MCQ of General Knowledge Part 7 |
1. নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজতর কেন ?
[A] সমুদ্রের জল স্থির কিন্তু নদীর জল প্রবাহমান
[B] সমুদ্রের জল নদীর জল অপেক্ষা বেশি ভারী
[C] সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের চেয়ে বেশি
[D] উপরের কোনোটিই নয়
2. ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
[A] স্পাইরোমিটার
[B] স্পেকট্রোমিটার
[C] স্ফিগমোম্যানোমিটার
[D] পাইরোমিটার
3. কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন ?
[A] ট্রপিক চলন
[B] ট্যাকটিক চলন
[C] ন্যাস্টিক চলন
[D] কোনোটিই নয়
4. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র "দক্ষিণ গঙ্গোত্রী" কোথায় অবস্থিত ?
[A] হিমালয়
[B] ভারত মহাসাগর
[C] আন্টার্কটিকা
[D] আরব সাগর
5. নিচের কোনটি বায়ুমণ্ডলে মেশার ফলে অ্যাসিড বৃষ্টি ঘটে ?
[A] নাইট্রোজেন এবং সালফার অক্সাইড
[B] CO₂ এবং CO
[C] O₃ এবং CO₂
[D] Co এবং N₂
6. গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় ?
[A] লোহা
[B] রুপো
[C] দস্তা
[D] তামা
7. একটি সরু প্লাটিনাম তারকে উত্তপ্ত করলে তারটি উজ্জ্বল আলো বিকিরণ করে। এখানে -
[A] তাপশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
[B] আলোক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
[C] তড়িৎশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
[D] আলোকশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
8. সিলভার, লেড, কপার প্রভৃতি ধাতু হাইড্রোজেন সালফাইট দ্বারা আক্রান্ত হয়ে কি ধরনের লবণ উৎপন্ন করে ?
[A] সালফাইট লবণ
[B] হাইড্রাইড লবণ
[C] আয়রন লবণ
[D] জিঙ্ক লবণ
9. ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য - ?
[A] শুধুমাত্র ভৌত পরিবর্তনের ক্ষেত্রে।
[B] শুধুমাত্র রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে।
[C] ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তনের ক্ষেত্রে।
[D] কোনোটিই নয়
10. টেলিফোনের প্রেরক যন্ত্রের কাছে কথা বলার সময় নিচের কোনটি ঘটে -
[A] শব্দশক্তি থেকে তড়িৎশক্তি
[B] যান্ত্রিকশক্তি থেকে তড়িৎশক্তি
[C] তড়িৎশক্তি থেকে শব্দশক্তি
[D] শব্দশক্তি থেকে যান্ত্রিকশক্তি
11. কাচ ফলকের নিচে অবস্থিত কোন বিন্দুকে লঘুতর মাধ্যম থেকে দেখলে বিন্দুটি উপরে উঠে এসেছে বলে মনে হয়। নিচের কোনটির জন্য এটি ঘটে - ?
[A] আলোর বিচ্ছুরণ
[B] আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
[C] আলোর প্রতিফলন
[D] আলোর প্রতিসরণ
12. ভারতবর্ষে প্রথম কোন ব্যাংক বায়োমেট্রিক ATM স্থাপন করেন ?
[A] ভারতীয় স্টেট ব্যাঙ্ক
[B] পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
[C] এলাহাবাদ ব্যাঙ্ক
[D] ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
13. "মঝঝিম পন্থা"-র কথা কে বলেছিলেন ?
[A] গুরুনানক
[B] মহাবীর
[C] গৌতম বুদ্ধ
[D] হজরত মুহাম্মদ
14. কোন সম্রাট নিজেকে 'নিয়াবৎ-ই-খুদাই' বলে প্রচার করেন ?
[A] ফিরোজ শাহ তুঘলক
[B] গিয়াসউদ্দিন বলবন
[C] ঔরঙ্গজেব
[D] আলাউদ্দিন খলজী
15. ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী কোন আন্দোলনের রূপরেখা প্রকাশ করেন ?
[A] খিলাফৎ আন্দোলন
[B] আইন অমান্য আন্দোলন
[C] লবণ সত্যাগ্রহ
[D] ভারত ছাড়ো আন্দোলন
16. বসন্ত বিশ্বাস কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন ?
[A] নাসিক মামলা
[B] দিল্লি ষড়যন্ত্র মামলা
[C] আলিপুর বোমা মামলা
[D] বরিশাল ষড়যন্ত্র মামলা
17. রোল্লাপারু ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি কোন রাজ্যে অবস্থিত ?
[A] ওড়িশা
[B] মনিপুর
[C] অরুণাচল প্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ
18. নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার ?
[A] সাঁড়াশি
[B] সুপারি কাটার জাতি
[C] নৌকার দাঁড়
[D] চিমটা
19. মোগল রাজশক্তির কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় "ভকিল" কাকে বলা হত ? ?
[A] রাজস্ব বিভাগের প্রধান
[B] প্রধান বিচারপতি
[C] প্রধানমন্ত্রী
[D] সামরিক বিভাগের প্রধান
20. "ধামাল" কোথাকার লোকনৃত্য ? ?
[A] হরিয়ানা
[B] কর্ণাটক
[C] মিজোরাম
[D] পুদুচেরি
No comments:
Post a Comment
Don't Leave any spam link.