Breaking

Aug 25, 2020

100 Questions & Answers of General Knowledge | সাধারন জ্ঞানের ১০০ টি প্রশ্নোত্তর

১০০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ২
১০০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
১০০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

১ । হৃৎস্পন্দন নিয়ন্ত্রিত হয় দেহের কোন অংশ দ্বারা?
=> হাইপোথ্যালামাস ।
২ । কোন্ খেলায় সেরা খেলােয়াড়কে 'ইয়ােকোজুনা' খেতাব দেওয়া হয়?
=> সুমাে কুস্তি ।
৩। কোন্ চলচ্চিত্র অভিনেত্রী সর্বপ্রথম ‘পদ্মশ্রী' পুরস্কারে সম্মানিত হন?
=> নার্গিস দত্ত ।
8। জোহানেসবার্গে গান্ধিজি যে খামারটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি কার নামে নামাঙ্কিত? 
=> লিও টলস্টয় ।
৫। ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম আস্থা ভােটে হেরে যান ? 
=> ভি.পি. সিং ।
৬। কোন্ শহরকে ‘ভারতের এথেন্স’ বলা হয়ে থাকে ? 
=> মাদুরাই ।
৭। ভারতে তৈরি প্রথম ইংরেজি সিনেমার নাম? 
=> নূরজাহান ।
৮। কোন্ পল্লবরাজ ‘ চৈত্যকারি ' উপাধি গ্রহণ করেন? 
=> মহেন্দ্রবর্মন ।
৯। জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
=> জয়ন্তী নটরাজন ।
১০। হর্ণবিল উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? 
=> নাগাল্যান্ড ।
১১। ভারতে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কাকে ‘পথিকৃৎ' বলে গণ্য করা হয়? 
=> ভি.কে.আর.ভি , রাও ।
১২। ভারতীয় সংবিধানে বর্ণিত কেন্দ্র - রাজ্য সম্পর্ক কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? 
=> কানাডা ।
১৩। দিল্লির কোন সুলতান ‘আলি গুঢ়সাম’ নামে খ্যাত ছিলেন? 
=> আলাউদ্দীন খিলজি ।
১৪। মহাত্মা গান্ধি সেতু কোন দুটি শহরকে যুক্ত করেছে? 
=> পাটনাএবং হাজীপুর ।
১৫। ভারতের কোথায় টোবাকো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? 
=> রাজামুন্ড্রি ( অন্ধ্রপ্রদেশ ) ।
১৬। মাদাম কুরীর আত্মজীবনী কে হিন্দিতে অনুবাদ করেন? 
=> লাল বাহাদুর শাস্ত্রী ।
১৭। মকবুল ফিদা হুসেনের কোন্ তথ্যচিত্র ১৯৬৭ সালে বার্লিনে ‘গােল্ডেন বিয়ার’ পুরস্কার পায় ?
=> 'Through the Eyes of A Painter' 
১৮। ভারতীয় কোন্ নৃত্যকলার সঙ্গে ‘আর্ট অফ ওয়ারফেয়ার’ জড়িত?
=> ছৌ ।
১৯। কোন্ ইতিহাসবিদ ‘হরপ্পা সভ্যতার জনক’ নামে পরিচিত ছিলেন? 
=> স্যার জন মার্শাল ।
২০। রাষ্ট্রপুঞ্জের অন্তর্ভুক্ত ১৯৩ তম তথা সর্বশেষ দেশটির নাম কি ?
=> দক্ষিণ সুদান ।
২১। কোন ভারতীয় সর্বপ্রথম 'রয়্যাল সােসাইটি অফ লন্ডনে'র সদস্য নির্বাচিত হন ? 
=> শ্রীনিবাস রামানুজান ।
২২। ভারত কোন্ বিখ্যাত চিকিৎসক প্রথম হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন?
=> ডঃ ভেনুগােপাল ।
২৩। ভারতীয় রাষ্ট্রপতি ভবনের প্রধান স্থপতি কে ছিলেন? 
=> স্যার এডওয়ার্ড ল্যুটিয়েন্স।
২৪। কোন্ উর্দু কবি দ্বিতীয় এবং তৃতীয় গােলটেবিল বৈঠকে যােগদান করেছিলেন ? 
=> মহম্মদ ইকবাল ।
২৫। কোন্ অলিম্পিকে লিয়েন্ডার পেজ প্রথম ব্রোঞ্জপদক পেয়েছিলেন? 
=> ১৯৯৬ আটলান্টা অলিম্পিক ।
২৬। 'স্মাইলিং বুদ্ধ' কীসের সঙ্গে জড়িত? 
=> ১৯৭৪ সালে রাজস্থানের পােখরানে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ।
২৭। কে বাংলাদেশকে ‘রেশম ভাণ্ডার’ বলেছেন?
=> মানুচি ।
২৮। রাজ্য বিধানসভায় অর্থবিল উত্থাপন করতে হলে কার সম্মতির প্রয়ােজন? 
=> রাজ্যপাল ।
২৯। কোন্ গভর্নর জেনারেলকে 'আধুনিক পাঞ্জাবের জনক' বলা হয়ে থাকে? 
=> লর্ড ডালহৌসি ।
৩০। কোন্ হিন্দি চলচ্চিত্র প্রথম রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করে? 
=> 'মির্জা গালিব'।
৩১। কোন্ যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা যায়? 
=> হিমােসাইটোমিটার ।
৩২। কততম সংবিধান সংশােধন দ্বারা ভারতীয় লােকসভার সদস্যসংখ্যা ৫২৫ থেকে বাড়িয়ে ৫৫২ করা হয়েছে? 
=> ৩১ তম সংবিধান সংশােধন, ১৯৭৩ ।
৩৩। ভারতীয় ফুটবলে ‘আঙ্কল’ নামে পরিচিত ছিলেন কে? 
=> পিটার থঙ্গরাজ ।
৩৪। কোন্ আইন প্রয়ােগের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি - এর একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 
=> ১৮১৩ সালের সনদ আইন ।
৩৫। মাদাম কুরি কোন খনিজ থেকে প্রথম রেডিয়াম আবিষ্কার করেন? 
=> পিচ ব্লেন্ড ।
৩৬। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? 
=> নাজিম - উদ - দৌল্লা ।
৩৭। 'ফেয়ারওয়েল টু ক্রিকেট' কোন্ ক্রিকেটারের আত্মজীবনী? 
=> ডন ব্র্যাডম্যান ।
৩৮। 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরােলজি' কোথায় অবস্থিত?
=> পুণে ।
৩৯। কাকে ‘ভারতীয় ফুটবলের জনক’ বলা হয়ে থাকে?
=> নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ।
৪০। কে রবীন্দ্রনাথকে ‘ভারত ভাস্কর’ উপাধি দেন? 
=> ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য ।
৪১। কোন্ সুলতান ‘গুলরুকি' ছদ্মনামে পদ্য রচনা করেছিলেন? 
=> সিকন্দর লােদি ।
৪২। জলের নীচের শব্দ শুনতে এবং রেকর্ড করতে কোন্ যন্ত্র ব্যবহৃত হয়? 
=> হাইড্রোফোন ।
৪৩। লাক্ষাদ্বীপের সরকারি ভাষা কী ? 
=> মালয়ালম ।
৪৪। মানুষের শরীরের কোন রােগ 'পিঙ্ক আই' নামে পরিচিত? 
=> কনজাংটিভাইটিস ।
৪৫। কোন্ আমেরিকান রাষ্ট্রপতি সর্বপ্রথম তার পদ থেকে ইস্তফা দেন? 
=> রিচার্ড নিক্সন ।
৪৬। দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধি সম্পাদিত সংবাদপত্রটির নাম কী ছিল? 
=> 'ইন্ডিয়ান ওপিনিয়ন'।
৪৭। প্রথম কোন্ ভারতীয় মহিলা ‘মিস আর্থ' প্রতিযােগিতায় জয়লাভ করেছিলেন? 
=> নিকোল ফারিয়া ।
৪৮। ভারতের প্রথম সী - প্লেনের নাম কী? 
=> জলহংস ।
৪৯। কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে প্রথম পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল?
=> দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ।
৫০। দিহং দিবং বায়ােস্ফিয়ার রিজার্ভ কোন্ রাজ্যে অবস্থিত? 
=> অরুণাচল প্রদেশে ।
৫১। সবচেয়ে বেশিবার এশিয়ান গেমস কোন্ দেশে অনুষ্ঠিত হয়েছে? 
=> থাইল্যান্ড ( ৪ বার ) ।
৫২। কোন্ ভারতীয় নৃত্যশিল্পী ‘কুইন অফ ওডিসি’ নামে পরিচিত? 
=> সংযুক্তা পাণিগ্রাহী ।
৫৩। ১৮৬৫ সাল পর্যন্ত কোন্ পর্বতশৃঙ্গ 'পিক -১৫' নামে পরিচিত ছিল?
=> মাউন্ট এভারেস্ট ।
৫৪। গুজরাটের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি?
=> একলব্য সম্মান ।
৫৫। কোন্ দেশের সরকারি নথির নাম ‘অরেঞ্জ বুক’?
=> নেদারল্যান্ডস ।
৫৬। লুজুং উৎসব ভারতের কোন্ রাজ্যে প্রচলিত?
=> অরুণাচল প্রদেশ ।
৫৭। কোন্ গ্রন্থে বুদ্ধদেবের শেষ যাত্রা এবং মৃত্যুর বিবরণ পাওয়া যায়? 
=> মহাপরিনির্বাণসূত্র ।
৫৮। বিখ্যাত তিনটি তামিল সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? 
=> মাদুরাই ।
৫৯। কালিদাস রচিত ‘অভিজ্ঞানশকুন্তলম্' গ্রন্থটিকে ইংরেজিতে কে অনুবাদ করেন ? 
=> স্যার উইলিয়াম জোনস ।
৬০। প্রথম কোন্ বিজ্ঞানী জীবাশ্ম আবিষ্কার করেন?
=> জেনােফেন ।
৬১। যােজনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন ? 
=> টি . টি . কৃষ্ণমাচারি ।
৬২। Council of States কে প্রথম রাজ্যসভা হিসাবে ঘােষণা করেছিলেন? 
=> ডঃ এস . রাধাকৃষ্ণণ ।
৬৩। UNESCO- এর তথ্য অনুযায়ী কোন্ লেখকের লেখা 'সায়েন্স ফিকশন' সবচেয়ে বেশি অনুদিত হয়েছে ? 
=> জুল ভার্ন ।
৬৪। 'Learning to Fly' কার আত্মজীবনী?
=> ভিক্টোরিয়া বেকহ্যাম।
৬৫। তামিলনাড়ুর প্রথম পূর্ণ স্বাক্ষর জেলা কোনটি?
=> পুডুকোট্টাই ।
৬৬। অর্থনীতিতে নােবেল পুরস্কার পান প্রথম কোন্ মহিলা? 
=> ইলানর অস্ট্রম ।
৬৭। কে ‘দীনবন্ধু’ নামে পরিচিত ছিলেন?
=> সি.এফ. আন্ড্রুজ 
৬৮। পাকিস্তানের কোন্ নাগরিক প্রথম নােবেল পুরস্কার পান?
=> আব্দুস সালাম ।
৬৯। মহম্মদ হাদি কার আসল নাম? 
=> মুর্শিদকুলি খাঁ ।
৭০। 'মাজুরকা' কোন দেশের নৃত্য?
=> পােল্যান্ড ।
৭১। কৃত্তিবাস পত্রিকার সম্পাদক কে ছিলেন?
=> সুনীল গঙ্গোপাধ্যায় ।
৭২। প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পান?
=> গােবিন্দ বিহারীলাল।
৭৩। ভারতের কোন শহর ‘স্কটল্যান্ড অফ দ্য ইস্ট' নামে পরিচিত?
=> শিলং ।
৭৪। বিখ্যাত বাঙালি অভিনেতা উত্তমকুমারের আত্মজীবনীর নাম কী? 
=> 'আমার আমি' ।
৭৫। জবাফুল কোন দেশের জাতীয় প্রতীক ? 
=> মালয়েশিয়া।
৭৬। কোন্ গ্রন্থটি 'বাইবেল অফ কমিউনিজম' নামে পরিচিত?
=> 'দাস ক্যাপিটাল' ।
৭৭। বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টের নাম কী?
=> বেটন কাপ ।
৭৮। আগ্রা শহরের পত্তন কে করেন? 
=> সিকন্দর লােদি ।
৭৯। টিকা প্রথম তৈরি করেন?
=> জেনার ।
৮০। মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি কোনটি?
=> স্টেপিস ।
৮১। বিখ্যাত চলচ্চিত্রাভিনেতা দেব আনন্দের আত্মজীবনীর নাম কী? 
=> ‘রােমান্সিং উইথ লাইফ' ।
৮২। ভারতের সবচেয়ে প্রাচীন আধা সামরিক বাহিনী কোনটি? 
=> আসাম রাইফেলস ।
৮৩। ঝুম্পা লাহিড়ী তার লেখা কোন গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কার পান? 
=> ‘দ্য ইন্টারপ্রিটার অফ ম্যালাডিজ( ২০০০ ) 
৮৪। কলিঙ্গ পুরস্কার প্রদান প্রথা কে চালু করেন? 
=> উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক 
৮৫। তপন সিনহা পরিচালিত প্রথম সিনেমার নাম কী? 
=> অঙ্কুশ ( ১৯৫৪ ) ।
৮৬। নরনারায়ণ সেতু কোন নদীর উপর নির্মিত? 
=> গােদাবরী ।
৮৭। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?
=> শ্রিরঙ্গপত্তনম।
৮৮। বিজয় অমৃতরাজ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
=> লন টেনিস ।
৮৯। লােকপ্রিয় গােপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
=> গুয়াহাটি ।
৯০। 'মেডেল ফর ভেলাের' কোন্ দেশের সামরিক সম্মান?
=> ইতালি ।
৯১। লিবারহান কমিশন কোন্ ঘটনার তদন্তের স্বার্থে গঠিত হয়েছিল? 
=> বাবরি মসজিদ ধ্বংস ।
৯২। 'সমতাস্থল' কোন্ বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল? 
=> বাবু জগজীবন রাম ।
৯৩। 'প্রথম আন্তর্জাতিক শান্তি কংগ্রেস' লন্ডনে কবে অনুষ্ঠিত হয়?
=> ১৮৪৩ খ্রি: ।
৯৪। এশিয়ান গেমসে কবে হকি অন্তর্ভুক্ত হয়েছিল?
=> ১৯৫৮ , টোকিও ।
৯৫। ESCAP বলতে কী বােঝায়? 
=> ইকোনমিক অ্যান্ড সােশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ।
৯৬। ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম কী? 
=> অপ্সরা ।
৯৭। কোন্ ভারতীয় রাষ্ট্রপতি সবচেয়ে বেশি সময়ের জন্য রাষ্ট্রপতি পদে ছিলেন?
=> ড: রাজেন্দ্র প্রসাদ ।
৯৮। কোন্ দিনটিকে ‘পােস্ট অফিস দিবস’ হিসাবে পালন করা হয়?
=> ৯ অক্টোবর ।
৯৯। ভারতের কোন্ প্রধানমন্ত্রী তার কার্যকালে কখনও পার্লামেন্টের সম্মুখীন হননি?
=> চৌধুরী চরণ সিং ।
১০০। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
=> পণ্ডিত মদনমােহন মালব্য ।

File Details:
PDF Name : সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ২
Language : Bengali
Size : 985 KB
No. of Pages : 9
Download Link : Click Here To Download


More Pdf Link
১০০ টি সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পর্ব ১ পিডিএফ ডাউনলোডClick Here
২৮০টি সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোডClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.