Breaking

Jul 4, 2020

Questions and Answers for Rail group-D, NTPC Exams || রেল গ্রুপ ডি , এনটিপিসি এর পরীক্ষার জন্য গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর

Questions and Answers for Rail group-D, NTPC Exams || রেল গ্রুপ ডি , এনটিপিসি এর পরীক্ষার জন্য গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর
Questions and Answers for Rail group-D, NTPC Exams
Questions and Answers for Rail group-D, NTPC Exams

1. 'পুতুল নাচের ইতিকথা' কার লেখা ?
[A] সতীনাথ ভাদুড়ী

[B] সমরেশ বসু

[C] মানিক বন্দ্যোপাধ্যায়

[D] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়




2. কুতুব মিনার কবে UNESCO থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় ?
[A] 1989 সালে

[B] 1988 সালে

[C] 1955 সালে

[D] 1993 সালে




3. কোন বংশের রাজা ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেন ?
[A] পল্লব

[B] চালুক্য

[C] রাষ্ট্রকূট

[D] কুষাণ




4. কবে ভারতে অর্থকমিশন গঠিত হয় ?
[A] 1950 সালে

[B] 1953 সালে

[C] 1951 সালে

[D] 1962 সালে




5. নদীর পার্বত্যগতি বা উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপ কোনটি ?
[A] পটহোল

[B] বিনুনি নদী

[C] তিনকোনা শঙ্কু

[D] মিয়েন্ডার




6. হস্তিনাপুর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত ?
[A] উত্তরাখণ্ড

[B] হিমাচলপ্রদেশ

[C] উত্তরপ্রদেশ

[D] রাজস্থান




7. কে সর্বপ্রথম পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব উন্থাপন করেন ?
[A] চৌধুরি রহমৎ আলি

[B] স্যার সৈয়দ আহমেদ খান

[C] বদরুদ্দীন তৈয়বজি

[D] আলি জিন্নাহ




8. কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন ?
[A] প্রথম রাজেন্দ্র চোল

[B] কুলোতুঙ্গ

[C] কারিকল

[D] প্রথম রাজরাজ




9. ব্রোঞ্জ -এ কি কি থাকে ?
[A] তামা ও টিন

[B] তামা ও লোহা

[C] তামা ও দস্তা

[D] তামা ও ম্যাঙ্গানিজ




10.কোন ধর্মে চারটি আর্যসত্য রয়েছে ?
[A] জৈন ধর্মে

[B] বৌদ্ধ ধর্মে

[C] খ্রিস্ট ধর্মে

[D] কোনোটিই নয়




11. 'NCC' কে প্রতিষ্ঠা করেন ?
[A] পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জুরু

[B] মোহনদাস করমচাঁদ গান্ধী

[C] সুভাষচন্দ্র বসু

[D] উইলিয়াম কেরি




12. ভোরবেলার রাগ কোনটি ?
[A] টোডি

[B] ভূপালি

[C] দানবেরী

[D] ভীমপলাশী




13. রিখটার স্কেলে কি পরিমাপ করা হয় ?
[A] ভূপৃষ্টের তাপ

[B] সমুদ্রের গভীরতা

[C] ভূকম্পের তীব্রতা

[D] বাতাসের গতিবেগ




14. সমুদ্রের জল থেকে সাধারন লবন তৈরি করা হয় :
[A] ব্যাপন পদ্ধতির মাধ্যমে

[B] অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে

[C] কেলাসন পদ্ধতির মাধ্যমে

[D] বাষ্পীভবন পদ্ধতির মাধ্যমে




15. মানব শরীরের 'ঝাড়ুদার অঙ্গ' কোনটি ?
[A] লোহিত রক্তকণিকা

[B] শ্বেতরক্তকণিকা

[C] যকৃৎ

[D] পিত্ত




16. 'দানসাগর' গ্রন্থটি কে রচনা করেন ?
[A] বিদ্যাসাগর

[B] রাজা হর্ষবর্ধন

[C] রাজা ভীমসেন

[D] রাজা বল্লালসেন




17. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি ?
[A] দক্ষিণ ভারতীয় উপদ্বীপ

[B] আলাস্কা উপদ্বীপ

[C] ল্যাব্রাডার উপদ্বীপ

[D] আরবীয় উপদ্বীপ




18. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চন্দনকাঠ পাওয়া যায় ?
[A] কেরালা

[B] পশ্চিমবঙ্গ

[C] অন্ধ্রপ্রদেশ

[D] কর্ণাটক




19. আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত ?
[A] তৃতীয়

[B] পঞ্চম

[C] সপ্তম

[D] নবম




20. টিভি চালাতে গেলে 'Remote Control' এর মাধ্যমে নিচের কোন তরঙ্গ ব্যবহার করা হয় ?
[A] আলোক তরঙ্গ

[B] শব্দ তরঙ্গ

[C] মাইক্রোওয়েভ তরঙ্গ

[D] বেতার তরঙ্গ





No comments:

Post a Comment

Don't Leave any spam link.