Breaking

Aug 22, 2020

One hundred important questions of Geography PDF Download|| ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড

ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার উপযোগী
ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার উপযোগী
ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার উপযোগী

1. বায়ুমণ্ডলের নিচুস্তরে প্রতি কিলােমিটার উচ্চতা বাড়ালে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে
=> ৬.৪⁰ সেন্টিগ্রেড।
2. উষ্ণতা মাপক যন্ত্রে কত রকমের স্কেল ব্যবহার করা হয়
=> দু'রকম স্কেল : ফারেনহাইট ও সেন্টিগ্রেড।
3. 'স্টিভেন্সন স্ক্রিন যন্ত্র”কী কাজে লাগে
=> বায়ুর উষ্ণতা মাপার কাজে।
4. বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠে আসা সৌর রশ্মির কত শতাংশ শােষিত হয় ও কত শতাংশ ফিরে যায়
=> শােষিত হয় ৬৬%, ফিরে যায় ৩৪%।
5. কোন থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়
=> গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার।
6. স্বাভাবিক বৃষ্টিপাতকে ক'ভাগে ভাগ করা হয়
=> ৩ ভাগে।
7. বায়ু উষ্ণ হলে কী হয়
=> হাল্কা হয়ে ওপরে উঠে যায়।
৪. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী
=> রেন গজ বা, বৃষ্টিমাপক যন্ত্র।
9. ভারতের কোথায় শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত দেখা যায়
=> মেঘালয় মালভূমিতে।
10. পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়
=> নিরক্ষীয় অঞ্চলে।
11. বায়ুতে ভাসমান সূক্ষ্ম জলকণার সমষ্টিকে কী বলে
=> মেঘ।
12. আর্দ্রতা কাকে বলে
=> বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে।
13. বায়ুতে জলকণা কাকে আশ্রয় করে ভেসে বেড়ায়
=> ধূলিকণাকে।
14. বায়ুমণ্ডলে নিম্নচাপ শুরু হলে কী ধরণের বৃষ্টিপাত ঘটে
=> ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত ।
15.পৃথিবীর সর্ববৃহৎ ও গভীরতম মহাসাগর কোনটি
=> প্রশান্ত মহাসাগর ।
16. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি
=> আটলান্টিক ।
17. পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী
=> মারিয়ানা খাত ।
18. মারিয়ানা খাতের গভীরতা কত
=> সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ মিটার ।
19. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী
=> চোমােলহরি ।
20. মহাসাগর কাকে বলে
=> ভূ - পৃষ্ঠে অবস্থিত বিশাল জলভাগকে ।
21. কোন মহাসাগরের বেশিরভাগ অংশই প্রায় সারা বছরই বরফাচ্ছন্ন থাকে
=> সুমেরু মহাসাগর ।
22.বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী
=> কেওক্রাডং ।
23. কোন মহাসাগরের আকৃতি ইংরেজি 'S' অক্ষরের মতাে
=> আটলান্টিক মহাসাগর ।
24. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি
=> কুমেরু মহাসাগর ।
25. ভারতের কোন শহরকে 'মিউজিয়াম নগরী' বলা হয়
=> ওরছা, মধ্যপ্রদেশ (Orchcha)।
26. উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত
=> শিপ্রা ।
27. ভারতের একমাত্র পান্না , হীরক খনি ’ কোথায়
=> মধ্য প্রদেশের খাজুরাহাে থেকে ৩১ কিলােমিটার দূরে 'পান্না ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলের' কাছে ।
28. চরণগঙ্গা নদী কোথায়
=> মধ্য প্রদেশে ।
29.সাইক্লোন বা , অ্যান্টি সাইক্লোন কীসের প্রভাবে হয়
=> বাণিজ্য বায়ু।
30. সূর্যের দৃশ্যমান পীতমণ্ডলকে কী বলা হয়
=> আলােকমণ্ডল ।
31. চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কী
=> লিবনিৎজ( ১০,৬৬০ মিটার ) ।
32.মাউরিদের কোন দেশে পাওয়া যায়
=> নিউজিল্যান্ড ।
33. কোন জাতীয় কয়লায় কার্বনের ভাগ সবচেয়ে বেশি থাকে
=> অ্যানথ্রাসাইট ।
34. তামাক উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত
=> ৩য় ।
35. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে
=> সাসার ।
36. কৃত্রিমভাবে তৈরি 'গোবিন্দ সাগর' হ্রদ কোথায় আছে
=> হিমাচল প্রদেশ ।
37. গ্রীনল্যান্ড কোন দেশের অংশ
=> ডেনমার্ক।
38. বিশ্বের বৃহত্তম হীরের খনি কোথায় আছে
=> দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে।
39. পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি
=> লন্ডন।
40. পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি
=> আফ্রিকার ট্যাঙ্গানিকা ।
41. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি
=> প্রশান্ত মহাসাগর।
42. এশিয়ার বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোনটি
=> জাপানের ইয়াওয়াটা।
43. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী
=> জোমােলহরি (৭,৩১৪ মিটার)।
44. পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কী
=> হাওয়াই দ্বীপের মােওনালােয়া।
45. আফ্রিকার হর্ন বা, শিং' কোন দেশকে বলা হয়
=> সােমালিয়া।
46. বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি
=> চিনের সাংহাই।
47. আয়তনে এশিয়া মহাদেশ ভারতের কত গুন বড়
=> ১২ গুণ বড়।
48. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোথায়
=> মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগােয়।
49. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরুণ্য কোথায় আছে
=> আমাজন অববাহিকায়।
50. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ?
=> সাডবেরি ।
51. কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে
=> আফ্রিকা।
52. কোন দুটি রাজ্য সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে
=> আলাস্কা ও হাওয়াই।
53. বিশ্বের দীর্ঘতম নৌবন্দর কোনটি
=> পাের্ট অফ নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি।
54. শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
=> পিদুরুতালাগালা (২,৫২৪ মিটার)।
55. ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি
=> মারিনা বীচ (১৩ কিলােমিটার)।
56. পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোন হ্রদের তীরে অবস্থিত
=> মিচিগান।
57. পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা, উপত্যকা হিমবাহের নাম কী
=> আলাস্কার হুবার্ড।
58, পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি
=> মরু সাগর।
59, পৃথিবীর মধ্যে দীর্ঘতম হিমবাহ কোনটি
=> পূর্ব আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ (৪০০ কিলােমিটার)।
60. লিটল ডেনিস কোন দেশকে বলা হয়
=> ভেনেজুয়েলা।
61. ভারতের কোন স্থানে উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত
=> থুম্বা।
62. ভারতের সম্পূর্ণ আবহাওয়া বিষয়ক উপগ্রহ কোনটি
=> মেটস্যাট।
63. ভারতের শুস্কমুক্ত বন্দর কোনটি
=> কান্ডালা (গুজরাত)।
64. 'ভেল্ট' কী
=> দক্ষিণ আফ্রিকার একটি তৃণভূমি।
65. ভারতের গভীরতম কন্দরটির নাম কী
=> বিশাখাপত্তনম।
66.পূর্ব ভারতের কোন রাজ্যকে 'মণির দেশ’ ও 'ক্ষুদ্র স্বর্গ' বলা হয়
=> মণিপুর।
67. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় তৈরি হয়েছিল
=> থুম্বা।
68. ভারতের উচ্চতম শহর কোনটি
=> লে বা, লেহ।
69. মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
=> শিলং পিক।
70. মেত্তুর বাঁধ কোথায় অবস্থিত
=> তামিলনাড়ু।
71. 'উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার' কোন শহরকে বলা হয়
=> কানপুর।
72. দার্জিলিং জেলায় অবস্থিত উল্লেখযােগ্য জলবিভাজিকাটির নাম কী
=> মহালধিরাম।
73. ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি
=> হুগলি শিল্পাঞ্চল।
74. পৃথিবীর মেরুব্যাস কত
=> ১২,৭১৪ কিলােমিটার।
75. পুরুলিয়া জেলায় দামােদর নদীর ওপর অবস্থিত বাঁধটির নাম কী
=> পাঞ্চেত ।
76. বাগডোগরা বিমান বন্দর কোথায় অবস্থিত
=> শিলিগুড়ির কাছে ।
77. কাকে 'সুন্দরবনের প্রবেশদ্বার' বলা হয়
=> ক্যানিং কে ।
78. পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী কোনটি
=> তিস্তা।
79. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কী
=> নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ।
80. জামশেদপুর শহরের অপর নাম কী
=> টাটানগর ।
81. ভারতের ‘খনি শহর ' কাকে বলা হয়
=> ধানবাদ ।
82. ‘নিউ হল্যান্ড’ দেশটিকে আমরা কী নামে চিনি
=> অস্ট্রেলিয়া ।
83. মহিলা মহাকাশচারী হিসাবে কে মহাশুন্যে সবথেকে বেশি সময় হাঁটার রেকর্ড করেছেন
=> সুনীতা উইলিয়ামস ।
84. শনির উপগ্রহ টাইটানের উদ্দেশ্যে নাসার প্রেরিত যন্ত্রটির নাম কী
=> হুইজেনস ।
85. উত্তরের ভেনিস ' কাকে বলা হয়
=> আমস্টারডাম ।
86. 'রূঢ় অঞ্চলের রাণী’ কাকে বলা হয়
=> এসেন ।
87.লুসাই উপজাতি কোন রাজ্যে দেখা যায়
=> ত্রিপুরা ।
88. 'গর্জনকারী ড্রাগনের দেশ' কাকে বলা হয়
=> ভুটান ।
89.ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি
=> পারসন্স পিগমিলিয়ান পয়েন্ট ( ইন্দিরা পয়েন্ট ) ।
90. কোন মহাকাশ যানে স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ভারত থেকে প্রথম ঐতিহাসিক মহাকাশযাত্রা করেছিলেন
=> 'সােয়ুজ- টি II'
91.ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি
=> ফারাক্কা ।
92.ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি
=> লাদাখের লে বিমানবন্দর ( ১৬,০৮০ ফুট উঁচু)
93. ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি কোনটি
=> চেন্নাইয়ের মেরিনা বীচ ।
94. ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আছে
=> কেরালায়।
95. জয়পুর শহরের আগের নাম কি ছিল
=> অম্বর।
96. ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করে
=> জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
97. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি
=> ফুন্টশিলিং ।
98. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চো শৃঙ্গ কোনটি
=> কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার)
99. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি
=> যমুনা খাল ।
100. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি
=> ভাকরা-নাঙ্গাল প্রকল্প ।

File Details:
PDF Name : 100 টি ভূগোলের এককথায় প্রশ্নোত্তর
Language : Bengali
Size : 1.3 MB 
No. of Pages : 10
Download Link : Click Here To Download

More PDFLink
ভূগোলের ১২০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.