Breaking

Dec 21, 2020

উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব

উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব
উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব
উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব


উপক্ষার উৎস অর্থকরী গুরুত্ব
কুইনাইন সিঙ্কোনা গাছের বাকলে। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়।
ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফলে। হাঁপানির ওষুধ তৈরি হয়।
রেসারপিন (Resarpin) সর্পগন্ধা গাছের মূলে। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়।
মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। ব্যথা বেদনা উপশম ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয়।
নিকোটিন তামাক গাছের পাতায়। এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
স্ট্রিকনিন নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজে। পেটের পীড়ার ওষুধ তৈরি হয়।
ক্যাফিন কফি গাছের বীজে। ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয়।
অ্যাট্রোপিন বেলেডোনা গাছের মূল ও পাতায়। রক্তচাপ বৃদ্ধিতে এবং সিমপ্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে।
থেইন চা গাছের পাতায়। অবসাদ দূর করতে সাহায্য করে।
কোকেইন কোকো গাছের পাতায়। ব্যথা উপশমকারী ওষুধ রূপে ব্যবহৃত হয়।
ইমিটিন ইপিকাক গাছের মূলে হয়। হৃদপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে।


File Details:
PDF Name : উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব
Language : Bengali
Size : 125 KB
No. of Pages : 01
Download Link : Click Here To Download


TopicLink
পুষ্টি সম্পর্কিত জিকে মকটেস্টClick Here
বিজ্ঞানের এককথায় প্রশ্নোত্তরClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.