ভারতীয় সংবিধানের এককথায় প্রশ্নোত্তরের pdf ফাইল
ভারতীয় সংবিধানের এককথায় প্রশ্নোত্তরের pdf ফাইল |
১) ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় ?
👉 ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর।
২) কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে ?
👉 ১৯৪৬ খ্রিস্টাব্দে।
৩) কে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ?
👉 ডঃ রাজেন্দ্র প্রসাদ।
৪) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?
👉 বি আর আম্বেদকর ।
৫) কোন দিনটিতে ভারতে "সাধারণতন্ত্র দিবস" পালিত হয় ?
👉 ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জনুয়ারি।
৬) পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি ?
👉 ভারতীয় সংবিধান।
৭) কাকে "সংবিধানের বিবেক" বলা হয় ?
👉 প্রস্তাবনাকে ।
৮) "সংবিধানের আত্মা" কাকে বলা হয় ?
👉 প্রস্তাবনাকে ।
৯) ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ভারতকে কি বলা হয় ?
👉 সার্বভৌম ।
১০) সমাজতন্ত্রের উৎপাদনের উপকরণের উপর কার মালিকানা থাকে ?
👉 রাষ্ট্র বা সমাজের ।
১১) ভারত কোন ধরনের অর্থনীতির দেশ ?
👉 মিশ্র অর্থনীতির ।
১২) ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কী বোঝানো হয়েছে ?
👉 প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ।
১৩) আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে ভারতে কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান কে ?
👉 রাষ্ট্রপতি ।
১৪) রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?
👉 ৫ বছরের জন্য।
১৫) রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
👉 ৩৫ বছর ।
১৬) পদমর্যাদার দিক থেকে রাষ্টপতির পর কার স্থান ?
👉 উপরাষ্ট্রপতির ।
১৭) উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
👉 ৩৫ বছর ।
১৮) উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
👉 ৫ বছর ।
১৯) ভারতে কেন্দ্রীয় আইনসভা কি নামে পরিচিত ?
👉 সংসদ বা পার্লামেন্ট ।
২০)ভারতের আইনসভা কয়টি কক্ষবিশিষ্ট ?
👉 দুই কক্ষবিশিষ্ট ।
২১) ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি ?
👉 রাজ্যসভা ।
২২) রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতির ক্ষেত্রে কত জনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন ?
👉 ১২ জনকে ।
২৩) রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
👉 ৬ বছরের ।
২৪) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি ?
👉 লোকসভা ।
২৫) লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে ?
👉 ২৫ বছর ।
২৬) লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
👉 ৫ বছরের ।
২৭) স্পিকারের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন ?
👉 ডেপুটি স্পিকার ।
২৮) প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন ?
👉 রাষ্ট্রপতি ।
২৯) রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে প্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে ?
👉 ৩৫ বছর ।
৩০) সংসদ কি কি নিয়ে গঠিত ?
👉 রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা ।
৩১) হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন ?
👉 ৬২ বছর ।
৩২) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন ?
👉 সুপ্রিমকোর্ট ।
৩৩) তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয় ?
👉 ২০০৫ সালে ।
৩৪) হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন ?
👉 সংসদের উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক ।
৩৫) ভারতে "জিরো আওয়ার" ধারণাটির সূচনা হয় :
👉 ১৯৬২ সালে ।
৩৬) লোকসভার মোট আসন সংখ্যা কয়টি ?
👉 ৫৫২ টি ।
৩৭) মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা যার রয়েছে :
👉 সুপ্রিমকোর্ট ।
৩৮) বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয় ?
👉 দুইবার ।
৩৯) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
👉 প্রফুল্ল ঘোষ ।
৪০) পঞ্চায়েত আইনে কত মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা ডাকার কথা বলা আছে ?
👉 ৩ মাস ।
৪১) জেলা পরিষদের কার্যকাল কত বছর ?
👉 ৫ বছর ।
৪২) মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর এর মধ্যে যে চুক্তি হয়েছিল, তা কি নামে পরিচিত ?
👉 পুনা চুক্তি ।
৪৩) ভারতীয় সংবিধানে নাগরিকদের মোট কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?
👉 ৬ টি ।
৪৪) কত খ্রিস্টাব্দে নাগরিকের ১০টি মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ?
👉 ১৯৭৬ খ্রিস্টাব্দে ।
৪৫) ফ্লাউড কমিশন কবে গঠিত হয় ?
👉 ১৯৩৭ খ্রিস্টাব্দে ।
৪৬) ফ্লাউড কমিশনের সুপারিশ কি ছিল ?
👉 ফ্লাউড কমিশনের সুপারিশ ছিল শস্যের তেভাগা (দুই তৃতীয়াংশ) বন্টন বা ভাড়া নেওয়া জমির উৎপাদনে ভাগচাষীর বরাদ্দ হবে তিন ভাগের দু-ভাগ ।
৪৭) কত খ্রিস্টাব্দে ফ্লাউড কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় ?
👉 ১৯৪০ খ্রিস্টাব্দে ।
৪৮) ভারতীয় সংবিধানে 'মন্ত্রিসভা পরিচালিত শাসনব্যবস্থা' সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটি হল :
👉 ইংল্যান্ড ।
৪৯) ভারতীয় সংবিধানে 'যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা' সংযোজিত হয়েছে যে দেশের সংবিধানের অনুকরণে, সেটি হল :
👉 মার্কিন যুক্তরাষ্ট্র ।
৫০) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ করেছিলেন :
👉 নন্দলাল বসু ।
৫১) জিরো আওয়ার -এর সময়কাল কয়টার থেকে কয়টা?
👉 ১২ টা থেকে ১ টা পর্যন্ত।
File Details :
Mocktest | Link |
---|---|
সংবিধানের মকটেস্ট | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.