Breaking

Dec 29, 2020

General Science One Liner Questions and Answers Set 9 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৯

General Science One Liner Questions and Answers Set 9 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৯

General science set 9
General Science Questions Set 9

 ১. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি ?

✅ এনামেল।

২. ফ্যাট কিসে দ্রবণীয় ?

✅ ইথার ও ক্লোরোফরম ।

৩. স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে :

✅ প্ল্যাটিপাস ।

৪. রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় ?

✅ তরল হাইড্রোজেন ।

৫. কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জল হয় ?

✅ শূন্য ডিগ্রী ।

৬. ব্ল্যাড ক্যান্সার কি কারনে হয় ?

✅ রক্তে শ্বেত কণিকার পরিমাণ বেড়ে গেলে  ।

৭. ফুসফুসের পর্দার নাম কি ?

✅ প্লুরা ।

৮. যে সব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বিভিন্ন হয় কিন্তু নিউট্রন সংখ্যা একই থাকে তাকে কি বলে ?

✅ আইসোটোন ।

৯. লালাগ্রন্থির লালায় যে উৎসেচক থাকে :

✅ টায়ালিন ও মলটেজ ।

১০. একজন মানুষের চোখ বাদামি, নীল বা সবুজ হবে কিনা তা নির্ভর করে বিশেষ রঞ্জকের উপর যা পাওয়া যায় :

✅ আইরিসে ।

১১. টমেটো সসে সংরক্ষক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় :

✅ সোডিয়াম বেঞ্জোয়েট ।

১২. ক্লোরোফ্লুরো কার্বন (CFC) ব্যবহৃত হয় :

✅ রেফ্রিজারেটরে । (পূর্বে CFC ব্যবহার করা হতো, বর্তমানে অ্যামোনিয়া ও তরল ফ্রয়েন ব্যবহার করা হয়) ।

১৩. জেনেটিক কোডের আবিষ্কারক কে ?

✅ ডা: হরগোবিন্দ খোরানা।

১৪. চিকিৎসাশাস্ত্রের যে শাখায় টিউমার বিষয়ে আলোচনা রয়েছে তা হলো :

✅ ওনকোলজি ।

১৫. ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি ?

✅ ট্রাইক্লোরোমিথেন ।

১৬. জন্ডিস রোগটি কি ঘটিত ?

✅ ভাইরাসঘটিত ।

১৭. কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে ?

✅ ক্রিপিং ।

১৮. অ্যালকোহল ও জলকে কি পদ্ধতিতে আলাদা করা যায় ?

✅ আংশিক পাতনের সাহায্যে ।

১৯. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

✅ পোমোলজি ।

২০. অবতল লেন্স কাকে বলে ?

✅ যে লেন্সের মধ্যভাগ সরু এবং দুই প্রান্ত মোটা ।

২১. উত্তল লেন্স কাকে বলে ?

✅ যে লেন্সের মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত সরু ।

২২. রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা কোনটি ?

✅ অনুচক্রিকা ।

২৩. কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেছেন ?

✅ বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার  ।

২৪. একটি অজৈব সারের উদাহরণ দাও ?

✅ অ্যামোনিয়াম সালফেট ।

২৫. শাকসব্জি নীল রং করতে কি ব্যবহার করা হয় ?

✅ তুঁতে ।

২৬. জেনেটিক্স -এর জনক কাকে বলা হয় ?

✅ গ্রেগর জোহান মেন্ডেলকে ।

২৭. যে হরমোন বীজহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে তার নাম কি ?

✅ IBA (ইন্ডোল বিউটারিক অ্যাসিড) ।

২৮. একটি কৃত্রিম পলিমারের উদাহরণ হল :

✅ পলিইথিলিন ।

২৯. ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে :

✅ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ।

৩০. ননস্টিক বাসন পত্র তৈরিতে ব্যবহৃত হয় :

✅ টেফলন ।

৩১. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত ?

✅ 6.023×10²³ ।

৩২. কোন পতঙ্গ জলে ডিম পাড়ে ?

✅ ড্রাগন ফ্লাই ।

৩৩. মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কি ?

✅ মেনিনজেস ।

৩৪. নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাস বাইরের কক্ষে ও কেন্দ্রে কয়টি ইলেকট্রন থাকে ?

✅ বাইরের কক্ষে 8 টি ও কেন্দ্রে 2 টি ইলেকট্রন থাকে ।

৩৫. কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম কি ?

✅ ক্লোরোপিক্রিন ।

৩৬. ডায়ালিসিস হল :

✅ কিডনির অভিস্রবণ প্রক্রিয়া ।

৩৭. ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয় ?

✅ ডবসন।

৩৮. কোন ধাতুর উপর আলো পড়লে তড়িৎ প্রবাহ হয় ?

✅ সেলেনিয়াম ।

৩৯. কোন ভিটামিন মানবদেহের অনাক্রম্যতা বৃদ্ধিতে সাহায্য করে ?

✅ ভিটামিন C ।

৪০. দ্রবণের প্রধান উপাদান দুটি কি কি ?

✅ দ্রাব ও দ্রাবক ।

৪১. অটোলিথ কোথায় অবস্থিত ?

✅ কর্ণের অর্ধবৃত্তাকার নালির মধ্যে ।

৪২. চলনে সক্ষম একটি উদ্ভিদ এবং চলনে অক্ষম একটি প্রাণীর নাম কি ?

✅ চলনে সক্ষম উদ্ভিদ হল ক্ল্যামাইডোমোনাস (এককোষী শৈবাল) এবং চলনে অক্ষম প্রাণী হল সাইকন (স্পঞ্জ) ।

৪৩. ভিটামিন K -এর রাসায়নিক নাম কি ?

✅ ফাইলোকুইনন ।

৪৪. মিয়োসিস উদ্ভিদদেহে কখন ঘটে ?

✅ জনন কোশ গঠনের সময় ।

৪৫. ডারউইনের লেখা বইটির নাম কি ?

✅ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন । (On the Origin of Species by Means of Natural Selection)

৪৬. একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ হল :

✅ আর্কিওপটেরিক্স ।

৪৭. আমের বিজ্ঞানসম্মত নাম কি ?

✅ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera indica) ।

৪৮. মরফিন কোথা থেকে পাওয়া যায় ?

✅ পোস্ত থেকে ।

৪৯. পাকস্থলীতে কোন খাদ্য পাচিত হয় না ?

✅ শর্করা ।

৫০. দিনের আলোয় পদ্ম ফুলের পাপড়ি গুলো প্রস্ফুটিত হওয়া এক প্রকার _____ চলন ।

✅ ন্যাস্টিক ।

৫১. ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে?

✅ অঙ্কোলজি ।



আগের সাধারণ বিজ্ঞানের সেট গুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন। 👇
১০০+ ইতিহাসের প্রশ্নোত্তর পিডিএফ সেট : ৭ সেট : ৮

No comments:

Post a Comment

Don't Leave any spam link.