Breaking

Aug 17, 2020

50+ Questions and Answers of Indian history for competitive exams set 2|| ভারতের ইতিহাসের পঞ্চাশটি প্রশ্ন উত্তর সেট 2

50+ Questions and Answers of Indian history for competitive exams set 2|| ভারতের ইতিহাসের পঞ্চাশটি প্রশ্নোত্তর সেট 2


ভারতের ইতিহাসের প্রশ্নোত্তর সেট 2


১. 'বেদ' কথার অর্থ কী?
=> জ্ঞান।
২. মুঘল আমলে বহির্বাণিজ্যের রপ্তানি দ্রব্য কী কী ছিল?
=> বস্ত্র, মরীচ, নীল, আফিম, গন্ধক, তামাক, সােরা, চাল, চিনি, তৈলবীজ, মােম ও বিভিন্ন মশলা।
৩. বৈদিক যুগে মুদ্রা হিসাবে কী ব্যবহৃত হত?
=> মনা ও নিস্ক।
৪. মৌর্য শাসন ব্যবস্থায় কী কী বিচারালয় ছিল?
=> ধর্মস্থীয় (দেওয়ানি মামলার) ও কন্টাক শোধন (ফৌজদারি মামলার)।
৫. ‘মেঘবর্ণ' কে ছিলেন?
=> সিংহলের রাজা।
৬. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী কী উপাধি নেন?
=> শকারি ও বিক্রমাদিত্য।
৭. কোন যুগে মহাকাব্য রচনা করা হয়?
=> বৈদিক যুগের শেষে।
৮. প্রথমবাজিরাওয়ের জীবনের সব থেকে গৌরবজনক সাফল্য কোনটি ছিল?
=> ‘দুরহাসারাই’এর সন্ধি।
৯. বাজিরাও কাদের ভারতের মূল ভূখণ্ড থেকে উৎখাত কবেন?
=> জিঞ্জিরা'র আরব মুসলিম ও সিন্ধিদের।
১০. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
=> ১৭৩৮-১৭৩৯ সালে।
১১. প্রথম বাজিরাও-এর মৃত্যু হয় কবে?
=> ১৭৪০ সালে।
১২. আলীবর্দী খাঁ ওড়িশার কোন নায়েবের  বিদ্রোহদমন করেন?
=> নাজিম রুস্তম জঙ্গের।
১৩. কার সঙ্গে বালাজীর শত্রুতা ছিল?
=> রেবার -এর মারাঠা-নায়ক রঘুজী ভোসলের সঙ্গে।
১৪. মারাঠা রাজ্যে কে প্রথম দক্ষ শাসনব্যবস্থা চালু করেন।
=> পেশোয়া প্রথম বালাজী বাজিরাও।
১৫. উদগীরের যুদ্ধে কে কাকে পরাজিত করেন?
=> বালাজীর পিতৃব্যপুত্র সদাশিবরাও
ভাউ, নিজামকে পরাজিত করেন।
১৬. পেশােয়া প্রথম বালাজী বাজিরাওয়ের প্রথম ছেলের নাম কী?
=> বিশ্বাস রাও।
১৭. পেশােয়া প্রথম বালাজী বাজিরাওয়ের দ্বিতীয় ছেলের নাম কী?
=> পেশােয়া প্রথম মাধব রাও।
১৮. পেশােয়া মাধব রাওয়ের নেতৃত্বে মারাঠারা কোন-কোন রাজ্যে আবার আধিপত্য স্থাপন করেন?
=> মালব ও বুন্দেলখণ্ডে।
১৯. মারাঠাদের সাহায্যে কোন মুঘল বাদশাহ ১৭৭২ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া  কোম্পানির হেফাজত ছেড়ে দিল্লিতে ফিরে আনে?
=> দ্বিতীয় শাহ আলম।
২০. মাধব রাও, রাক্ষসভূবনের যুদ্ধ কবে করেন?
=> ১৭৬২ সালে।
2১. মাধব রাওয়ের কাকার নাম কী?
=> রঘুনাথ রাও।
২২. তৃতীয় পানিপথের যুদ্ধের পর কে মারাঠা রাজ্যের কিছু অংশ দখল করে নেন?
=> মহীশূরের অধিপতি হায়দর আলি।
২৩. মাধব রাও ক'বার হায়দর আলিকে পরাজিত করেন?
=> ৩ বার (১৭৬৪-৬৫সালে, ১৭৬৬-৬৭সালে ও ১৭৬৯-৭২ সালে)।
২৪. রঘুনাথ কেন হায়দর আলির সঙ্গে উদার শর্তে সন্ধি করার চেষ্টা করেন?
=> ভবিষ্যতে পেশােয়া পদ পেতে।
২৫. মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?
=> জামাতা সুজা উদ্দিন মুহাম্মদ খান।
২৬. মাধব রাওয়ের আমলে মারাঠা সাম্রাজ্য কত দূর বিস্তৃত ছিল?
=> দিল্লি থেকে শ্রীরঙ্গপত্তম।
২৭.নারায়ণ রাওকে হত্যা করে কে পেশোয়া পদ দখল করেন?
=> রঘুনাথ রাও।
২৮. রঘুনাথ রাওকে বিতাড়িত করে কে পেশোয়া পদ পান?
=> দ্বিতীয় মাধব রাও।
২৯. শেষ পেশােয়া কে ছিলেন?
=> দ্বিতীয় বাজী রাও।
৩০. ইংরেজরা পেশােয়াকে যুদ্ধে পরাজিত করে কবে পেশােয়া পদের বিলােপ ঘটায়?
=> ১৮১৭ সালে।
৩১. পেশােয়া প্রথম বাজিরাওয়ের স্বপ্ন কী ছিল?
=> হিন্দু-পাদ-পদশাহীর আদর্শ প্রচার, বিদেশি মুঘলদের ভারত থেকে বিতাড়িত করে কৃষ্ণা নদী থেকে সিন্ধুনদের তীরের ‘আটক’ পর্যন্ত মারাঠা সাম্রাজ্য বিস্তার করা।
৩২. শিবাজীর দ্বিতীয় পুত্রের পত্নীর নাম কী?
=> তারাবাঈ।
৩৩. ছত্রপতি শাহুর মৃত্যু হয় কবে?
=> ১৭৪৯ সালে।
৩৪ মহারাষ্ট্রে পেশােয়াদের প্রভাব কত
দিন অক্ষুন্ন ছিল?
=> ১৭১৩ থেকে ১৭৭২ সাল পর্যন্ত।
৩৫. মহারাষ্ট্রে গ্রামের প্রধানকে কী বলা হত?
=> পাটিল।
৩৬. দেশমুখ ও দেশপাণ্ডেদের কাছে কী থাকত?
=> জমির দলিলের নকল ও রাজস্বের হিসাব।
৩৭. মারাঠা সাম্রাজ্যের প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠানকে কী বলা হত
=> হুজুর দপ্তর। এটি ছিল পুণেতে।
৩৮. হুজুর দপ্তরের প্রধানকে কী বলা হত?
=> হুজুর ফড়নবিশ।
৩৯. পেশােয়াদের প্রধান বিচারককে কী বলা হত?
=> প্রধান ন্যায়াধীশ।
৪০. পেশােয়াদের সময় খাজনা কে আদায় করত?
=> পাটিল ও কুলকার্নিরা।
৪১. শিবাজী ও পেশোয়াদের প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলকে কী বলা হত?
=> স্বরাজ্য।
৪২. মুঘল-অধিকৃত দাক্ষিণাত্যের অঞ্চলকে মারাঠারা কী বলত?
=> মােগলাই।
৪৩. মারাঠা কৃষকদের কী বলা হত?
=> মিরাসদার ও উপরি।
৪৪. জায়গীর প্রথার পুনঃপ্রবর্তন কে করেন!
=> শিবাজীর দ্বিতীয় পুত্র রাজারাম।
৪৫ শিখধর্মের প্রবর্তক গুরু নানকের মৃত্যু হয় কত সালে?
=> ১৫৩৯ সালে।
৪৬. গুরু নানকের পিতার নাম কী?
=> কালু (তিনি ছিলেন ক্ষত্রী জাতীয়, গ্রামীণ পাটোয়ারী বা, হিসাবরক্ষক)।
৪৭. গুরু নানক ভারতের বাইরে কোথায় কোথায় যান?
=> সিংহল, মক্কা, মদিনা ও বাগদাদ।
৪৮. গুরু নানকের মৃত্যুর পর কে পরবর্তী গুরু হন?
=> তার প্রিয় শিষ্য লহিন (পরে তার নাম হয় অঙ্গদ)।
৪৯. স্বাধীন 'অযােধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
=> পারস্যের সাদাত খাঁ ।
৫০. গুরু নানক কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
=> একেশ্বরবাদ।
৫১. গুরু নানকের আধ্যাত্মিক ধ্যান-ধারণার সারাৎসার কোথায় পাওয়া যায়?
=>  তার লেখা কবিতা ‘জপ্লি'তে, যা বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় কবিতাগুলির একটি।
৫২. প্রথমবাজিরাওয়ের আমলে দাক্ষিণাত্যের মুঘল শাসনকর্তা কে ছিলেন?
=> নিজাম-উল-মুলক।
৫৩. প্রথম বাজিরাও ও নিজাম-উল-মুলকের মধ্যে কোন কোন যুদ্ধ হয়?
=> ১৭২৮ সালে পালখেড়'এর যুদ্ধ ও ১৭৩৮ সালে ভূপালের কাছে যুদ্ধ।
৫৪. মুর্শিদ কুলি খাঁ ঠিক সময়ে কর দিতে না পারলে যে অত্যাচার চালাতেন, তাকে তিনি কী বলতেন?
=> বৈকুণ্ঠ ও ‘গােলােকধাম'।
৫৫. বাজিরাওয়ের সেনাবাহিনী কোন বছর পর্তুগিজদের কাছ থেকে সালসেট ও বেসিন দখল করে নেয়?
=> ১৭৩৯ সালে।
৫৬. বাজিরাওয়ের সময় মারাঠা সেনাপতি কে ছিলেন?
=> ত্রিম্বকরাও দভাড়ে।
৫৭. বাজিরাও কোন বছর ওয়ার্নার'এর সন্ধির মাধ্যমে শম্ভুজীকে শাহু -র আধিপত্য মেনে নিতে বাধ্য করান?
=> ১৭৩১ সালে।
৫৮. নিজাম কবে ভূপালের যুদ্ধে পরাজিত হয়ে মালব, নর্মদা ও চম্বল নদীর মাঝের সব অঞ্চলের আধিপত্য ছেড়ে দেন?
=> ১৭৩৮ সালে।
প্রতিদিন আপডেট পেতে এখনি টেলিগ্রামে যুক্ত হন ... Subscribers

No comments:

Post a Comment

Don't Leave any spam link.