Breaking

Nov 22, 2020

General Science One Liner Questions and Answers Set 7 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭

General Science One Liner Questions and Answers Set 7 || সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৭


বিজ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ৭
বিজ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ৭

 ১. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ?

✅ দ্বিতীয় সূত্র থেকে ।

২. মশা, ছারপোকা হল :

✅ পরজীবী ।

৩. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি ?

✅ লবণ জলের ।

৪. পাউরুটি শিল্পে ব্যবহৃত শৈবালজাত পদার্থটির নাম কি ?

✅ ইস্ট ।

৫. রকেটে ও জেট প্লেনে নিউটনের কোন নীতিটি কার্যকর করা হয়েছে ?

✅ নিউটনের তৃতীয় গতিসূত্রটি কার্যকর করা হয়েছে ।

৬. সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড অপেক্ষা অক্সিজেন বেশি নির্গত করে কারণ :

✅ শ্বসন অপেক্ষা সালোকসংশ্লেষ হার অনেক বেশি ।

৭. বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে ?

✅ স্থিতিশক্তি ।

৮. দুটি তরল ধাতুর উদাহরণ হল :

✅ গ্যালিয়াম এবং পারদ ।

৯. পেনিসিলিয়াম আবিষ্কার করেন :

✅ আলেকজান্ডার ফ্লেমিং ।

১০. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ?

✅ 4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ।

১১. মানবদেহের যে অঙ্গের কার্যকারিতা ব্যাহত হলে ডায়ালিসিস করা হয় :

✅ বৃক্ক ।

১২. এক্স-রশ্মি কে আবিষ্কার করেন ?

✅ বিজ্ঞানী রন্টজেন ।

১৩. মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি ?

✅ লিভার ।

১৪. সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি ?

✅ হিলিয়াম ।

১৫. রক্তশূন্যতা বলতে কী বোঝায় ?

✅ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া ।

১৬. মানবদেহের হৃদপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট ?

✅ চার প্রকোষ্ঠ বিশিষ্ট ।

১৭. ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইনসুলিনের কাজ হল -

✅ রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে ।

১৮. একজন সাধারণ মানুষের হৃদস্পন্দনের হার কত ?

✅ ৭২ বার/মিনিট ।

১৯. মৌলিক বর্ণগুলি হল :

✅ লাল, সবুজ ও নীল ।

২০. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি :

✅ সোনা ।

২১. বাশ হলো এক ধরনের :

✅ ঘাস জাতীয় উদ্ভিদ ।

২২. বৈদ্যুতিক হিটারে গরম পদার্থ হিসেবে যা ব্যবহার করা হয় তা হল :

✅ নাইক্রোম ।

২৩. শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় ?

✅ কঠিন মাধ্যমে ।

২৪. শব্দের গতি সবচেয়ে কম কোথায় ?

✅ বায়োবীয় মাধ্যমে ।

২৫. অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় ?

✅ ৩ টি ।

২৬. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?

✅ লিথিয়াম ।

২৭. যে যন্ত্রের দ্বারা ধমনীর রক্তচাপ মাপা হয় তা হল :

✅ স্ফিগমোম্যানোমিটার ।

২৮. D.D.T এর পূর্ণরূপ কি ?

✅ Dichloro Diphenyl Trichloroethane .

২৯. চুন জলে কি থাকে ?

✅ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ।

৩০. মানবদেহে সর্বাধিক পরিমাণ যে মৌলটি থাকে তার নাম কি ?

✅ অক্সিজেন ।

৩১. যখন কোন বস্তুর উপরে তোলা হয় তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তা হল :

✅ স্থিতিশক্তি ।

৩২. খাবার লবনের রাসায়নিক নাম হল :

✅ সোডিয়াম ক্লোরাইড ।

৩৩. সালোকসংশ্লেষের কোন দশায় কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয় ?

✅ অন্ধকার দশায় ।

৩৪. আত্মঘাতী থলি কাকে বলে ?

✅ লাইসোজোম'কে ।

৩৫. মস্তিষ্কের আবরণীর নাম কি ?

✅ মেনিনজেস ।

৩৬. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

✅ ইথিলিন ।

৩৭. বৃক্কের কার্যগত একক কি ?

✅ নেফ্রন ।

৩৮. পুনঃশিলীভবন কাকে বলে ?

✅ দুটি বরফের টুকরো চাপ দেওয়ার হলে একে অপরের সাথে জুড়ে যায় কারণ চাপ দেওয়ায় তাদের গলনাঙ্ক কমে যায় । এই ঘটনাকে পুনঃশিলীভবন বলে ।

৩৯. মায়াটোম পেশী কোন প্রাণীতে দেখতে পাওয়া যায় ?

✅ মাছ ।

৪০. তড়িৎ প্রবাহের একক কি ?

✅ অ্যাম্পিয়ার ।

 ৪১. ভিনিগার কার লঘু দ্রবণ ?

✅ অ্যাসিটিক অ্যাসিড ।

৪২. জলের ফোটা গোলাকার হওয়ার কারণ :

✅ পৃষ্ঠটান ।

৪৩. কাকে সজিব কোষের শক্তিঘর বলা হয় ?

✅ মাইটোকনড্রিয়া'কে ।

৪৪. নিউমোনিয়া রোগে আক্রান্ত স্থান কোনটি ?

✅ ফুসফুস।

৪৫. পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে ?

✅ প্রোটন ও নিউট্রন ।

৪৬. আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া থাকে ?

✅ সিলভারের ।

৪৭. সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?

✅ রেডন ।

৪৮. লেখার চক কি দিয়ে তৈরি ?

✅ ক্যালসিয়াম কার্বনেট ।

৪৯. পিতল এবং কাসার উপস্থিত মৌলটির নাম :

✅ তামা ।

৫০. অ্যামিবার গমন অঙ্গ কি ?

✅ ক্ষণপদ ।

৫১. ধূমকেতুর কক্ষপথ :

✅ উপবৃত্তাকার ।

৫২. কোষ সংক্রান্ত বিদ্যাকে বলে :

✅ সাইটোলজি ।

৫৩. লজ্জাবতী পাতায় কি ধরনের গমন দেখা যায় ?

✅ ন্যাস্টিক চলন ।

৫৪. নখে কোন ধরনের প্রোটিন থাকে ?

✅ কেরাটিন ।

৫৫. মানবদেহের বৃহত্তম গ্রন্থি হল :

✅ যকৃত ।

৫৬. জার্মান সিলভারে কি কি থাকে :

✅ তামা, দস্তা এবং নিকেল ।

৫৭. বংশগতির সূত্রগুলি কে আবিষ্কার করেন :

✅ গ্রেগর জোহান মেন্ডেল ।

৫৮. ফুসফুসের আবরণীকে কি বলা হয় ?

✅ প্লুরা ।

৫৯. আপৎকালীন হরমোন কোনটি ?

✅ অ্যাড্রিনালিন ।

৬০. মানুষের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন কত ?

✅ ৩০০ গ্রাম ।


আগের সাধারণ বিজ্ঞানের সেট গুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন। 👇
সেট : ৩ সেট : ৪ সেট : ৫ সেট : ৬

2 comments:

Don't Leave any spam link.