GK Questions & Answers on Indian Polity set 1 |
1. অধ্যক্ষের অনুপস্থিতিতে কে বিধানসভা পরিচালনা করেন?
☞ উপাধ্যক্ষ।
2. বিধানসভায় বেসরকারি বিধেয়ক তােলার জন্য কত দিন আগে নােটিশ দিতে হয়?
☞ ১ মাস আগে।
3. বিধানসভায় আইন তৈরির ক্ষেত্রে কোনাে বিধেয়ককে ক’বার ‘পাঠ’ (Reading) করতে হয়?
☞ ৩ বার।
4. ভারতে মােট কটি রাজ্যের আইনসভা এককক্ষের?
☞ ২২টি।
5. বিধানসভার অধ্যক্ষকে পদচ্যুত করতে হলে কতদিন আগে বিজ্ঞপ্তি দিতে হয়?
☞ অন্তত ১৪ দিন আগে।
6. বিধানসভার শৃঙ্খলা, মর্যাদা ও সদস্যদের অধিকার রক্ষার দায়িত্ব কার হাতে থাকে?
☞ বিধানসভার অধ্যক্ষের হাতে।
7. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদ বিধান পরিষদ সৃষ্টি বা বিলােপ করতে পারে?
☞ ১৬৯ নম্বর ধারা অনুসারে।
8. স্বাভাবিক অবস্থায় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরির ক্ষমতা কার হাতে থাকে?
☞ রাজ্য আইনসভার হাতে।
9. রাজ্য আইনসভা কোন তালিকাভুক্ত বিষয়ে (সংসদের সঙ্গে) যৌথভাবে আইন তৈরির ক্ষমতা ভোগ করে?
☞ যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে।
10. রাজ্য সরকারের ধার্য, কর সংগ্রহ ও ব্যায়বরাদ্দের ক্ষমতা কে নিয়ন্ত্রন করে?
☞ বিধানসভা।
11. পশ্চিমবঙ্গের পুরসংস্থা ও পুর নিগমের নির্বাচনে ভােটাধিকার লাভের বয়স কত বছর?
☞ ১৮ বছর।
12. কত জন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত তৈরি হয়?
☞ ৫ থেকে ৩০ জন।
13. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কারা নির্বাচিত করে?
☞ সংশ্লিষ্ট গ্রামের বিধানসভার ভােটাররা।
14. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল কত বছর?
☞ ৫ বছর।
15. নতুন তৈরি গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে ডাকেন?
☞ ব্লক উন্নয়ন আধিকারিক।
16. গ্রাম পঞ্চায়েত সভায় কে সভাপতিত্ব করেন?
☞ প্রধান ও প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান।
17. গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম কে দেখভাল করেন?
☞ রাজ্য সরকারের নিযুক্ত পঞ্চায়েত অধিকর্তা।
18. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে?
☞ পদাধিকার বলে ব্লক উন্নয়ন আধিকারিক।
19. জেলা পরিষদের সভাধিপতির পদমর্যাদা কেমন?
☞ রাষ্ট্রমন্ত্রীর মর্যাদাযুক্ত।
20. পশ্চিমবঙ্গ পুর আইনে পুরসভার সদস্যদের কী বলা হয়?
☞ কাউন্সিলার।
21. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় ক'টি স্তর আছে ?
☞ ৩ টি
22. ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য মনােনীত প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় কোথায়?
☞ মুসৌরিতে, লালবাহাদুর শাস্ত্রী প্রশাসন শিক্ষাকেন্দ্র।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.