ভারতের এবং বিভিন্ন দেশের সীমারেখার তালিকা |
নমস্কার বন্ধুরা,
আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট করা হলো যা থেকে প্রায় বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে । শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন কোন টপিকের কথা বলছি : বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম এবং ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা। যেমন অনেক পরীক্ষায় এসেছে, ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম কি? এক কথায় বলতে গেলে নিচে যে সীমারেখার তালিকা দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে নিলে পরীক্ষায় এই টপিক এর উপর কোনো প্রশ্ন আসলে আর কোনো চিন্তা করতে হবে না, অনায়াসে সঠিক উত্তর করতে পারবেন। তাই নিচ থেকে এক এক করে সমস্ত তালিকাটি দেখে নেন এবং বন্ধুদেরকে শেয়ার করার অনুরোধ থাকলো।
আন্তর্জাতিক সীমারেখা | যে যে দেশের মধ্যে অবস্থিত |
---|---|
র্যাডক্লিফ রেখা | ভারত ও পাকিস্তান |
ম্যাকমোহন রেখা | ভারত ও চীন |
লাইন অফ কন্ট্রোল (LOC) | ভারত ও পাকিস্তান |
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) | ভারত ও চীন |
হিন্ডেন বার্গ লাইন | জার্মানি ও ফ্রান্স |
ম্যাগিনট লাইন | ইতালি, জার্মানি ও ফ্রান্স |
ডুরান্ড লাইন | পাকিস্তান ও আফগানিস্তান |
সিগফ্রাইড রেখা | জার্মানি ও ফ্রান্স |
ওডার - নিসে রেখা | পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড |
ম্যানারহেইম রেখা | রাশিয়া ও ফিনল্যান্ড |
49 তম প্যারালাল | মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা |
38 তম প্যারালাল | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া |
37 তম প্যারালাল | ভারত ও মায়ানমার |
সাত-এল-আরব | ইরাক ও ইরান |
17 তম প্যারালাল | উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম |
24 তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
28 তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
16 তম প্যারালাল | নামিবিয়া ও অ্যাঙ্গোলা |
ইংলিশ চ্যানেল | ইংল্যান্ড ও ফ্রান্স |
জিব্রাল্টার প্রণালী | ইউরোপ ও আফ্রিকা |
পক প্রণালী | ভারত ও শ্রীলঙ্কা |
মালাক্কা প্রণালী | মালয়েশিয়া ও সুমাত্রা |
লোহিত সাগর | এশিয়া ও আফ্রিকার |
গ্রেট চ্যানেল | ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা |
8⁰ চ্যানেল | ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ |
কার্জন রেখা | পোল্যান্ড ও রাশিয়া |
ম্যাজিনো রেখা | জার্মানি ও ফ্রান্স |
ব্লু লাইন | লেবানন ও ইসরাইল |
ফচ লাইন | পোল্যান্ড ও লিথুয়ানিয়া |
আলপাইন রেখা | ইতালি ও ফ্রান্স |
মিলিটারি ডিমারকেশন লাইন | উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম |
পার্পল লাইন | ইসরাইল ও সিরিয়া |
লাইন অফ ডিমারকেশন | পর্তুগাল ও স্পেন |
ভারতের | |
সীমারেখা | অবস্থান |
ডানকান প্যাসেজ | গ্রেট আন্দামান ও লিটন আন্দামান |
9⁰ চ্যানেল | লাক্ষাদ্বীপ ও মিনিকয় |
10⁰ চ্যানেল | আন্দামান ও নিকোবর |
সমব্রেরো চ্যানেল | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
[ আরো দেখে নাও : বিভিন্ন বিষয় ও তার জনক ]
No comments:
Post a Comment
Don't Leave any spam link.