MCQ gk Questions Part 2 |
1. গরুর দুধে কোন ভিটামিন পাওয়া যায় :
[A] ভিটামিন B
[B] ভিটামিন A
[C] ভিটামিন D
[D] ভিটামিন K
2. নিচের কোন রোগটি মানবদেহে উত্তরাধিকার সূত্রে আসে?
[A] হিমোফেলিয়া
[B] লিউকোমিয়া
[C] অ্যানিমিয়া
[D] সবকটিই
3. নিচের কোনটিতে নাইট্রোজেন আছে ?
[A] চর্বি
[B] প্রোটিন
[C] কার্বোহাইড্রেট
[D] তেল
4. অস্বচ্ছ বস্তুর বর্ণ কিভাবে বোঝা যায়?
[A] যা সে গ্রহণ করে
[B] বিচ্ছুরণ
[C] যা সে প্রতিফলিত করে
[D] যা সে ছড়িয়ে দেয়
5. বিষুবরেখা সমান্তরাল কাল্পনিকরেখা গুলির নাম কি?
[A] অক্ষরেখা
[B] দ্রাঘিমারেখা
[C] আইসোবার
[D] আইসোথার্মস
6. পৃথিবীর দীর্ঘতম নদী/নদ কোনটি?
[A] আমাজন
[B] নীল
[C] মিসিসিপি
[D] ব্রহ্মপুত্র
7. 'মেইন ক্যাম্প' গ্রন্থটির রচয়িতা কে ?
[A] আলেকজান্ডার
[B] এডলফ হিটলার
[C] স্যার উইলস্টন চার্চিল
[D] মুসোলিনি
8. ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রাবার উৎপন্ন হয় ?
[A] কর্ণাটক
[B] কেরল
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তামিলনাড়ু
9. রাজ্যপালের সাধারণ কার্যকাল কত ?
[A] 3 বছর
[B] 5 বছর
[C] বিধানসভার কার্যকালের উপর নির্ভরশীল
[D] 6 বছর
10. নিচের কোনটি মৌলিক অধিকার নয় ?
[A] শোষণের বিরুদ্ধে অধিকার
[B] সমান সুযোগের সুবিধা
[C] ধর্মীয় স্বাধীনতার অধিকার
[D] ধর্মঘটের অধিকার
11. নিচের কোন রোগটি ভাইরাসঘটিত নয় ?
[A] জন্ডিস
[B] ইনফ্লুয়েঞ্জা
[C] টাইফয়েড
[D] মাম্পস
12. ভারতীয় সংবিধান প্রদান করে : ?
[A] এক নাগরিকত্ব
[B] দ্বিনাগরিকত্ব
[C] বহুজাতিক নাগরিকত্ব
[D] কোনোটিই নয়
13. কিসের মাধ্যমে উদ্ভিদেহে অর্গানিক বস্তুর চলন ঘটে থাকে ?
[A] ফাইবার
[B] ফ্লোয়েম
[C] জাইলেম
[D] প্যারেনকাইমা
14. ভারতের কোন অঞ্চলে সব থেকে কম বৃষ্টিপাত হয় ?
[A] লে
[B] জয়সলমীর
[C] বিকানির
[D] যোধপুর
15. হরিসেন কার সভাকবি ছিলেন ?
[A] অশোক
[B] সমুদ্রগুপ্ত
[C] চন্দ্রগুপ্ত মৌর্য
[D] হর্ষবর্ধন
16. জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান ?
[A] কুশিনগর
[B] বৈশালী
[C] রাজগৃহ
[D] পাওয়াপুরা
17. সাংসদ হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হওয়া দরকার ?
[A] 20 বছর
[B] 25 বছর
[C] 30 বছর
[D] 35 বছর
18. পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল :
[A] ইংরেজ ও মুঘলদের মধ্যে
[B] ইংরেজ ও গোর্খাদের মধ্যে
[C] বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
[D] পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরির মধ্যে
19. 'গোদান' কার লেখা ?
[A] মুন্সি প্রেমচাঁদ
[B] সুরদাস
[C] তুলসীদাস
[D] কেউই নন
20. লোহিত রক্তকণিকার আয়ু কত দিন ?
[A] 120 দিন
[B] 240 দিন
[C] 15 দিন
[D] 40 দিন
No comments:
Post a Comment
Don't Leave any spam link.