General Knowledge MCQ Questions in Bengali Part 9
General Knowledge MCQ Questions in Bengali Part 9 |
[A] সরু তারে
[B] মোটা তারে
[C] দুটোতেই
[D] কোনোটিই নয়
2. প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার -
[A] 30 মিটার
[B] 40 মিটার
[C] 50 মিটার
[D] 17 মিটার
3. বিশুদ্ধ জলে pH এর মান কত -
[A] 0
[B] 7 এর বেশি
[C] 7
[D] 7 এর কম
4. PV=RT কোন সূত্রের সমীকরণকে নির্দেশ করে ?
[A] চার্লসের সূত্র
[B] বয়েলের সূত্র
[C] পদার্থের অবস্থার সমীকরণ
[D] উষ্ণতার সূত্র
5. হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ?
[A] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
[B] রাজ্যপাল
[C] সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
[D] রাষ্ট্রপতি
6. ভারতীয় সংবিধানে কাকে "নির্ণায়ক ভোট" (Casting Vote) প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে ?
[A] রাষ্ট্রপতি
[B] লোকসভার স্পিকার
[C] রাজ্যপাল
[D] মুখ্যমন্ত্রী
7. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে ?
[A] 42 তম
[B] 44 তম
[C] 45 তম
[D] 46 তম
8. ভারতের সর্বপ্রথম জরুরি অবস্থা জারির সময় রাষ্ট্রপতি কে ছিলেন ?
[A] ড. রাজেন্দ্র প্রসাদ
[B] সি. রাজাগোপালাচারী
[C] নিলাম সঞ্জীব রেড্ডি
[D] কে আর নারায়ণন
9. ভারতবর্ষে কত বছর বয়সের নিচে কারখানায় শিশুশ্রমিক নিয়োগ আইনত নিষিদ্ধ ?
[A] 12 বছর
[B] 17 বছর
[C] 14 বছর
[D] 10 বছর
10. জেলার সর্বোচ্চ আদালত কোনটি ? ?
[A] মুন্সেফি আদালত
[B] হাইকোর্ট
[C] লোক আদালত
[D] জেলা জজের আদালত
11. "ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া" কোথায় অবস্থিত ?
[A] গাজিয়াবাদ
[B] দার্জিলিং
[C] চন্দ্রভানি
[D] দেরাদুন
12. পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েজ মস্কো থেকে কোন শহর পর্যন্ত বিস্তৃত ?
[A] ভলাডিভস্তক
[B] লেলিনগ্রাড
[C] তাসখন্দ
[D] নোভোসিবিস্ক
13. "শিকারি কলকেতু" - চিত্রটি কার ?
[A] অবনীন্দ্রনাথ ঠাকুর
[B] দেবেন্দ্রনাথ ঠাকুর
[C] গগনেন্দ্রনাথ ঠাকুর
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
14. পৃথিবীর কোন তৃণভূমিকে "Wheat Basket" বলা হয় ?
[A] প্রেইরি
[B] সাভানা
[C] পম্পাস
[D] কোনোটিই নয়
15. সর্বাধিক বার্লি চাষ হয় কোন রাজ্যে ?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] পাঞ্জাব
16. ভারতের একমাত্র ভাসমান অভায়ারণ্য হলো :
[A] গির অরণ্য (গুজরাত)
[B] কেবুল লামজো জাতীয় উদ্যান (মনিপুর)
[C] কানহা জাতীয় উদ্যান (মধ্যপ্রদেশ)
[D] সুন্দরবন (পশ্চিমবঙ্গ)
17. 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণকার্য আরম্ভ হয় ?
[A] লর্ড ক্যানিং
[B] লর্ড মিন্টো
[C] লর্ড মেয়ো
[D] লর্ড অকল্যান্ড
18. নীল বিদ্রোহের সাথে যুক্ত ছিল কোন পত্রিকা ?
[A] মারাঠা
[B] হিন্দু প্যাট্রিয়ট
[C] অমৃতবাজার
[D] সংবাদ কৌমুদী
19. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?
[A] লর্ড মিন্টো
[B] লর্ড ডাফরিন
[C] লর্ড বেন্টিঙ্ক
[D] লর্ড মেকলে
20. ক্যাপ্টেন হকিন্স কোন শাসকের রাজদরবারে এসেছিলেন ?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব
More GK MCQ | Link |
---|---|
জিকে MCQ পর্ব ৫ | Click Here |
জিকে MCQ পর্ব ৬ | Click Here |
জিকে MCQ পর্ব ৭ | Click Here |
জিকে MCQ পর্ব ৮ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.