Breaking

Nov 11, 2020

General Science One Liner Questions and Answers Set 3 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৩

General Science One Liner Questions and Answers Set 3 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৩



General science questions and answers
সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর সেট ৩

 ১. সূর্যপৃষ্ঠের প্রচন্ড তাপের উৎস কি ?

✅ পারমাণবিক সংযোজন (Nuclear Fusion) ।

২. কার্বনের দুটি রূপভেদ হল :

✅ গ্রাফাইট এবং হীরক ।

৩. সর্বাধিক ক্যালোরি পাওয়া যায় যেসব খাদ্য থেকে :

✅ স্নেহজাতীয় পদার্থ ।

৪. জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচক করে কারণ :

✅ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ।

৫. নোবেল সম্মানে ভূষিত প্রথম ভারতীয় বিজ্ঞানীর নাম কি ?

✅ ড: চন্দ্রশেখর ভেঙ্কট রমন ।

৬. বাসস্টপে দাঁড়িয়ে থাকা কোন বাস হঠাৎ চলতে শুরু করলে বাসযাত্রীরা যে কারণে পিছন দিকে হেলে যায় :

✅ স্থিতি জাড্যের জন্য ।

৭. শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে :

✅ শব্দের বিস্তারের ওপর ।

৮. সৌরজগতের গ্রহ পৃথিবীর অনুরুপ (জমজ) :

✅ মঙ্গল ।

৯. আইনস্টাইনের E=MC² সূত্রে C কি নির্দেশ করে :

✅ শূন্যমাধ্যমে আলোর বেগ ।

১০. স্বর্ণালঙ্কারের ব্যবহৃত খাদ হলো :

✅ তামা ।

১১. রেকটিফাইড স্পিরিট হলো :

✅ ইথাইল অ্যালকোহল ।

১২. লবঙ্গ হল উদ্ভিদ অঙ্গের :

✅ ফুলের কুঁড়ি ।

১৩. কাঁচাফল পাকাতে ব্যবহৃত উদ্ভিদ হরমোনটির নাম কি ?

✅ ইথিলিন ।

১৪. পতঙ্গসংক্রান্ত আলোচনাকে কি বলা হয় ?

✅ এন্টোমোলজি ।

১৫. লাল এবং সবুজ বর্ণের আলোর মিশ্রণে গঠিত বর্ণ হল :

✅ কালো ।

১৬. কয়েকটি চোখের রোগের নাম হল :

✅ মায়োপিয়া, ক্যাটারাক্ট ।

১৭. মোমবাতির জ্বলনে যে পরিবর্তন ঘটে :

✅ ভৌত এবং রাসায়নিক উভয়ই ।

১৮. বিমানের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ?

✅ টেকোমিটার ।

১৯. মানবদেহের যে ধরনের কোষের সংখ্যা সর্বাধিক ?

✅ পেশী কোষ ।

২০. শব্দ তরঙ্গের বিস্তারের প্রকৃতি কি ?

✅ অনুদৈর্ঘ্য ।

২১. ম্যালাকাইট যে মৌলটির আকরিক তা হল:

✅ তামা ।

২২. যে মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে তার নাম :

✅ কার্বন ।

২৩. ডি.এন.এ এর দ্বিতান্ত্রিক প্যাঁচালো কাঠামো উপস্থাপন করেন :

✅ বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ।

২৪. মানবদেহে সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এবং সংযোজিত হয় :

✅ স্নায়ুতন্ত্র ।

২৫. ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো :

✅ এপিডারমিস ।

২৬. ইলেকট্রনের আবিষ্কারক হলেন :

✅ থমসন ।

২৭. আলো যখন কাজ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য :

✅ কমে যায় ।

২৮. নীল ভিট্রিয়ল অর্থাৎ তুঁতের রাসায়নিক নাম কি ?

✅ কপার সালফেট ।

২৯. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?

✅ সবুজ গ্রন্থি ।

৩০. শব্দ যে মাধ্যমে বিস্তার লাভ করতে পারে না তা হল :

✅ শূন্য মাধ্যম ।




No comments:

Post a Comment

Don't Leave any spam link.