Breaking

Jul 14, 2020

ভারতের স্বাধীনতা সংগ্রাম -এর প্রশ্ন উত্তর | Questions and Answers of Indian independence movement

ভারতের স্বাধীনতা সংগ্রাম -এর প্রশ্ন উত্তর | Questions and Answers of  Indian independence movement


Indian independence movement

1. ১৮৫৭ সালের বিদ্রোহের মূল কেন্দ্র কোথায় ছিল?
☞ দিল্লি, কানপুর, লক্ষ্ণৌ, বেরেলি, ঝান্সি ও বিহারের আরা।
2. দিল্লিতে সিপাহী বিদ্রোহীদের প্রধান সেনাপতি কে ছিলেন?
☞ বখত খান।
3. সিপাহী বিদ্রোহীরা কাকে সম্রাট বলে ঘােষণা করেন?
☞ দ্বিতীয় বাহাদুর শাহকে।
4. দ্বিতীয় বাহাদুর শাহের পরিবারের মধ্যে কারা ইংরেজদের সঙ্গে যােগাযােগ রাখতেন?
☞ দ্বিতীয় বাহাদুর শাহের পত্নী বেগম জীনৎ মহল ও তার ছেলেরা।
5. কানপুরে সিপাহী বিদ্রোহীদের নেতা কে ছিলেন?
☞ নানা সাহেব।
6. নানা সাহেবের অনুচর আজিমুল্লা কীসে নিপুণ ছিলেন?
☞রাজনৈতিক প্রচারে।
7. মুসলিম লিগ কোথায়, কোন বছর পাক-ই-স্তান প্রস্তাব ঘােষণা করে?
☞ মুসলিম লিগের লাহাের অধিবেশনে, ১৯৪০ সালে।
8. 'Cripps Mission' কবে ভারতে আসে?
☞ ১৯৪২ সালের ২৩ মার্চ।
9. কোন দুর্ভিক্ষকে ব্রিটিশদের তৈরি 'Man made Famine' বলা হয়?
☞ ১৯৪৩ (বাংলা ১৩৫০ সন) সালের দুর্ভিক্ষকে।
10. স্বাধীনতার আগে অন্তবর্তী সরকার কোন বছর তৈরি হয় ?
☞ ১৯৪৬ সালে।
11. স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
☞ আচার্য জিভাত্রাম ভগবানদাস কৃপালনী।
12. সুভাষচন্দ্র বসু কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে 'ফরওয়ার্ড ব্লক’(দল নয়,গােষ্ঠী) গড়ে তােলেন?
☞ ১৯৩৯ সালের ৩ মে।
13. ক্যাবিনেট মিশনের সুপারিশ কবে ঘােষিত হয়?
☞ ১৯৪৬ সালের ১৬ মে।
14. কী উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ গড়ে তােলা হয়?
☞ একেশ্বরবাদ প্রচারের জন্য।
15. ১৯৩১ সালে দ্বিতীয় গােল টেবিল বৈঠকের পরে জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকারের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
☞ গান্ধী-আরউইন চুক্তি।
16. কোন বছর নেতাজী সুভাষচন্দ্র বসু ভারত থেকে মহানিষ্ক্রমণ করেন?
☞ ১৯৪১ সালে।
17. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার লক্ষ্য ঘােষণা করা হয়?
☞ লাহাের অধিবেশনে, ১৯২৯ সালে।
18. কোন নেতাকে 'লাল কুর্তার নেতা’ বলা হত?
☞ আব্দুল গফফর খান।
19. কোন সময়কালকে ‘গণবিদ্রোহের যুগ’বলা হয়?
☞ ১৯২০-১৯৪৭ সাল পর্যন্ত সময়কে।
20. লুইস মাউন্টব্যাটেন কবে ক্ষমতা হস্তান্তরের কথা ঘােষণা করেন?
☞ ১৯৪৭ সালের জুনে।
21. বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?
☞ সর্দার বল্লভভাই প্যাটেল।
22. সর্বোদয় আন্দোলন কে শুরু করেছিলেন
☞ মােহনদাস করমচাঁদ গান্ধী।
23. ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সােসাইটি'এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
☞ গােপাল কৃষ্ণ গােখলে।
24. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যথাযথ ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার কাকে 'কেশরী-হিন্দ' পদক দিয়েছিল?
☞ মােহনদাস করমচাঁদ গান্ধীকে।
25. ১৯৩৫ সালের ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
অ্যাক্ট’কে ‘দাসত্বের সনদ’ বলে কে ঘােষণা করেন?
☞ জওহরলাল নেহেরু।
26, হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের জন্য তৈরি হয়েছিল?
☞ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
27. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক যিনি কংগ্রেসের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন,তার নাম কী?
☞ কাদম্বিনি গাঙ্গুলী।
28. কাদম্বিনী গাঙ্গুলি কোন কলেজ থেকে স্নাতক পাশ করেন?
☞ বেথুন কলেজ।
29. কোন বছর বেথুন কলেজ তৈরি হয়েছিল?
☞ ১৮৪৯ সালে।
30. কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন?
☞ জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন।
31. গান্ধীজির লবণ সত্যাগ্রহের চূড়ান্ত লক্ষ্য কী ছিল?
☞ ভারতের জন্য পূর্ণস্বরাজ আদায়।
32. 'বেঙ্গলী পত্রিকা' এর সম্পাদক কে ছিলেন?
☞ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
33. 'কার্লাইল সার্কুলার’কবে জারি হয়?
☞ ২২ অক্টোবর,১৯০৫ সালে।
34. বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড স্কুলের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
☞ অরবিন্দ ঘােষ।
35. কোন বছর নীল বিদ্রোহ সংগঠিত হয়?
☞ ১৮৫৯ সালে।
36. বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলনের সময় কাকে ‘বাংলার মুকুটহীন রাজা’ ও ‘সারেন্ডার নট’ বলা হত?
☞ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে।
37. ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে ‘লঘু অভিনব ভারত মেলা’ কী?
☞ একটি বিপ্লবাত্মক কাব্যগ্রন্থ।
38: চার্লস ক্যানিংয়ের পর ভারতের গভর্নর জেনারেল হিসাবে কে আসেন?
☞ জেমস অ্যান্ড্রু ব্রাউন-র‌্যামসে (ব্রিটেনের ডালহৌসি অঞ্চলের প্রথম মার্কোয়েস ছিলেন বলে এদেশে তিনি লর্ড ডালহৌসি নামে পরিচিতি পান)।
39. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ সংগঠিত হয়?
☞ তলােয়ার জাহাজে।
40. ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র কে প্রকাশ করেন?
☞ অগাস্টাস হিকি।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.