General Science One Liner Questions and Answers Set 8 |সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৮
General Science One Liner Questions and Answers Set 8 |
১. কোন খাদ্য উপাদানকে 'জল অঙ্গার' বলে ?
✅ কার্বোহাইড্রেট ।
২. রক্তবর্ণ দেহগহ্বরকে কি বলে ?
✅ হিমোসিল ।
৩. পতঙ্গের রক্তকে কি বলে ?
✅ হিমোলিম্ফ ।
৪. চোখের কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে ?
✅ আইরিশ ।
৫. কেঁচো সার প্রস্তুতিকে কি বলে ?
✅ ভার্মিকালচার ।
৬. কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা যায় ?
✅ রেক্টিফায়ার ।
৭. হকিস্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয় ?
✅ স্যালিক্স কাঠ ।
৮. পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ ?
✅ ঘাত বলের ।
৯. এক পশলা বৃষ্টি হওয়ার পর সূর্যের কোন দিকে রামধনু দেখা যায় ?
✅ সূর্যের বিপরীত দিকে ।
১০. অ্যালকোহল ও জলকে কি পদ্ধতিতে আলাদা করা যায় ?
✅ আংশিক পাতনের সাহায্যে ।
১১. কে সর্বপ্রথম অ্যামোনিয়া গ্যাস তৈরি করেন ?
✅ জোসেফ প্রিষ্টলে (১৭৭৪ খ্রি:) ।
১২. 'লাইকার অ্যামোনিয়া' কাকে বলে ?
✅ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে ।
১৩. 'নাইট্রাইট' কি ধরনের যৌগ ?
✅ সমযোজী যৌগ ।
১৪. কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন ?
✅ ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি ।
১৫. একটি তরল অধাতুর নাম কি ?
✅ ব্রোমিন।
১৬. পরিপাক ক্রিয়ায় উৎসেচক কোথা থেকে নিঃসৃত হয় ?
✅ কোষের প্রোটোপ্লাজম থেকে ।
১৭. কিসের অভাবে উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় ?
✅ 'রোবন' এর অভাবে ।
১৮. ছেলেদের হাতঘড়ি আবিষ্কার কে করেন ?
✅ লুইস কর্টিয়ার ।
১৯. নেফ্রাইটিস রোগাক্রান্ত হলে কোন অঙ্গের প্রদাহ হয় ?
✅ বৃক্ক ।
২০. মানুষের রক্তে শতকরা কত অংশ প্লাজমা থাকে ?
✅ ৬৫% ।
২১. কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যন্ত্রশক্তিতে রূপান্তরিত করা যায় ?
✅ বৈদ্যুতিক মোটর ।
২২. অক্সিজেন গ্যাসের আবিষ্কারক কে ?
✅ জোসেফ প্রিস্টলে ।
২৩. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে ?
✅ রাসায়নিক শক্তিতে ।
২৪. কোন শক্তি পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের রক্ত গরম করতে সাহায্য করে ?
✅ তাপশক্তি ।
২৫. পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাস যন্ত্র কি ?
✅ ট্র্যাকিয়া বা শ্বাসনালী ।
২৬. প্রাণীদেহে থাইরক্সিন হরমোনের একটি প্রধান উপাদান কি ?
✅ আয়োডিন ।
২৭. উদ্ভিদের ফসফরাস এর অভাবে কি হয় ?
✅ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় না ও পাতার রঙ নীলাভ সবুজ হয়ে যায় ।
২৮. শব্দতরঙ্গ কানের কোন অংশ বহন করে ?
✅ কর্ণকুহর ।
২৯. ক্লোরোফিলের উপাদান হলো :
✅ ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe) ।
৩০. অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম হলো :
✅ বক্সাইট ।
৩১. মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
✅ হোমোস্যাপিয়েন্স ।
৩২. কেঁচোর গমন অঙ্গ হল :
✅ সিটা ।
৩৩. MKS পদ্ধতিতে বলের একক হল :
✅ নিউটন ।
৩৪. বেঞ্জিন কি থেকে প্রস্তুত করা হয় ?
✅ আলকাতরা থেকে ।
৩৫. শিশিরকণা কোনো কাঁচের উপর চকচক করে কারণ :
✅ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ।
৩৬. কস্টিক সোডা জিঙ্কের উপর উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয় ?
✅ হাইড্রোজেন গ্যাস ।
৩৭. পিতল হল :
✅ তামা এবং জিঙ্কের সংকর ধাতু ।
৩৮. PVC এর মনোমারের নাম কি ?
✅ ভিনাইল ক্লোরাইড ।
৩৯. নিউট্রাল তারের রং কেমন হয় ?
✅ কালো ।
৪০. একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখ ?
✅ রামধনু ।
৪১. অ্যাভোগাড্রো সংখ্যা ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ?
✅ N .
৪২. 1 মোল অক্সিজেনের ওজন কত ?
✅ 32 গ্রাম ।
৪৩. GTH এর পুরো নাম কি ?
✅ গোনাডোট্রপিক হরমোন ।
৪৪. অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলে ?
✅ অ্যামিবয়েড ।
৪৫. প্যাপাইন কোথায় পাওয়া যায় ?
✅ পেঁপে গাছের তরুক্ষীর ।
৪৬. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
✅ প্রায় দশ লক্ষ ।
৪৭. ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি ?
✅ রাইবোফ্লাভিন ।
৪৮. কোন উদ্ভিদে পরভোজী পুষ্টি দেখা যায় ?
✅ ছত্রাক, স্বর্ণলতা ইত্যাদি ক্লোরোফিলবিহীন উদ্ভিদে ।
৪৯. কোষের নিউক্লিয়াস বিভাজনকে কি বলে ?
✅ ক্যারিওকাইনেসিস ।
৫০. ডারউইনের মতে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি ?
✅ প্রাকৃতিক নির্বাচনবাদ ।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.