Breaking

Oct 14, 2020

ভারতীয় সংবিধানের এককথায় প্রশ্নোত্তরের pdf ফাইল

ভারতীয় সংবিধানের এককথায় প্রশ্নোত্তরের pdf ফাইল

ভারতীয় সংবিধানের এককথায় প্রশ্নোত্তরের pdf ফাইল
ভারতীয় সংবিধানের এককথায় প্রশ্নোত্তরের pdf ফাইল

১) ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় ?

👉 ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর।

২) কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে ?

👉 ১৯৪৬ খ্রিস্টাব্দে।

৩) কে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ?

👉 ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৪) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?

👉 বি আর আম্বেদকর ।

৫) কোন দিনটিতে ভারতে "সাধারণতন্ত্র দিবস" পালিত হয় ?

👉 ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জনুয়ারি।

৬) পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি ?

👉 ভারতীয় সংবিধান।

৭) কাকে "সংবিধানের বিবেক" বলা হয় ?

👉 প্রস্তাবনাকে ।

৮) "সংবিধানের আত্মা" কাকে বলা হয় ?

👉 প্রস্তাবনাকে ।

৯) ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ভারতকে কি বলা হয় ?

👉 সার্বভৌম ।

১০) সমাজতন্ত্রের উৎপাদনের উপকরণের উপর কার মালিকানা থাকে ?

👉 রাষ্ট্র বা সমাজের ।

১১) ভারত কোন ধরনের অর্থনীতির দেশ ?

👉 মিশ্র অর্থনীতির ।

১২) ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কী বোঝানো হয়েছে ?

👉 প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ।

১৩) আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে ভারতে কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান কে ?

👉 রাষ্ট্রপতি ।

১৪) রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?

👉 ৫ বছরের জন্য।

১৫) রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?

👉 ৩৫ বছর ।

১৬) পদমর্যাদার দিক থেকে রাষ্টপতির পর কার স্থান ?

👉 উপরাষ্ট্রপতির ।

১৭) উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?

👉 ৩৫ বছর ।

১৮) উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?

👉 ৫ বছর ।

১৯) ভারতে কেন্দ্রীয় আইনসভা কি নামে পরিচিত ?

👉 সংসদ বা পার্লামেন্ট ।

২০)ভারতের আইনসভা কয়টি কক্ষবিশিষ্ট ?

👉 দুই কক্ষবিশিষ্ট ।

২১) ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি ?

👉 রাজ্যসভা ।

২২) রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতির ক্ষেত্রে কত জনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন ?

👉 ১২ জনকে ।

২৩) রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

👉 ৬ বছরের ।

২৪) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি ?

👉 লোকসভা ।

২৫) লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে ?

👉 ২৫ বছর ।

২৬) লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

👉 ৫ বছরের ।

২৭) স্পিকারের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন ?

👉 ডেপুটি স্পিকার ।

২৮) প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন ?

👉 রাষ্ট্রপতি ।

২৯) রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে প্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে ?

👉 ৩৫ বছর ।

৩০) সংসদ কি কি নিয়ে গঠিত ?

👉 রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা ।

৩১) হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন ?

👉 ৬২ বছর ।

৩২) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন ?

👉 সুপ্রিমকোর্ট ।

৩৩) তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয় ?

👉 ২০০৫ সালে ।

৩৪) হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন ?

👉 সংসদের উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক ।

৩৫) ভারতে "জিরো আওয়ার" ধারণাটির সূচনা হয় :

👉 ১৯৬২ সালে ।

৩৬) লোকসভার মোট আসন সংখ্যা কয়টি ?

👉 ৫৫২ টি ।

৩৭) মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা যার রয়েছে :

👉 সুপ্রিমকোর্ট ।

৩৮) বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয় ?

👉 দুইবার ।

৩৯) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?

👉 প্রফুল্ল ঘোষ ।

৪০) পঞ্চায়েত আইনে কত মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা ডাকার কথা বলা আছে ?

👉 ৩ মাস ।

৪১) জেলা পরিষদের কার্যকাল কত বছর ?

👉 ৫ বছর ।

৪২) মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর এর মধ্যে যে চুক্তি হয়েছিল, তা কি নামে পরিচিত ?

👉 পুনা চুক্তি ।

৪৩) ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?

👉 ৬ টি ।

৪৪) কত খ্রিস্টাব্দে নাগরিকের ১০টি মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ?

👉 ১৯৭৬ খ্রিস্টাব্দে ।

৪৫) ফ্লাউড কমিশন কবে গঠিত হয় ?

👉 ১৯৩৭ খ্রিস্টাব্দে ।

৪৬) ফ্লাউড কমিশনের সুপারিশ কি ছিল ?

👉 ফ্লাউড কমিশনের সুপারিশ ছিল শস্যের তেভাগা (দুই তৃতীয়াংশ) বন্টন বা ভাড়া নেওয়া জমির উৎপাদনে ভাগচাষীর বরাদ্দ হবে তিন ভাগের দু-ভাগ ।

৪৭) কত খ্রিস্টাব্দে ফ্লাউড কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় ?

👉 ১৯৪০ খ্রিস্টাব্দে ।

৪৮) ভারতীয় সংবিধানে 'মন্ত্রিসভা পরিচালিত শাসনব্যবস্থা' সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটি হল :

👉 ইংল্যান্ড ।

৪৯) ভারতীয় সংবিধানে 'যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা' সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটি হল :

👉 মার্কিন যুক্তরাষ্ট্র ।

৫০) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ করেছিলেন :

👉 নন্দলাল বসু ।

৫১) জিরো আওয়ার -এর সময়কাল কয়টার থেকে কয়টা?

👉 ১২ টা থেকে ১ টা পর্যন্ত।


File Details :

PDF Name: এককথায় সংবিধানের প্রশ্নোত্তর
Language: Bengali
Size: 285 kb
No of pages: 11
Download Link : Click Here To Download


MocktestLink
সংবিধানের মকটেস্টClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.