Breaking

Oct 16, 2020

History MCQ Questions in Bengali Part 2

History MCQ Questions in Bengali Part 2

History Mcq questions part 2
ইতিহাস MCQ প্রশ্নোত্তর পর্ব ২

1. ১৮৩৭ খ্রিস্টাব্দের আগে ব্রিটিশ ভারতের সরকারি ভাষা কি ছিল ?
[A] ফারসি
[B] ইংরেজি
[C] আরবি
[D] উর্দু




2. আলীগড় আন্দোলনের প্রবর্তন কে করেন ?
[A] বদরুদ্দীন তৈয়াবজি
[B] মহম্মদ ইকবাল
[C] সৈয়দ আহমদ খান
[D] সৈয়দ মাহমুদ




3. আলিগড় কলেজে ইসলামীয় ধর্মতত্ত্ব'র পাশাপাশি কি পড়ানো হতো ?
[A] ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান
[B] ভারতীয় ইতিহাস
[C] ইউরোপীয় দর্শন
[D] ভারতীয় অর্থশাস্ত্র




4. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কংগ্রেসে যোগদান করেছিলেন ?
[A] সৈয়দ আহমদ খান
[B] মহম্মদ আলী
[C] সৈয়দ জামালউদ্দিন আফগানি
[D] বদরুদ্দীন তৈয়াবজি




5. মহামেডান এডুকেশন কনফারেন্স -এর অধিবেশন কোথায় বসেছিল ?
[A] কলকাতায়
[B] ঢাকায়
[C] লাহোরে
[D] পাঞ্জাবে




6. অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গড়ে উঠেছিল ?
[A] ১৮৯৮ খ্রিস্টাব্দে
[B] ১৯০৪ খ্রিস্টাব্দে
[C] ১৯০৬ খ্রিস্টাব্দে
[D] ১৯০৮ খ্রিস্টাব্দে




7. কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি কে ছিলেন ?
[A] নবাব মহসিন উল মূলক
[B] বদরুদ্দীন তৈয়াবজি
[C] সৈয়দ জামালউদ্দিন আল আফগানি
[D] সৈয়দ মাহমুদ




8. কোন দেশের সুলতান "খলিফা" নামে পরিচিত ছিলেন ?
[A] তুরস্ক
[B] আরব
[C] আফগানিস্তান
[D] ইরাক




9. খলিফার সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তা হল :
[A] রাওলাট সত্যাগ্রহ
[B] অসহযোগ আন্দোলন
[C] খিলাফত আন্দোলন
[D] কোনোটিই নয়




10. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে পাস হয় ?
[A] ১৯১৮ খ্রিস্টাব্দে
[B] ১৯১৯ খ্রিস্টাব্দে
[C] ১৯২১ খ্রিস্টাব্দে
[D] ১৯২২ খ্রিস্টাব্দে




11. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
[A] মহম্মদ ইকবাল
[B] লর্ড লিনলিথগো
[C] র‍্যামসে ম্যাকডোনাল্ড
[D] মহম্মদ আলী জিন্নাহ




12. "সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্তা হমারা" - এই দেশাত্মবোধক গানটি রচনা করেন :
[A] মহম্মদ আলী জিন্নাহ
[B] সৌকত আলি
[C] ওয়াহাজিব হাসান
[D] মহম্মদ ইকবাল




13. কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয় ?
[A] ১৯৩২ খ্রিস্টাব্দে
[B] ১৯৩৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৪২ খ্রিস্টাব্দে
[D] ১৯৪৫ খ্রিস্টাব্দে




14. ১৯৪০ খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
[A] মহম্মদ ইকবাল
[B] চৌধুরী রহমত আলি
[C] খাজা আব্দুল রহিম
[D] মহম্মদ আলি জিন্নাহ




15. লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করেন :
[A] মহম্মদ আলি জিন্নাহ
[B] ফজলুল হক
[C] সিকান্দার হায়াত খান
[D] চৌধুরী রহমত আলি




16. ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?
[A] ১৯৩২ খ্রিস্টাব্দে
[B] ১৯৩৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৪২ খ্রিস্টাব্দে
[D] ১৯৪৬ খ্রিস্টাব্দে




17. র‍্যাডক্লিফ লাইন কে তৈরি করেন ?
[A] স্যার সিরিল র‍্যাডক্লিফ
[B] র‍্যামসে ম্যাকডোনাল্ড
[C] লর্ড ওয়াভেল
[D] লর্ড মাউন্টব্যাটেন




18. ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে ?
[A] ১৯৪৩
[B] ১৯৪৪
[C] ১৯৪৫
[D] ১৯৪৬




19. স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে ?
[A] ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
[B] ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
[C] ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
[D] কোনোটিই নয়




20. পাঞ্জাবের অন্যতম চরমপন্থী নেতা ছিলেন :
[A] বিপিনচন্দ্র পাল
[B] লালা লাজপত রাই
[C] বাল গঙ্গাধর তিলক
[D] লালা হরদয়াল




No comments:

Post a Comment

Don't Leave any spam link.