Breaking

Dec 15, 2020

General Knowledge MCQ Questions in Bengali Part 8

General Knowledge MCQ Questions in Bengali Part 8

1. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে ?
[A] পার্বত্য অঞ্চলে
[B] মরু অঞ্চলে
[C] মরুদ্যানে
[D] মালভূমি অঞ্চলে




2. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
[A] নন্দাদেবী
[B] গডউইন অস্টিন
[C] মাউন্ট এভারেস্ট
[D] কাঞ্চনজঙ্ঘা




3. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ?
[A] টাইফুন
[B] সাইক্লোন
[C] হ্যারিকেন
[D] টর্নেডো




4. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
[A] দোদাবেতা
[B] পাঁচমারি
[C] গুরুশিখর
[D] ধূপগড়




5. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি ?
[A] মাদাগাস্কার
[B] গ্রেট ব্রিটেন
[C] গ্রিনল্যান্ড
[D] সুমাত্রা




6. কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা আছে ?
[A] লাক্ষাদ্বীপ
[B] পন্ডিচেরি
[C] দাদরা ও নগর হাভেলি
[D] চন্ডিগড়




7. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে ?
[A] জিব্রাল্টার প্রণালী
[B] হাডসন প্রণালী
[C] কুক প্রণালী
[D] বেরিং প্রণালী




8. হারমিট কিংডম কোনটি ?
[A] স্কটল্যান্ড
[B] কোরিয়া
[C] অস্ট্রেলিয়া
[D] বেলজিয়াম




9. কাইগা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত ?
[A] কর্ণাটক
[B] কেরল
[C] তামিলনাড়ু
[D] রাজস্থান




10. স্যান্ডউইচ কোন দ্বীপের পূর্বনাম ?
[A] হাওয়াই
[B] হংকং
[C] মাদাগাস্কার
[D] তাইওয়ান




11. কলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
[A] পেরিয়ার
[B] কালিকট
[C] তিরুচি
[D] বিহার




12. ভারতের বৃহত্তম তৈলশোধনাগার কোথায় অবস্থিত ?
[A] কয়ালি
[B] জামনগর
[C] ট্রম্বে
[D] কার্গল




13. অপ্সরা কী ?
[A] নিউক্লিও চুল্লি
[B] স্যাটেলাইট
[C] স্পেস
[D] অভায়ারণ্য




14. পৃথিবীর সর্ববৃহৎ ডাইনোসরের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে ?
[A] সিঙ্গাপুর
[B] অস্ট্রেলিয়া
[C] প্যাটাগোনিয়া
[D] সোনেরান




15. কোন রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি হয়েছে ?
[A] রাজস্থান
[B] বোম্বাই
[C] মধ্যপ্রদেশ
[D] পাঞ্জাব




16. "বুলন্দ দরওয়াজা" ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] সিকিম
[B] উত্তরপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] রাজস্থান




17. "শিলিং" কোথাকার মুদ্রা ?
[A] মায়ানমার
[B] ঘানা
[C] কেনিয়া
[D] লিবিয়া




18. ভারতের "Rock Garden" কোথায় অবস্থিত ?
[A] বেঙ্গালুরু
[B] চন্ডিগড়
[C] আমেদাবাদ
[D] লক্ষ্ণৌ




19. মধ্যপ্রদেশের নেপানগর কিসের জন্য বিখ্যাত ?
[A] টেক্সটাইল
[B] নিউজপ্রিন্ট কাগজ
[C] হোসিয়ারি
[D] ভেজিটেবল অয়েল




20. ভারতবর্ষের "সূর্যোদয়ের শহর" কাকে বলা হয় ?
[A] উদয়পুর
[B] পাটনা
[C] আমেদাবাদ
[D] দিসপুর





No comments:

Post a Comment

Don't Leave any spam link.