ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার উপযোগী |
1. বায়ুমণ্ডলের নিচুস্তরে প্রতি কিলােমিটার উচ্চতা বাড়ালে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে
=> ৬.৪⁰ সেন্টিগ্রেড।
2. উষ্ণতা মাপক যন্ত্রে কত রকমের স্কেল ব্যবহার করা হয়
=> দু'রকম স্কেল : ফারেনহাইট ও সেন্টিগ্রেড।
3. 'স্টিভেন্সন স্ক্রিন যন্ত্র”কী কাজে লাগে
=> বায়ুর উষ্ণতা মাপার কাজে।
4. বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠে আসা সৌর রশ্মির কত শতাংশ শােষিত হয় ও কত শতাংশ ফিরে যায়
=> শােষিত হয় ৬৬%, ফিরে যায় ৩৪%।
5. কোন থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়
=> গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার।
6. স্বাভাবিক বৃষ্টিপাতকে ক'ভাগে ভাগ করা হয়
=> ৩ ভাগে।
7. বায়ু উষ্ণ হলে কী হয়
=> হাল্কা হয়ে ওপরে উঠে যায়।
৪. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী
=> রেন গজ বা, বৃষ্টিমাপক যন্ত্র।
9. ভারতের কোথায় শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত দেখা যায়
=> মেঘালয় মালভূমিতে।
10. পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়
=> নিরক্ষীয় অঞ্চলে।
11. বায়ুতে ভাসমান সূক্ষ্ম জলকণার সমষ্টিকে কী বলে
=> মেঘ।
12. আর্দ্রতা কাকে বলে
=> বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে।
13. বায়ুতে জলকণা কাকে আশ্রয় করে ভেসে বেড়ায়
=> ধূলিকণাকে।
14. বায়ুমণ্ডলে নিম্নচাপ শুরু হলে কী ধরণের বৃষ্টিপাত ঘটে
=> ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত ।
15.পৃথিবীর সর্ববৃহৎ ও গভীরতম মহাসাগর কোনটি
=> প্রশান্ত মহাসাগর ।
16. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি
=> আটলান্টিক ।
17. পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী
=> মারিয়ানা খাত ।
18. মারিয়ানা খাতের গভীরতা কত
=> সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ মিটার ।
19. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী
=> চোমােলহরি ।
20. মহাসাগর কাকে বলে
=> ভূ - পৃষ্ঠে অবস্থিত বিশাল জলভাগকে ।
21. কোন মহাসাগরের বেশিরভাগ অংশই প্রায় সারা বছরই বরফাচ্ছন্ন থাকে
=> সুমেরু মহাসাগর ।
22.বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী
=> কেওক্রাডং ।
23. কোন মহাসাগরের আকৃতি ইংরেজি 'S' অক্ষরের মতাে
=> আটলান্টিক মহাসাগর ।
24. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি
=> কুমেরু মহাসাগর ।
25. ভারতের কোন শহরকে 'মিউজিয়াম নগরী' বলা হয়
=> ওরছা, মধ্যপ্রদেশ (Orchcha)।
26. উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত
=> শিপ্রা ।
27. ভারতের একমাত্র পান্না , হীরক খনি ’ কোথায়
=> মধ্য প্রদেশের খাজুরাহাে থেকে ৩১ কিলােমিটার দূরে 'পান্না ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলের' কাছে ।
28. চরণগঙ্গা নদী কোথায়
=> মধ্য প্রদেশে ।
29.সাইক্লোন বা , অ্যান্টি সাইক্লোন কীসের প্রভাবে হয়
=> বাণিজ্য বায়ু।
30. সূর্যের দৃশ্যমান পীতমণ্ডলকে কী বলা হয়
=> আলােকমণ্ডল ।
31. চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কী
=> লিবনিৎজ( ১০,৬৬০ মিটার ) ।
32.মাউরিদের কোন দেশে পাওয়া যায়
=> নিউজিল্যান্ড ।
33. কোন জাতীয় কয়লায় কার্বনের ভাগ সবচেয়ে বেশি থাকে
=> অ্যানথ্রাসাইট ।
34. তামাক উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত
=> ৩য় ।
35. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে
=> সাসার ।
36. কৃত্রিমভাবে তৈরি 'গোবিন্দ সাগর' হ্রদ কোথায় আছে
=> হিমাচল প্রদেশ ।
37. গ্রীনল্যান্ড কোন দেশের অংশ
=> ডেনমার্ক।
38. বিশ্বের বৃহত্তম হীরের খনি কোথায় আছে
=> দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে।
39. পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি
=> লন্ডন।
40. পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি
=> আফ্রিকার ট্যাঙ্গানিকা ।
41. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি
=> প্রশান্ত মহাসাগর।
42. এশিয়ার বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোনটি
=> জাপানের ইয়াওয়াটা।
43. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী
=> জোমােলহরি (৭,৩১৪ মিটার)।
44. পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কী
=> হাওয়াই দ্বীপের মােওনালােয়া।
45. আফ্রিকার হর্ন বা, শিং' কোন দেশকে বলা হয়
=> সােমালিয়া।
46. বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি
=> চিনের সাংহাই।
47. আয়তনে এশিয়া মহাদেশ ভারতের কত গুন বড়
=> ১২ গুণ বড়।
48. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোথায়
=> মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগােয়।
49. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরুণ্য কোথায় আছে
=> আমাজন অববাহিকায়।
50. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ?
=> সাডবেরি ।
51. কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে
=> আফ্রিকা।
52. কোন দুটি রাজ্য সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে
=> আলাস্কা ও হাওয়াই।
53. বিশ্বের দীর্ঘতম নৌবন্দর কোনটি
=> পাের্ট অফ নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি।
54. শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
=> পিদুরুতালাগালা (২,৫২৪ মিটার)।
55. ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি
=> মারিনা বীচ (১৩ কিলােমিটার)।
56. পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোন হ্রদের তীরে অবস্থিত
=> মিচিগান।
57. পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা, উপত্যকা হিমবাহের নাম কী
=> আলাস্কার হুবার্ড।
58, পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি
=> মরু সাগর।
59, পৃথিবীর মধ্যে দীর্ঘতম হিমবাহ কোনটি
=> পূর্ব আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ (৪০০ কিলােমিটার)।
60. লিটল ডেনিস কোন দেশকে বলা হয়
=> ভেনেজুয়েলা।
61. ভারতের কোন স্থানে উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত
=> থুম্বা।
62. ভারতের সম্পূর্ণ আবহাওয়া বিষয়ক উপগ্রহ কোনটি
=> মেটস্যাট।
63. ভারতের শুস্কমুক্ত বন্দর কোনটি
=> কান্ডালা (গুজরাত)।
64. 'ভেল্ট' কী
=> দক্ষিণ আফ্রিকার একটি তৃণভূমি।
65. ভারতের গভীরতম কন্দরটির নাম কী
=> বিশাখাপত্তনম।
66.পূর্ব ভারতের কোন রাজ্যকে 'মণির দেশ’ ও 'ক্ষুদ্র স্বর্গ' বলা হয়
=> মণিপুর।
67. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় তৈরি হয়েছিল
=> থুম্বা।
68. ভারতের উচ্চতম শহর কোনটি
=> লে বা, লেহ।
69. মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি
=> শিলং পিক।
70. মেত্তুর বাঁধ কোথায় অবস্থিত
=> তামিলনাড়ু।
71. 'উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার' কোন শহরকে বলা হয়
=> কানপুর।
72. দার্জিলিং জেলায় অবস্থিত উল্লেখযােগ্য জলবিভাজিকাটির নাম কী
=> মহালধিরাম।
73. ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি
=> হুগলি শিল্পাঞ্চল।
74. পৃথিবীর মেরুব্যাস কত
=> ১২,৭১৪ কিলােমিটার।
75. পুরুলিয়া জেলায় দামােদর নদীর ওপর অবস্থিত বাঁধটির নাম কী
=> পাঞ্চেত ।
76. বাগডোগরা বিমান বন্দর কোথায় অবস্থিত
=> শিলিগুড়ির কাছে ।
77. কাকে 'সুন্দরবনের প্রবেশদ্বার' বলা হয়
=> ক্যানিং কে ।
78. পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী কোনটি
=> তিস্তা।
79. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কী
=> নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ।
80. জামশেদপুর শহরের অপর নাম কী
=> টাটানগর ।
81. ভারতের ‘খনি শহর ' কাকে বলা হয়
=> ধানবাদ ।
82. ‘নিউ হল্যান্ড’ দেশটিকে আমরা কী নামে চিনি
=> অস্ট্রেলিয়া ।
83. মহিলা মহাকাশচারী হিসাবে কে মহাশুন্যে সবথেকে বেশি সময় হাঁটার রেকর্ড করেছেন
=> সুনীতা উইলিয়ামস ।
84. শনির উপগ্রহ টাইটানের উদ্দেশ্যে নাসার প্রেরিত যন্ত্রটির নাম কী
=> হুইজেনস ।
85. উত্তরের ভেনিস ' কাকে বলা হয়
=> আমস্টারডাম ।
86. 'রূঢ় অঞ্চলের রাণী’ কাকে বলা হয়
=> এসেন ।
87.লুসাই উপজাতি কোন রাজ্যে দেখা যায়
=> ত্রিপুরা ।
88. 'গর্জনকারী ড্রাগনের দেশ' কাকে বলা হয়
=> ভুটান ।
89.ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি
=> পারসন্স পিগমিলিয়ান পয়েন্ট ( ইন্দিরা পয়েন্ট ) ।
90. কোন মহাকাশ যানে স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ভারত থেকে প্রথম ঐতিহাসিক মহাকাশযাত্রা করেছিলেন
=> 'সােয়ুজ- টি II'
91.ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি
=> ফারাক্কা ।
92.ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি
=> লাদাখের লে বিমানবন্দর ( ১৬,০৮০ ফুট উঁচু)
93. ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি কোনটি
=> চেন্নাইয়ের মেরিনা বীচ ।
94. ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আছে
=> কেরালায়।
95. জয়পুর শহরের আগের নাম কি ছিল
=> অম্বর।
96. ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করে
=> জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
97. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি
=> ফুন্টশিলিং ।
98. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চো শৃঙ্গ কোনটি
=> কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার)
99. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি
=> যমুনা খাল ।
100. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি
=> ভাকরা-নাঙ্গাল প্রকল্প ।
File Details:
PDF Name : 100 টি ভূগোলের এককথায় প্রশ্নোত্তর
Language : Bengali
Size : 1.3 MB
No. of Pages : 10
Download Link : Click Here To Download
More PDF | Link |
---|---|
ভূগোলের ১২০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.