক জীবের মধ্যে যে ভিন্নতা থাকে তাকে কি বলে ?
✅ প্রকরণ ।
১০. মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও ?
✅ গায়ের রং ।
১১. কুনোব্যাঙে কোন প্রকারের নিষেক দেখা যায় ?
✅ বহিঃনিষেক।
১২. কোন প্রাণীর যৌন ও অযৌন উভয় প্রকার জনন হয় ?
✅ প্যারামেসিয়াম।
১৩. ফার্নের জনুক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী ?
✅ হ্যাপ্লয়েড।
১৪. জোড়কলম কেবলমাত্র _____ উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব।
✅ দ্বিবীজপত্রী।
১৫. অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি ?
✅ সেরিব্রাম।
১৬. বাজপাখির দৃষ্টি কোন ধরনের ?
✅ দ্বিনেত্র।
১৭. মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ কি ?
✅ অক্ষিগোলোকে আলোর প্রবেশে সাহায্য করা ।
১৮. চোখে ছানি পড়া কিভাবে সংশোধন করা হয় ?
✅ অপারেশনে পর্দা সরিয়ে বা লেন্স প্রতিস্থাপন এর মাধ্যমে।
১৯. চোখের কোন স্তরে প্রতিবিম্ব গঠিত হয় ?
✅ রেটিনা।
২০. কোন স্নায়ু দর্শনে সাহায্য করে ?
✅ অপটিক স্নায়ু।
২১. মানুষের শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে ?
✅ প্লীহাকে ।
২২. প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারী কে ?
✅ হরমোন।
২৩. আমাদের দিকে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ কি ?
✅ অগ্ন্যাশয়।
২৪. কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয় ?
✅ থাইরক্সিন।
২৫. কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো হয় ?
✅ জিব্বেরেলিন।
২৬. GTH এর পুরো নাম কি ?
✅ গোনাডোট্রপিক হরমোন।
২৭. ACTH এর পুরো নাম কি ?
✅ অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন।
২৮. গলগন্ড হয় কেন ?
✅ থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরনের ফলে গলগণ্ড হয়।
২৯. মানবদেহের কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ?
✅ থাইরয়েড গ্রন্থি থেকে।
৩০. ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ?
✅ ইথিলিন।
৩১. চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ কে করে ?
✅ আইরিস।
৩২. উদ্ভিদের মূল জলের উৎসের দিকে অগ্রসর হয়, এটি কি ধরনের চলন ?
✅ হাইড্রো ট্রপিক চলন।
৩৩. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?
✅ ক্ষণপদ।
৩৪. অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলে ?
✅ অ্যামিবয়েড ।
৩৫. পটকা বিহীন একটি মাছের উদাহরণ কি ?
✅ হাঙ্গর মাছ (তরুণাস্থি বিশিষ্ট মাছ)
৩৬. মানুষের গমনকে কি বলে ?
✅ দ্বিপদ গমন।
৩৭. ট্যাকটিক চলন যুক্ত একটি উদ্ভিদের নাম হল:
✅ ক্ল্যামাইডোমোনাস।
৩৮. ফার্নের শুক্রাণুর চলন কোন অ্যাসিড দ্বারা প্রবাহিত হয় ?
✅ ম্যালিক অ্যাসিড।
৩৯. ফ্ল্যাজেলা কার গমন অঙ্গ ?
✅ ইউগ্লিনা।
৪০. বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয় ?
✅ ভিটামিন E ।
৪১. পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ?
✅ নিয়াসিন বা B5 ।
৪২. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
✅ রেটিনল।
৪৩. একটি পরজীবী উদ্ভিদের নাম কি ?
✅ স্বর্ণলতা।
৪৪. টক জাতীয় টাটকা ফলে কোন ভিটামিন পাওয়া যায় ?
✅ ভিটামিন C ।
৪৫. এমন কয়েকটি খাদ্যের নাম করো যেখানে প্রায় সব ভিটামিনই পাওয়া যায় ?
✅ দুধ, টাটকা পালং শাক, টমেটো, পেয়ারা ইত্যাদি।
৪৬. লালাতে যে উৎসেচক থাকে তা হল :
✅ টায়ালিন।
৪৭. খাদ্য পরিপাকে কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ ?
✅ উৎসেচক।
৪৮. BMR সম্পূর্ণ নাম কি ?
✅ বেসাল মেটাবলিক রেট।
৪৯. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?
✅ চার্লস ডারউইন।
৫০. "অঙ্গের ব্যবহার ও অব্যবহার" সূত্রের প্রবক্তা কে ?
✅ ল্যামার্ক ।


আগের সাধারণ বিজ্ঞানের সেট গুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন। 👇
সেট : ৬ সেট : ৭ সেট : ৮ সেট : 9

No comments:

Post a Comment

Don't Leave any spam link.