Breaking

Sep 29, 2020

General Knowledge MCQ Questions in Bengali Part 4

General Knowledge MCQ Questions in Bengali Part 4

MCQ general knowledge
MCQ Questions And Answers Part 4


1. নিজাম সাগর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] রাজস্থান
[C] গুজরাট
[D] অন্ধ্রপ্রদেশ




2. সিল্ক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত :
[A] সিমলায়
[B] নাগপুরে
[C] মহীশূরে
[D] রাজামুন্দ্রিতে




3. নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত ?
[A] মাংসের উৎপাদন বৃদ্ধি
[B] ফলের উৎপাদন বৃদ্ধি
[C] চিংড়ির উৎপাদন বৃদ্ধি
[D] মাছের উৎপাদন বৃদ্ধি




4. প্রথম সেতারের প্রবর্তন করেন ?
[A] তানসেন
[B] আবুল ফজল
[C] আমির খসরু
[D] ইবন বতুতা




5. মুঘল আমলের সরকারি ভাষা কি ছিল ?
[A] কন্নড়
[B] ফরাসি
[C] ফারসি
[D] উর্দু




6. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারপ্রাপক :
[A] সাইনা নেওহাল
[B] বিশ্বনাথন আনন্দ
[C] পি টি ঊষা
[D] কর্ণম মালেস্বরি




7. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ?
[A] শশাঙ্ক
[B] লক্ষ্মণ সেন
[C] পৃথ্বীরাজ চৌহান
[D] চন্দ্রগুপ্ত মৌর্য




8. ওরঙ্গজেবের মন্ত্রীর নাম কি ছিল ?
[A] চাণক্য
[B] মেহমুদ গাওয়ান
[C] বীরসেন
[D] শায়েস্তা খাঁ




9. মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া প্রস্তুত হয় ?
[A] যকৃৎ
[B] ফুসফুস
[C] বৃক্ক
[D] চর্ম




10. ম্যারাসমাস রোগটি কিসের অভাবে হয় ?
[A] আয়োডিনের অভাবে
[B] ফ্লুওরিনের অভাবে
[C] ভিটামিনের অভাবে
[D] প্রোটিনের অভাবে




11. প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়েছে কত সালে ?
[A] 2005 সালে
[B] 2006 সালে
[C] 2007 সালে
[D] 2009 সালে




12. স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন :
[A] 1875 সালে
[B] 1864 সালে
[C] 1878 শালী
[D] 1869 সালে




13. খুররম কার নাম ?
[A] শেরশাহ
[B] বাবর
[C] শাহজাহান
[D] শশাঙ্ক




14. হর্ষাব্দ কবে থেকে শুরু হয় ?
[A] 602 খ্রিস্টাব্দ
[B] 606 খ্রিষ্টাব্দ
[C] 622 খ্রিস্টাব্দ
[D] 619 খ্রিস্টাব্দ




15. বক্সাইট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হলো :
[A] দ্বিতীয়
[B] তৃতীয়
[C] পঞ্চম
[D] সপ্তম





16. কোন বছর তামিলনাড়ুর রাজধানী মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই হয়েছে ?
[A] 1996
[B] 1992
[C] 1997
[D] 1999




17. আন্তর্জাতিক পুতুল জাদুঘর ভারতের কোথায় অবস্থিত ?
[A] দিল্লি
[B] মুম্বই
[C] হায়দ্রাবাদ
[D] চন্ডিগড়




18. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য বিধানসভা গঠনের কথা বলা হয়েছে ?
[A] 170
[B] 165
[C] 214
[D] 152




19. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন :
[A] জন মাথাই
[B] জগজীবন রাম
[C] অনন্ত পাই
[D] সর্দার শরণ সিং




20. ডায়রিয়া রোগে শরীরের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় ?
[A] ক্ষুদ্রান্ত্র
[B] বৃহদান্ত্র
[C] পাকস্থলী
[D] যকৃৎ





No comments:

Post a Comment

Don't Leave any spam link.