Breaking

Oct 11, 2020

History MCQ Questions in Bengali Part 1

History MCQ Questions in Bengali Part 1
History MCQ Questions in Bengali Part 1


1. প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয় ?
[A] ১৯০৯ খ্রিস্টাব্দে
[B] ১৯১১ খ্রিস্টাব্দে
[C] ১৯১৪ খ্রিস্টাব্দে
[D] ১৯১৮ খ্রিস্টাব্দে




2. মহাত্মা গান্ধী "হিন্দ স্বরাজ" নামক প্রবন্ধটি প্রকাশ করেন --
[A] ১৯০৫ খ্রিস্টাব্দে
[B] ১৯০৯ খ্রিস্টাব্দে
[C] ১৯১৯ খ্রিস্টাব্দে
[D] ১৯২০ খ্রিস্টাব্দে




3. রাওলাট সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয় ?
[A] ১৯০৯ খ্রিস্টাব্দে
[B] ১৯১৪ খ্রিস্টাব্দে
[C] ১৯১৯ খ্রিস্টাব্দে
[D] ১৯২১ খ্রিস্টাব্দে




4. জালিয়ানওয়ালাবাগ ভারতের কোন প্রদেশে অবস্থিত ?
[A] যুক্তপ্রদেশ
[B] বিহার
[C] পঞ্জাব
[D] মহারাষ্ট্র




5. কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় ?
[A] কমান্ডার মাইকেল ডায়ার
[B] লর্ড চেমসফোর্ড
[C] ভারতসচিব মন্টেগু
[D] স্যার সিডনি রাওলাট




6. কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ?
[A] মহাত্মা গান্ধী
[B] চিত্তরঞ্জন দাশ
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] মোতিলাল নেহরু




7. চৌরিচৌরার ঘটনা কোথায় সংঘটিত হয় ?
[A] উত্তরপ্রদেশে
[B] মধ্যপ্রদেশে
[C] পঞ্জাবে
[D] মহারাষ্ট্রে




8. সাইমন কমিশন কবে গঠিত হয় ?
[A] ১৯২৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে
[B] ১৯২৭ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের
[C] ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
[D] ১৯২৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে




9. কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধিজী পূর্ণ স্বরাজের দাবি তোলেন ?
[A] সুরাট অধিবেশন, ১৯০৭
[B] লাহোর অধিবেশন, ১৯২৯
[C] হরিপুরা অধিবেশন, ১৯৩৮
[D] ত্রিপুরি অধিবেশন, ১৯৩৯




10. গান্ধী-আরউইন চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় ?
[A] ১৯২৯ এর ১৩ এপ্রিল
[B] ১৯৩০ এর ৬ এপ্রিল
[C] ১৯৩১ এর ৫ মার্চ
[D] ১৯৩২ এর ১৫ এপ্রিল




11. খুদা-ই-খিদমতগার -এর সিপাহিদের লাল কুর্তা বাহিনী বলা হয় কারণ :
[A] তারা লাল রঙের পতাকা ব্যবহার করতেন
[B] তারা লাল রঙের কুর্তা পরতেন
[C] তাদের নেতা লাল পোশাক পরতেন
[D] উপরের সবকটি ঠিক




12. কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংঘটিত হয় :
[A] সূর্যসেন
[B] ভগৎ সিং
[C] বিনয় বসু
[D] যতীন দাস




13. রামপ্রসাদ বিশমিল কে ছিলেন ?
[A] সূর্যসেনের দলের সদস্য
[B] ভগৎ সিং -এর অনুগামী
[C] বিনয় বসুর সহযোদ্ধা
[D] ব্রিটিশ পুলিশের গুপ্তচর




14. হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয় :
[A] ১৯২০ খ্রিস্টাব্দে
[B] ১৯২৯ খ্রিস্টাব্দে
[C] ১৯৩২ খ্রিস্টাব্দে
[D] ১৯৩৮ খ্রিস্টাব্দে




15. ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে তৈরি হয় ?
[A] ১৯৩২ খ্রিস্টাব্দে
[B] ১৯৩৬ খ্রিস্টাব্দে
[C] ১৯৩৯ খ্রিস্টাব্দে
[D] ১৯৪০ খ্রিস্টাব্দে



16. সুভাষচন্দ্র বসু দেশ থেকে ছদ্মবেশে পালিয়ে কোথায় যান ?
[A] প্যারিসে
[B] পেশোয়ারে
[C] বার্মায়
[D] বার্লিনে




17. আজাদ হিন্দ বাহিনীর কোথায় বিচার হয় ?
[A] লালকেল্লায়
[B] কেন্দ্রীয় আইনসভায়
[C] রাইটার্স বিল্ডিং -এ
[D] সুপ্রিমকোর্টে




18. বিহারের চম্পারনে কারা আন্দোলন করেছিল ?
[A] তুলোচাষীরা
[B] নীলচাষীরা
[C] রেলশ্রমিকরা
[D] উপরের কেউই নন




19. ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন ?
[A] চিত্তরঞ্জন দাশ
[B] সুভাষচন্দ্র বসু
[C] রাজবিহারী বসু
[D] সতীশচন্দ্র সামন্ত




20. "নওজোয়ান ভারত সভা" কে তৈরি করেন ?
[A] সূর্যসেন
[B] ভগৎ সিং
[C] মহাত্মা গান্ধী
[D] কেউই নন




No comments:

Post a Comment

Don't Leave any spam link.