Breaking

Oct 25, 2020

General Knowledge MCQ Questions in Bengali Part 5

General Knowledge MCQ Questions in Bengali Part 5
General Knowledge MCQ Questions in Bengali Part 5
General Knowledge MCQ Questions in Bengali Part 5

1. গুপ্তাব্দ কোন সম্রাট প্রবর্তন করেন ?
[A] সমুদ্রগুপ্ত
[B] প্রথম চন্দ্রগুপ্ত
[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[D] স্কন্দগুপ্ত




2. সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
[A] দার্জিলিং
[B] জলপাইগুড়ি
[C] দক্ষিণ 24 পরগনা
[D] উত্তর দিনাজপুর




3. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] সানফ্রান্সিসকো শহরে
[B] সুইৎজারল্যান্ডে
[C] পাঞ্জাবে
[D] ইংল্যান্ডে




4. পুলিৎজার প্রাইজ কোন দেশ থেকে প্রদান করা হয় ?
[A] আমেরিকা
[B] ফিলিপিনস
[C] ব্রিটেন
[D] জাপান




5. নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল নয় ?
[A] নিয়ন
[B আর্গন
[C] ক্রিপটন
[D] ম্যাগনেসিয়াম




6. কত সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম পঞ্চায়েত আইন পাশ হয় ?
[A] ১৯৫৪ খ্রিস্টাব্দে
[B] ১৯৫৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৫৬ খ্রিস্টাব্দে
[D] ১৯৫৭ খ্রিস্টাব্দে




7. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয় ?
[A] এশিয়া
[B] আফ্রিকা
[C] ইউরোপ
[D] উত্তর আমেরিকা




8. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত এক উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীর নাম কি ?
[A] পি সি যোশী
[B] বসন্ত কুমার বিশ্বাস
[C] রাসবিহারী বোস
[D] শচীন্দ্রনাথ সান্যাল




9. রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
[A] ২ জন
[B] ৪ জন
[C] ১২ জন
[D] ১৬ জন




10. কবে তালিকোটার যুদ্ধ হয়েছিল ?
[A] ১৫৬০ খ্রিস্টাব্দে
[B] ১৫২৫ খ্রিস্টাব্দে
[C] ১৫৬৫ খ্রিস্টাব্দে
[D] ১৫৭৫ খ্রিস্টাব্দে




11. কোন অ্যাসিড কাঁচের বোতলে রাখা যায় না ?
[A] HF
[B] Hcl
[C] HBr
[D] HI




12. নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
[A] তামিলনাড়ু
[B] মধ্যপ্রদেশ
[C] অসম
[D] উত্তরাখন্ড




13. কবে প্রথম শীতকালীন অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল ?
[A] ১৯৪০ খ্রিস্টাব্দে
[B] ১৯২০ খ্রিস্টাব্দে
[C] ১৯২৪ খ্রিস্টাব্দে
[D] ১৯৬৪ খ্রিস্টাব্দে




14. নিম্নোক্ত কোনটির প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে ?
[A] লৌহ
[B] পারদ
[C] আর্সেনিক
[D] ক্রোমিয়াম




15. তেঁতুল গাছের পাতার পত্রকগুলো কম আলোয় মুদে যায়। এটি কোন ধরনের চলন ?
[A] থার্মোন্যাস্টি
[B] ফটোন্যাস্টি
[C] নিকটিন্যাস্টি
[D] সিসমোন্যাস্টি




16. পশ্চিমবঙ্গে সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে ?
[A] ১টি
[B] ২টি
[C] ৩টি
[D] ৪টি




17. পশ্চিমবঙ্গের জলদাপাড়া হলো :
[A] সংরক্ষিত অঞ্চল
[B] জাতীয় উদ্যান
[C] অভয়ারণ্য
[D] পাখিরালায়




18. "পাঁচমহল" কার আমলে তৈরি হয় ?
[A] শাহজাহান
[B] আকবর
[C] জাহাঙ্গীর
[D] হুমায়ূন




19. ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেন কোন বংশের রাজা ?
[A] পল্লব
[B] চালুক্য
[C] রাষ্ট্রকূট
[D] কুষাণ




20. ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য ?
[A] উত্তরপ্রদেশ
[B] গুজরাট
[C] অসম
[D] কর্ণাটক





No comments:

Post a Comment

Don't Leave any spam link.