Breaking

Sep 26, 2020

General Knowledge MCQ Questions in Bengali Part 3

General Knowledge MCQ Questions in Bengali Part 3

General Knowledge MCQ questions in Bengali Part 3


1. "ম্যাডোনা অ্যান্ড চাইল্ড" ছবিটির স্রষ্টা কে ?
[A] মাইকেল অ্যাঞ্জেলো
[B] লিওনার্দো দা ভিঞ্চি
[C] ভ্যান গঘ
[D] পাবলো পিকাসো




2. মজলিশ কাদের পার্লামেন্টের নাম ?
[A] ইরাক
[B] ইরান
[C] কুয়েত
[D] সংযুক্ত আরব আমিরশাহি




3. 'Yellow Book' কোন দেশের জাতীয় নথি ?
[A] বেলজিয়াম
[B] ইতালি
[C] চিন
[D] ফ্রান্স




4. "Blue House" কার সরকারি বাসভবন ?
[A] ব্রিটিশ প্রধানমন্ত্রী
[B] ফ্রান্সের রাষ্ট্রপতি
[C] দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি
[D] জার্মানির রাষ্ট্রপতি




5. বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয় ?
[A] 6 মে
[B] 7 মে
[C] 8 মে
[D] 9 মে




6. "Commonwealth Day" কবে পালিত হয় ?
[A] 18 May
[B] 21 May
[C] 24 May
[D] 29 May




7. রকি পর্বতের পূর্বঢালে প্রবাহিত স্থানীয় বায়ু কি নামে পরিচিত ?
[A] ফন
[B] মিস্ট্রাল
[C] চিনুক
[D] বোরো




8. "Home of Blizard" কাকে বলে ?
[A] গ্রিনল্যান্ড
[B] আন্টার্কটিকা
[C] আলাস্কা
[D] ক্যালিফোর্নিয়া




9. নিচের কোনটি বামন গ্রহ ?
[A] ইউরেনাস
[B] নেপচুন
[C] প্লুটো
[D] শনি




10. জীবন সৃষ্টির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি ?
[A] প্রোটিন তৈরি
[B] অ্যামাইনো অ্যাসিড তৈরি
[C] ডিএনএ তৈরী
[D] নিউক্লিয় অ্যাসিড তৈরি




11. কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত সমস্যা কোন কোন রাজ্যের মধ্যে দেখা দিয়েছিল ?
[A] অন্ধ্রপ্রদেশ - কর্ণাটক
[B] কর্ণাটক - কেরল
[C] তামিলনাড়ু - কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ - তামিলনাড়ু




12. নিচের কোনটি ভিত্তি শিল্প নামে পরিচিত ?
[A] পেট্রোরসায়ন
[B] কার্পাস বস্ত্রবয়ন
[C] কাগজ
[D] লৌহ ইস্পাত




13. রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
[A] রাষ্ট্রপতি
[B] উপরাষ্ট্রপতি
[C] স্পিকার
[D] অ্যাটর্নি জেনারেল




14. কাকে সংবিধান রচনাকারি বলে ?
[A] গণপরিষদ
[B] জনপরিষদ
[C] মন্ত্রিপরিষদ
[D] প্রাদেশিক সভা




15. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ?
[A] সুভা
[B] পাপতি
[C] ওয়েলিংটন
[D] কোনটিই নয়





16. "Kidney Punch" কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] পোলো
[B] বক্সিং
[C] রোয়িং
[D] হর্স রেসিং




17. "Ezra Cup" কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ওয়েট লিফটিং
[B] গল্ফ
[C] পোলো
[D] রাগবি




18. গণপতি উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব ?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] রাজস্থান
[D] কেরল




19. কুচিপুড়ি লোকনৃত্য কোন রাজ্যে অধিক প্রচলিত ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] তামিলনাড়ু
[C] কেরল
[D] মেঘালয়




20. দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় ?
[A] উত্তল
[B] অবতল
[C] উপতল
[D] উভোত্তল





No comments:

Post a Comment

Don't Leave any spam link.