১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |One hundred questions of General Knowledge
১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১। ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী ?
=> সরােজিনী নাইডু ।
২। অস্ত্র উৎপাদনে বিশ্বে ভারত কততম স্থান অধিকার করেছে ?
=> প্রথম ।
৩। স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন ?
=> জে . বি . কৃপালিনী ।
৪। ভারত কবে থেকে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ হিসাবে স্বীকৃতি লাভ করে ?
=> ১৯৪৫ সাল থেকে ।
৫। ফটোগ্রাফিতে কোন্ যৌগ ব্যবহৃত হয় ?
=> সিলভার ব্রোমাইড ।
6। 'কিষানঘাট' কার সমাধিস্থল ?
=> চৌধুরি চরণ সিং ।
৭ । ‘মাহারাট্টা’ ও ‘কেশরী’ পত্রিকা দুটির প্রকাশক কে ?
=> বাল গঙ্গাধর তিলক ।
৮। কাকে ‘বাংলার মুকুটহীন রাজা’ বলা হত ?
=> সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
৯। ‘বহিস্কৃত হিতকারিণী সভা’ - র প্রতিষ্ঠাতা কে ?
=> ডঃ বি.আর. আম্বেদকর ।
১০। বরদৌলি সত্যাগ্রহের মুখ্য নেতৃত্ব দেন কে ?
=> সর্দার বল্লভভাই প্যাটেল ।
১১। "মহামান্য" কার উপাধি ?
=> পণ্ডিত মদনমােহন মালব্য ।
১২। সংবিধানের কোন্ ধারা অনুসারে ভারতের কোনাে রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারেন ?
=> ১৬৩ নং ধারা ।
১৩। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ( WHO ) সদর দপ্তর কোথায় অবস্থিত ? ?
=> জেনিভায় ।
১৪। অ্যাডলফ্ হিটলার কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
=> অস্ট্রিয়া ।
১৫। তাইওয়ানের পূর্বনাম কী ?
=> ফরমােসা ।
১৬। পেরিয়ার অভয়ারণ্য কীসের জন্য বিখ্যাত ?
=> হাতি ।
১৭। বছরের কোন্ দিনটিতে নােবেল পুরস্কার প্রদান করা হয় ?
=> ১০ ডিসেম্বর ।
১৮। উবের কাপ কোন্ খেলার সঙ্গে সম্পর্কিত ?
=> মহিলা ব্যাডমিন্টন ।
১৯। ‘গন উইথ দ্য উইন্ড' বইটির রচয়িতা কে ?
=> মার্গারেট মিশেল ।
২০। অলিম্পিক পতাকায় চিহ্নিত পাঁচটি বলয় কী নির্দেশ করে ?
=> পাঁচটি মহাদেশ ।
২১। প্রথম কোন্ বাঙালি ‘ ভারতরত্ন ’ পুরস্কারে সম্মানিত হন ?
=> বিধানচন্দ্র রায় ।
২২। প্রথম বিদেশি হিসাবে কে ‘ভারতরত্ন’ পুরস্কার পান ?
=> খান আবদুল গফফর খান ।
২৩। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস - এর মােট বিচারকের সংখ্যা কত ?
=> ১২ জন ।
২৪। কোন্ ভারতীয় সংবিধান সংশােধন 'সংবিধানের ক্ষুদ্র সংস্করণ' নামে পরিচিত ?
=> ৪২ তম সংবিধান সংশােধন , ১৯৭৬ ।
২৫। ২০১১ সালের ভারতীয় জনগণনা কততম জনগণনা ছিল ?
=> ১৫ তম।
২৬। ২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে কোন্ রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ছিল ?
=> দিল্লি (১১,২৯৭ জন)।
২৭। মােঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয় ?
=> গুরু তেগবাহাদুর।
২৮। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করেছে কে ?
=> হরমুজ প্রণালী।
২৯। রাষ্ট্রপুঞ্জের বর্তমান সদস্য দেশের সংখ্যা কটি ?
=> ১৯৩টি।
৩০। এশিয়ান গেমসে কবে হকি অন্তর্ভুক্ত হয়েছিল ?
=> ১৯৫৮ টোকিও এশিয়ান গেমসে।
৩১। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
=> দার্জিলিং।
৩২। GNLF বলতে কী বােঝায় ?
=> গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।
৩৩। পৈঠান (জাকওয়াদি) জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
=> গোদাবরী নদী ।
৩৪। ভারতে সেচযােগ্য জমির শতকরা পরিমাণ কত ?
=> ৩৫ শতাংশ।
৩৫। কে ‘ফাদার অফ সায়েন্টিফিক সােশ্যালিজম' নামে পরিচিত ?
=> কার্ল মার্কস।
৩৬। সবুজ বিপ্লব প্রথম কোন্ দেশে শুরু হয় ?
=> মেক্সিকো।
৩৭। কাকে ‘ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় ?
=> এম এস স্বামীনাথন।
৩৮। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কী ?
=> লর্ড মাউন্টব্যাটেন।
৩৯। প্রথম কোন মহিলার ছবি ভারতীয় পােস্টাল স্ট্যাম্পে ছাপা হয় ?
=> মীরাবাঈ।
৪০। কেরালা বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
=> কেরালার থ্রিশূরে।
৪১। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ?
=> নীলম সঞ্জীব রেড্ডি।
৪২। ‘লাভানি’ কোন্ রাজ্যের নৃত্য ?
=> মহারাষ্ট্র।
৪৩। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি আলাের কোন্ নীতির ওপর নির্ভরশীল ?
=> অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
৪৪। জাতীয় উন্নয়ন পর্ষদ (NDC) কবে গঠিত হয়েছিল ?
=> ৬ আগস্ট, ১৯৫২ খ্রি: ।
৪৫। ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) কোন্ শাখা প্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অন্তর্ভুক্ত হয় ?
=> স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র।
৪৬। ভারতীয় দুগ্ধ বিপ্লবের জনক’ কাকে বলা হয় ?
=> ডঃ ভার্গিস কুরিয়ান।
৪৭। 'জুন ৩ প্ল্যান' কী নামে পরিচিত ?
=> মাউন্টব্যাটেন প্ল্যান।
৪৮। ১৯৮০ সালে ব্যাঙ্ক জাতীয়করণের দ্বিতীয় পর্যায়ে কটি ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় ?
=> ৬ টি।
৪৯। রাজ্যসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হলেন ?
=> বিভিন্ন রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা।
৫০। লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিভ দ্বীপগুলি কোন সালে একত্রিত হয়ে 'লাক্ষাদ্বীপ' নামে পরিচিত হয় ?
=> ১৯৭৩ সালে।
৫১। সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে ?
=> ৫ রকমের।
৫২। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
=> ৬ বছরের জন্য।
৫৩। পার্সীদের ধর্মগ্রন্থের নাম কী ?
=> জেন্দ আভেস্তা ।
৫৪। মধুবনী চিত্রকলা ভারতের কোন্ রাজ্যে প্রচলিত ?
=> বিহার।
৫৫। সাহিত্য অ্যাকাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত ?
=> নিউ দিল্লি।
৫৬। তাঞ্জোরের মন্দিরে নৃত্যশৈলীর থেকে ভারতীয় কোন্ নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে ?
=> ভরতনাট্যম।
৫৭। ‘সারে জাঁহাসে আচ্ছা’ গানটি কে রচনা করেন ?
=> মহম্মদ ইকবাল।
৫৮। কোন উৎসবে বােট রেস অনুষ্ঠিত হয় ?
=> ওনাম
৫৯। কালচক্র উৎসব কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ?
=> বৌদ্ধধর্ম ।
৬০।বি সি রায় পুরস্কার কোন্ ক্ষেত্রে প্রদান করা হয় ?
=> ফুটবল।
৬১। অর্জুন পুরস্কার কোন্ সাল থেকে প্রদান করা হয় ?
=> ১৯৬১ সাল থেকে ।
৬২। এন্টোমােলজি কোন্ সম্পর্কিত বিদ্যা? ?
=> কীটপতঙ্গ।
৬৩। গরমপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
=> দিফু (আসাম)।
৬৪। ডঃ ক্রিশ্চিয়ান বার্নার্ড কবে প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন ?
=> ১৯৬৭ সালে।
৬৫। গল্ফ কোঅপারেশন কাউন্সিল কোন্ কোন্ দেশকে নিয়ে গঠিত ?
=> বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাই।
৬৬। ভারতীয় ফিল্ম এবং টিভি ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
=> পুনে (মহারাষ্ট্র)।
৬৭। শিখধর্মে 'খালসা'-র প্রবর্তন করেন কে ?
=> গুরু গোবিন্দ সিং।
৬৮। ফ্রেডারিক সাঙ্গের কোন্ বিষয়ে দু'বার নােবেল পুরস্কার পান ?
=> রসায়ন।
৬৯। প্রথম আন্তর্জাতিক পিস কংগ্রেস লন্ডনে কবে অনুষ্ঠিত হয় ?
=> ১৮৪৩ সালে।
৭০। “ব্রেভিটি ইজ দ্য সােল অফ উইট” কে বলেছেন ?
=> শেক্সপিয়র।
৭১। ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার’ প্রথম কাকে প্রদান করা হয় ?
=> বিশ্বনাথন আনন্দ।
৭২। ব্ল্যাক প্যাগােডা' কোথায় অবস্থিত ?
=> ওড়িশার কোণারকে।
৭৩। গুজরাট এবং বেশ কিছু রাজ্যে নিষিদ্ধ বই ‘গ্রেট সােল : মহাত্মা গান্ধি অ্যান্ড হিজ স্ট্রাগল উইথ ইন্ডিয়া’- এর রচয়িতা কে ?
=> যােশেফ লেলিভেল্ড।
৭৪। কোন্ যৌগ ‘লুনার কস্টিক’ নামে পরিচিত ?
=> সিলভার নাইট্রেট।
৭৫। সালাল প্রকল্প কোন্ নদীর উপর অবস্থিত ?
=> চন্দ্রভাগা।
৭৬। মথুরা , ডিগবয় এবং পানিপথ তৈল শােধনাগার কোন্ সংস্থা প্রস্তুত করেছে ?
=> ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ।
৭৭। 'গ্রেট ডিভাইড ইয়ার ’ কোন্ সালকে বলা হয় ?
=> ১৯২১ খ্রি: ।
৭৮। রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত একমাত্র বেসরকারি তৈল শােধনাগার কোনটি ?
=> জামনগর ।
৭৯। ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে ক’টি ভাষার কথা বলা হয়েছে ?
=> ২২ টি ।
৮০। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন্ ভাইসরয়ের আমলে ঘটেছিল ?
=> লর্ড চেমসফোর্ড ।
৮১। সবচেয়ে বেশি বয়সে ম্যারাথন দৌড়ে কে ‘ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন ?
=> ফৌজা সিং ।
৮২। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ানের নাম কী ?
=> শান্তি টিজ্ঞা ।
৮৩। ভারতীয় গণপরিষদের সভাপতি হিসাবে প্রথম কে নিযুক্ত হয়েছিলেন ?
=> ড: রাজেন্দ্র প্রসাদ ।
৮৪। কাকে ‘ দ্য ফাদার অফ পলিটিক্যাল ইকনমি ’ আখ্যা দেওয়া হয়েছে ?
=> অ্যাডাম স্মিথ ।
৮৫। সমুদ্র জলের গড় লবণাক্ততা কত ?
=> ৩.৫ শতাংশ ।
৮৬। ভারী জলের রাসায়নিক নাম কী ?
=> ডয়টেরিয়াম অক্সাইড " ( D₂O) ।
৮৭। ননস্টিক বাসনপত্রে কীসের প্রলেপ থাকে ?
=> টেফলন ।
৮৮। মােনাজাইট কীসের আকরিক ?
=> থােরিয়াম ।
৮৯। অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক কোনটি ?
=> বক্সাইট ।
৯০। গান মেটালের উপাদানগুলি কী কী ?
=> তামা এবং টিন ।
৯১। রেডিয়াম কোথা থেকে সংগ্রহ করা হয় ?
=> পিচব্লেন্ড ।
৯২। বল পয়েন্ট পেন - এর আবিষ্কর্তা কে ?
=> লাসলাে বিরাে এবং জর্জ বিরাে ।
৯৩। বাইফোকাল লেন্সের আবিষ্কর্তা কে ?
=> বেঞ্জামিন ফ্যাঙ্কলিন ।
৯৪। ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত ?
=> অস্ট্রেলিয়া ।
৯৫। প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান ?
=> ডঃ জাকির হােসেন ।
৯৬। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত পারমাণবিক শক্তিকেন্দ্রের নাম কী ?
=> কালপক্কম ।
৯৭। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কী ?
=> হিন্দুস্তান শিপইয়ার্ড , বিশাখাপত্তনম্ ।
৯৮। কীসের উপস্থিতির জন্য তামার রং কালাে হয়ে যায় ?
=> হাইড্রোজেন সালফাইড ( H₂S ) ।
৯৯।কোয়ার্জ ঘড়িতে ব্যবহৃত কোয়ার্জ পাথরের রাসায়নিক নাম কী ?
=> সিলিকন ডাই অক্সাইড ( SiO₂)।
১০০। ডুবুরিদের শাসকার্যের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
=> হিলিয়াম ।
File Details:
PDF Name : সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ১
Language : Bengali
Size : 968 KB
No. of Pages : 9
Download Link : Click Here To Download
More Pdf | Link |
---|---|
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ২ পিডিএফ ডাউনলোড | Click Here |
Pdf download to hy na...
ReplyDeletePdf দেওয়া হয় নি ।
DeleteNice dada
ReplyDeleteThank you 💓
Delete