উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব |
উপক্ষার | উৎস | অর্থকরী গুরুত্ব |
---|---|---|
কুইনাইন | সিঙ্কোনা গাছের বাকলে। | ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। |
ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফলে। | হাঁপানির ওষুধ তৈরি হয়। |
রেসারপিন (Resarpin) | সর্পগন্ধা গাছের মূলে। | উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। |
মরফিন | আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। | ব্যথা বেদনা উপশম ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয়। |
নিকোটিন | তামাক গাছের পাতায়। | এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। |
স্ট্রিকনিন | নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজে। | পেটের পীড়ার ওষুধ তৈরি হয়। |
ক্যাফিন | কফি গাছের বীজে। | ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয়। |
অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের মূল ও পাতায়। | রক্তচাপ বৃদ্ধিতে এবং সিমপ্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে। |
থেইন | চা গাছের পাতায়। | অবসাদ দূর করতে সাহায্য করে। |
কোকেইন | কোকো গাছের পাতায়। | ব্যথা উপশমকারী ওষুধ রূপে ব্যবহৃত হয়। |
ইমিটিন | ইপিকাক গাছের মূলে হয়। | হৃদপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে। |
File Details:
PDF Name : উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব
Language : Bengali
Size : 125 KB
No. of Pages : 01
Download Link : Click Here To Download
Topic | Link |
---|---|
পুষ্টি সম্পর্কিত জিকে মকটেস্ট | Click Here |
বিজ্ঞানের এককথায় প্রশ্নোত্তর | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.