Breaking

Oct 26, 2020

General Knowledge MCQ Questions in Bengali Part 6

General Knowledge MCQ Questions in Bengali Part 6
General Knowledge MCQ Questions in Bengali Part 6
General Knowledge MCQ Questions in Bengali Part 6

1. এদের মধ্যে কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় ?
[A] জিওফ্রে চসার
[B] হেনরি মিলার
[C] এডওয়ার্ড মর্গ্যান ফাস্টার
[D] চার্লস রবার্ট ডারউইন




2. কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় ?
[A] স্পেকট্রোমিটার
[B] হাইড্রোফোনোমিটার
[C] স্ট্রাটোমিটার
[D] হাইড্রোমিটার




3. NATO কথাটির পুরো নাম কি ?
[A] New Atlantic Treaty Organization
[B] Nations Atlantic Treaty Organisation
[C] Native Atlantic Treaty Organization
[D] North Atlantic Treaty Organization




4. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের লৌহমানব হিসেবে পরিচিত ?
[A] বালগঙ্গাধর তিলক
[B] বিপিনচন্দ্র পাল
[C] গোপালকৃষ্ণ গোখলে
[D] বল্লভভাই প্যাটেল




5. একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙার শব্দ ছাড়াও আরও এক প্রকার শব্দ শোনা যায়, কারণ :
[A] বালবির ভিতরে গ্যাসগুলির রাসায়নিক বিক্রিয়ার ফলে
[B] উচ্চচাপে ভিতরের গ্যাস বাইরে আসে বলে
[C] বাইরের বায়ু বাল্বের শূন্যস্থানে প্রবেশ করে বলে
[D] কোনোটিই নয়




6. ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখাটি কী নামে পরিচিত ?
[A] ম্যাকমোহন লাইন
[B] তিন বিঘা করিডর
[C] ২৪তম প্যারালাল
[D] ম্যাগিনট লাইন




7. আল্ট্রাসোনিক শব্দের প্রতিধ্বনি মাপার জন্য কি ব্যবহৃত হয় ?
[A] আকাশের উচ্চতা
[B] নিরপেক্ষ গতি
[C] পাহাড়ের উচ্চতা
[D] সমুদ্রের গভীরতা




8. সার্কের (SAARC) -এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?
[A] কাঠমান্ডু
[B] কাবুল
[C] করাচি
[D] নতুন দিল্লি




9. কে প্রথম ভারতের মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?
[A] হিরাবাঈ টাটা
[B] অ্যানি বেসান্ত
[C] ডি কে কার্ভে
[D] রমাবাঈ পান্ডে




10. কোনটি পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোন ?
[A] ইথিলিন
[B] সাইটোকাইনিন
[C] অক্সিন
[D] জিব্বেরেলিন




11. মল্লিকা সারাভাই নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ?
[A] উচ্চাঙ্গ নৃত্য
[B] উচ্চাঙ্গ সঙ্গীত
[C] সমাজসেবা
[D] খেলা




12. মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় ?
[A] পল্লব
[B] মৌর্য
[C] গুপ্ত
[D] চালুক্য




13. কোন মুঘল সম্রাট সংগীতের ঘোর বিরোধী ছিলেন ?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শাহজাহান
[D] বাবর




14. কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান ?
[A] জলদাপাড়া
[B] করবেট
[C] কাজিরাঙ্গা
[D] বেতলা




15. জাহাজের নাবিকদের কোন স্থানের অক্ষাংশ পরিমাপে সাহায্য করে কোন যন্ত্র ?
[A] রিফ্রাক্টোমিটার
[B] স্ট্র্যাবোস্কপ
[C] সেক্সট্যান্ট
[D] ট্যাকোমিটার




16. বৃষ্টির পড়ে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ :
[A] ঘর্ষণ কমে যায়
[B] ঘর্ষণ বেড়ে যায়
[C] ঘর্ষণ শূন্য হয়ে যায়
[D] গাড়ির উপর অধিক বল প্রয়োগ করা যায় না




17. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত ?
[A] আগ্রা
[B] দিল্লি
[C] লাহোর
[D] সাসারাম




18. টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে :
[A] উত্তল লেন্স
[B] অবতল লেন্স
[C] সম-উত্তল লেন্স
[D] সম-অবতল লেন্স




19. বৈদিক যুগে 'জন' বলতে কাদের বোঝায় ?
[A] প্রশাসনিক সংগঠনের যিনি সর্বোচ্চ
[B] বিচার বিভাগের প্রধান
[C] আইন বিভাগের প্রধান
[D] উপরের সবকটি




20. 'Poverty and Un-British in India' গ্রন্থটির রচয়িতা কে ?
[A] জি ভি জোশি
[B] দাদাভাই নৌরজি
[C] জি কে গোখলে
[D] আর সি দত্ত



No comments:

Post a Comment

Don't Leave any spam link.