Breaking

Nov 16, 2020

General Science One Liner Questions and Answers Set 6 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬

General Science One Liner Questions and Answers Set 6 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬


General Science One liner questions set 6
সাধারণ বিজ্ঞান সেট ৬

 ১. জেরোফাইট (মরুভূমিতে জাত উদ্ভিদ) জাতীয় একটি উদ্ভিদের নাম :

✅ ক্যাকটাস ।

২. পিত্তে যখন দংশন করে তখন তার দেহ থেকে যে ক্ষরিত পদার্থ নিঃসরণ করে তা হল :

✅ ফরমিক অ্যাসিড ।

৩. বংশগতিবিদ্যার জনক হলেন :

✅ মেন্ডেল ।

৪. দুধের বিশুদ্ধতা নির্ণয় যন্ত্রের নাম :

✅ ল্যাকটোমিটার ।

৫. কবচি প্রাণীদের খোলক সম্বন্ধে বিজ্ঞানের যে অধ্যায় পাঠ্য তা হল :

✅ অনকোলজি (Oncology) ।

৬. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণিকাগুলির নাম হল :

✅ নিউটন এবং প্রোটন ।

৭. তৃতীয় শ্রেণীর লিভারে বল বিন্দু অবস্থান করে :

✅ ভরবিন্দু ও আলম্ববিন্দুর মাঝখানে ।

৮. হাইপারমেট্রোপিয়া নামক ত্রুটি দূর করতে যে লেন্স ব্যবহৃত হয় :

✅ উত্তল লেন্স ।

৯. মাকড়সা, চিংড়ি এবং আরশোলার দেহে যে ধরনের চক্ষু থাকে তা হল :

✅ পুঞ্জাক্ষি ।

১০. মানবদেহে ক্রেনিয়াল স্নায়ুর সংখ্যা হল :

✅ ১২ জোড়া ।

১১. সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা হল :

✅ ফ্যাদোমিটার ।

১২. প্রাচীনকালে যে যন্ত্রের সাহায্যে গণনা করা হতো তার নাম :

✅ অ্যাবাকাস ।

১৩. দেহের ভার সবচেয়ে বেশি হয় :

✅ মেরু অঞ্চলে ।

১৪. মানবদেহে ইউরিয়া জমা হয় :

✅ বৃক্কে ।

১৫. কলঙ্কহীন ইস্পাতে থাকে :

✅ লোহা এবং ক্রোমিয়াম ।

১৬. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হয় :

✅ শূন্য ।

১৭. ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় যে পদার্থ তার রাসায়নিক নাম :

✅ সোডিয়াম থায়োসালফেট ।

১৮. রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় :

✅ জীবাশ্ম চর্চায় ।

১৯. বায়ুমণ্ডলের যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতে প্রেরণ করে :

✅ আয়োনোস্ফিয়ার ।

২০. ভারী জল হল :

✅ ডয়টেরিয়াম অক্সাইড ।

২১. দুধের স্বাদ টক করে :

✅ ব্যাকটেরিয়া ।

২২. লেবুর আচার যে ধাতুর পাত্রে রাখা উচিত না তা হল :

✅ তামা ।

২৩. সমুদ্রের জল থেকে যে পদ্ধতিতে বিশুদ্ধ জল প্রস্তুত করা হয় :

✅ পাতন ।

২৪. গহনা তৈরি করার সময় সোনার সঙ্গে যে ধাতু সাধারণত মেশানো হয় তা হল :

✅ তামা ।

২৫. হাতের তালুর উপর এক ফোটা ইথার ঢাললে হাত ঠান্ডা লাগে কারণ :

✅ ইথার বাষ্পীভূত হয় ।

২৬. কোন বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে ভর ঠিক থাকবে কিন্তু ভার:

✅ আলাদা হবে ।

২৭. L.P.G এর উপাদানগুলি হল :

✅ বিউটেন এবং প্রোপেন ।

২৮. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয় :

✅ ডায়নামো ।

২৯. দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে কি বলে ?

✅ ধাতুসংকর ।

৩০. জীবদের নামকরণ, শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় :

✅ ট্যাক্সোনমি ।


আগের সাধারণ বিজ্ঞানের সেট গুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন। 👇
সেট : ৩ সেট : ৪ সেট : ৫

No comments:

Post a Comment

Don't Leave any spam link.