Breaking

Aug 14, 2020

১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |One hundred questions of General Knowledge


১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১। ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী ?
=> সরােজিনী নাইডু । 
২। অস্ত্র উৎপাদনে বিশ্বে ভারত কততম স্থান অধিকার করেছে ?
=> প্রথম । 
৩। স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন ?
=> জে . বি . কৃপালিনী । 
৪। ভারত কবে থেকে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ হিসাবে স্বীকৃতি লাভ করে ?
=> ১৯৪৫ সাল থেকে । 
৫। ফটোগ্রাফিতে কোন্ যৌগ ব্যবহৃত হয় ?
=> সিলভার ব্রোমাইড । 
6। 'কিষানঘাট' কার সমাধিস্থল ?
=> চৌধুরি চরণ সিং । 
৭ । ‘মাহারাট্টা’ ও ‘কেশরী’ পত্রিকা দুটির প্রকাশক কে ?
=> বাল গঙ্গাধর তিলক । 
৮। কাকে ‘বাংলার মুকুটহীন রাজা’ বলা হত ?
=> সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । 
৯। ‘বহিস্কৃত হিতকারিণী সভা’ - র প্রতিষ্ঠাতা কে ?
=> ডঃ বি.আর. আম্বেদকর । 
১০। বরদৌলি সত্যাগ্রহের মুখ্য নেতৃত্ব দেন কে ?
=> সর্দার বল্লভভাই প্যাটেল । 
১১। "মহামান্য" কার উপাধি ?
=> পণ্ডিত মদনমােহন মালব্য । 
১২। সংবিধানের কোন্ ধারা অনুসারে ভারতের কোনাে রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারেন ?
=> ১৬৩ নং ধারা । 
১৩। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ( WHO ) সদর দপ্তর কোথায় অবস্থিত ? ?
=> জেনিভায় । 
১৪। অ্যাডলফ্ হিটলার কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
=> অস্ট্রিয়া । 
১৫। তাইওয়ানের পূর্বনাম কী ?
=> ফরমােসা । 
১৬। পেরিয়ার অভয়ারণ্য কীসের জন্য বিখ্যাত ?
=> হাতি । 
১৭। বছরের কোন্ দিনটিতে নােবেল পুরস্কার প্রদান করা হয় ?
=> ১০ ডিসেম্বর । 
১৮। উবের কাপ কোন্ খেলার সঙ্গে সম্পর্কিত ?
=> মহিলা ব্যাডমিন্টন ।
১৯। ‘গন উইথ দ্য উইন্ড' বইটির রচয়িতা কে ?
=> মার্গারেট মিশেল । 
২০। অলিম্পিক পতাকায় চিহ্নিত পাঁচটি বলয় কী নির্দেশ করে ?
=> পাঁচটি মহাদেশ । 
২১। প্রথম কোন্ বাঙালি ‘ ভারতরত্ন ’ পুরস্কারে সম্মানিত হন ?
=> বিধানচন্দ্র রায় । 
২২। প্রথম বিদেশি হিসাবে কে ‘ভারতরত্ন’ পুরস্কার পান ?
=> খান আবদুল গফফর খান ।
২৩। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস - এর মােট বিচারকের সংখ্যা কত ?
=> ১২ জন । 
২৪। কোন্ ভারতীয় সংবিধান সংশােধন 'সংবিধানের ক্ষুদ্র সংস্করণ' নামে পরিচিত ?
=> ৪২ তম সংবিধান সংশােধন , ১৯৭৬ ।
২৫। ২০১১ সালের ভারতীয় জনগণনা কততম জনগণনা ছিল ?
=> ১৫ তম।
২৬। ২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে কোন্ রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ছিল ?
=> দিল্লি (১১,২৯৭ জন)।
২৭। মােঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয় ?
=> গুরু তেগবাহাদুর।
২৮। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করেছে কে ?
=> হরমুজ প্রণালী।
২৯। রাষ্ট্রপুঞ্জের বর্তমান সদস্য দেশের সংখ্যা কটি ?
=> ১৯৩টি।
৩০। এশিয়ান গেমসে কবে হকি অন্তর্ভুক্ত হয়েছিল ?
=> ১৯৫৮ টোকিও এশিয়ান গেমসে।
৩১। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
=> দার্জিলিং।
৩২। GNLF বলতে কী বােঝায় ?
=> গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট।
৩৩। পৈঠান (জাকওয়াদি) জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
=> গোদাবরী নদী ।
৩৪। ভারতে সেচযােগ্য জমির শতকরা পরিমাণ কত ?
=> ৩৫ শতাংশ।
৩৫। কে ‘ফাদার অফ সায়েন্টিফিক সােশ্যালিজম' নামে পরিচিত ?
=> কার্ল মার্কস।
৩৬। সবুজ বিপ্লব প্রথম কোন্ দেশে শুরু হয় ?
=> মেক্সিকো।
৩৭। কাকে ‘ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় ?
=> এম এস স্বামীনাথন।
৩৮। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কী ?
=> লর্ড মাউন্টব্যাটেন।
৩৯। প্রথম কোন মহিলার ছবি ভারতীয় পােস্টাল স্ট্যাম্পে ছাপা হয় ?
=> মীরাবাঈ।
৪০। কেরালা বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
=> কেরালার থ্রিশূরে।
৪১। অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ?
=> নীলম সঞ্জীব রেড্ডি।
৪২। ‘লাভানি’ কোন্ রাজ্যের নৃত্য ?
=> মহারাষ্ট্র।
৪৩। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি আলাের কোন্ নীতির ওপর নির্ভরশীল ?
=> অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
৪৪। জাতীয় উন্নয়ন পর্ষদ (NDC) কবে গঠিত হয়েছিল ?
=> ৬ আগস্ট, ১৯৫২ খ্রি: ।
৪৫। ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) কোন্ শাখা প্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অন্তর্ভুক্ত হয় ?
=> স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র।
৪৬। ভারতীয় দুগ্ধ বিপ্লবের জনক’ কাকে বলা হয় ?
=> ডঃ ভার্গিস কুরিয়ান।
৪৭। 'জুন ৩ প্ল্যান' কী নামে পরিচিত ?
=> মাউন্টব্যাটেন প্ল্যান।
৪৮। ১৯৮০ সালে ব্যাঙ্ক জাতীয়করণের দ্বিতীয় পর্যায়ে কটি ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় ?
=> ৬ টি।
৪৯। রাজ্যসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হলেন ?
=> বিভিন্ন রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা।
৫০। লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিভ দ্বীপগুলি কোন সালে একত্রিত হয়ে 'লাক্ষাদ্বীপ' নামে পরিচিত হয় ?
=> ১৯৭৩ সালে।
৫১। সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে ?
=> ৫ রকমের।
৫২। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
=> ৬ বছরের জন্য।
৫৩। পার্সীদের ধর্মগ্রন্থের নাম কী ?
=> জেন্দ আভেস্তা ।
৫৪। মধুবনী চিত্রকলা ভারতের কোন্ রাজ্যে প্রচলিত ?
=> বিহার।
৫৫। সাহিত্য অ্যাকাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত ?
=> নিউ দিল্লি।
৫৬। তাঞ্জোরের মন্দিরে নৃত্যশৈলীর থেকে ভারতীয় কোন্ নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে ?
=> ভরতনাট্যম।
৫৭। ‘সারে জাঁহাসে আচ্ছা’ গানটি কে রচনা করেন ?
=> মহম্মদ ইকবাল।
৫৮। কোন উৎসবে বােট রেস অনুষ্ঠিত হয় ?
=> ওনাম
৫৯। কালচক্র উৎসব কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ?
=> বৌদ্ধধর্ম ।
৬০।বি সি রায় পুরস্কার কোন্ ক্ষেত্রে প্রদান করা হয় ?
=> ফুটবল।
৬১। অর্জুন পুরস্কার কোন্ সাল থেকে প্রদান করা হয় ?
=> ১৯৬১ সাল থেকে ।
৬২। এন্টোমােলজি কোন্ সম্পর্কিত বিদ্যা? ?
=> কীটপতঙ্গ।
৬৩। গরমপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
=> দিফু (আসাম)।
৬৪। ডঃ ক্রিশ্চিয়ান বার্নার্ড কবে প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন ?
=> ১৯৬৭ সালে।
৬৫। গল্ফ কোঅপারেশন কাউন্সিল কোন্ কোন্ দেশকে নিয়ে গঠিত ?
=> বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাই।
৬৬। ভারতীয় ফিল্ম এবং টিভি ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
=> পুনে (মহারাষ্ট্র)।
৬৭। শিখধর্মে 'খালসা'-র প্রবর্তন করেন কে ?
=> গুরু গোবিন্দ সিং।
৬৮। ফ্রেডারিক সাঙ্গের কোন্ বিষয়ে দু'বার নােবেল পুরস্কার পান ?
=> রসায়ন।
৬৯। প্রথম আন্তর্জাতিক পিস কংগ্রেস লন্ডনে কবে অনুষ্ঠিত হয় ?
=> ১৮৪৩ সালে।
৭০। “ব্রেভিটি ইজ দ্য সােল অফ উইট” কে বলেছেন ?
=> শেক্সপিয়র।
৭১। ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার’ প্রথম কাকে প্রদান করা হয় ?
=> বিশ্বনাথন আনন্দ।
৭২। ব্ল্যাক প্যাগােডা' কোথায় অবস্থিত ?
=> ওড়িশার কোণারকে।
৭৩। গুজরাট এবং বেশ কিছু রাজ্যে নিষিদ্ধ বই ‘গ্রেট সােল : মহাত্মা গান্ধি অ্যান্ড হিজ স্ট্রাগল উইথ ইন্ডিয়া’- এর রচয়িতা কে ?
=> যােশেফ লেলিভেল্ড।
৭৪। কোন্ যৌগ ‘লুনার কস্টিক’ নামে পরিচিত ?
=> সিলভার নাইট্রেট।
৭৫। সালাল প্রকল্প কোন্ নদীর উপর অবস্থিত ?
=> চন্দ্রভাগা।
৭৬। মথুরা , ডিগবয় এবং পানিপথ তৈল শােধনাগার কোন্ সংস্থা প্রস্তুত করেছে ?
=> ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ।
৭৭। 'গ্রেট ডিভাইড ইয়ার ’ কোন্ সালকে বলা হয় ?
=> ১৯২১ খ্রি: । 
৭৮। রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত একমাত্র বেসরকারি তৈল শােধনাগার কোনটি ?
=> জামনগর । 
৭৯। ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে ক’টি ভাষার কথা বলা হয়েছে ?
=> ২২ টি । 
৮০। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন্ ভাইসরয়ের আমলে ঘটেছিল ?
=> লর্ড চেমসফোর্ড । 
৮১। সবচেয়ে বেশি বয়সে ম্যারাথন দৌড়ে কে ‘ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন ?
=> ফৌজা সিং । 
৮২। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ানের নাম কী ?
=> শান্তি টিজ্ঞা । 
৮৩। ভারতীয় গণপরিষদের সভাপতি হিসাবে প্রথম কে নিযুক্ত হয়েছিলেন ?
=> ড: রাজেন্দ্র প্রসাদ । 
৮৪। কাকে ‘ দ্য ফাদার অফ পলিটিক্যাল ইকনমি ’ আখ্যা দেওয়া হয়েছে ?
=> অ্যাডাম স্মিথ ।
৮৫। সমুদ্র জলের গড় লবণাক্ততা কত ?
=> ৩.৫ শতাংশ ।
৮৬। ভারী জলের রাসায়নিক নাম কী ?
=> ডয়টেরিয়াম অক্সাইড " ( D₂O) । 
৮৭। ননস্টিক বাসনপত্রে কীসের প্রলেপ থাকে ?
=> টেফলন । 
৮৮। মােনাজাইট কীসের আকরিক ?
=> থােরিয়াম । 
৮৯। অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক কোনটি ?
=> বক্সাইট । 
৯০। গান মেটালের উপাদানগুলি কী কী ?
=> তামা এবং টিন । 
৯১। রেডিয়াম কোথা থেকে সংগ্রহ করা হয় ?
=> পিচব্লেন্ড । 
৯২। বল পয়েন্ট পেন - এর আবিষ্কর্তা কে ?
=> লাসলাে বিরাে এবং জর্জ বিরাে । 
৯৩। বাইফোকাল লেন্সের আবিষ্কর্তা কে ?
=> বেঞ্জামিন ফ্যাঙ্কলিন । 
৯৪। ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত ?
=> অস্ট্রেলিয়া । 
৯৫। প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান ?
=> ডঃ জাকির হােসেন । 
৯৬। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত পারমাণবিক শক্তিকেন্দ্রের নাম কী ?
=> কালপক্কম । 
৯৭। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কী ?
=> হিন্দুস্তান শিপইয়ার্ড , বিশাখাপত্তনম্ । 
৯৮। কীসের উপস্থিতির জন্য তামার রং কালাে হয়ে যায় ?
=> হাইড্রোজেন সালফাইড ( H₂S ) । 
৯৯।কোয়ার্জ ঘড়িতে ব্যবহৃত কোয়ার্জ পাথরের রাসায়নিক নাম কী ?
=> সিলিকন ডাই অক্সাইড ( SiO₂)।
১০০। ডুবুরিদের শাসকার্যের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
=> হিলিয়াম । 

File Details:
PDF Name : সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ১
Language : Bengali
Size : 968 KB
No. of Pages : 9
Download Link : Click Here To Download


More Pdf Link
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ২ পিডিএফ ডাউনলোডClick Here

4 comments:

Don't Leave any spam link.