Breaking

Jul 6, 2020

General Knowledge mcq questions-answers for all competitive Exams || সাধারণ জ্ঞানের mcq প্রশ্ন সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী


General Knowledge mcq questions-answers for all competitive Exams || সাধারণ জ্ঞানের mcq প্রশ্ন সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী


General Knowledge mcq questions-answers




1. কাঁচের ঘরে উদ্ভিদ প্রতিপালন করা হয় :
[A] গ্রীষ্মপ্রধান জলবায়ুতে

[B] শীতপ্রধান জলবায়ুতে

[C] নাতিশীতোষ্ণ জলবায়ুতে

[D] মরু জলবায়ুতে




2. ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে :
[A] নিরক্ষীয় অঞ্চলে

[B] ক্রান্তীয় অঞ্চলে

[C] উপমেরু অঞ্চলে

[D] মেরু অঞ্চলে




3. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রীন হাউজ গ্যাস হল :
[A] CFC

[B] CO₂

[C] CO

[D] SO₂




4. ইটাই ইটাই রোগের জন্য দায়ী :
[A] মিথাইল পারদ

[B] ক্যাডমিয়াম

[C] সীসা

[D] দস্তা




5. নিচের কোন দেশটি G-8 এর সদস্য নয় ?
[A] জার্মানি

[B] ফ্রান্স

[C] ইতালি

[D] সুইডেন




6. 3P means :
[A] population, poverty, pollution

[B] population, perception, preservation,

[C] population, power generation, precaution

[D] population, plantation, preparation




7. যে কারণে ব্ল্যাকফুট হয় ?
[A] আর্সেনিক দূষণ

[B] সীসা দূষণ

[C] পারদ দূষণ

[D] অ্যাসবেসটস দূষণ




8. নিচের কোন প্রাণী সংরক্ষনালয়ে অলিভ রিডল কচ্ছপ সংরক্ষিত হয় ?
[A] সিমলিপাল

[B] ভিতরকণিকা

[C] সাজনেখালি

[D] ভরতপুর




9. ওজোন গ্যাসের রং হল :
[A] লাল

[B] বেগুনি

[C] নীল

[D] সবুজ




10. নিচের কোন অ্যাসিড অম্লবৃষ্টিতে সর্বনিম্ন প্রভাব ফেলে?
[A] HCL

[B] H₂SO₄

[C] H₂S

[D] HNO₃




11. বর্ণালীর কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
[A] লাল

[B] নীল

[C] বেগুনি

[D] আশমানি




12. নিচের কোনটি অ্যাজোট গ্যাস ?
[A] হাইড্রোজেন

[B] কার্বন ডাই অক্সাইড

[C] নাইট্রোজেন

[D] হিলিয়াম




13. বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি ?
[A] ট্রপোস্ফিয়ার

[B] স্ট্রাটোস্ফিয়ার

[C] মেসোস্ফিয়ার

[D] থার্মোস্ফিয়ার




14. কাকে "Chemical Messenger" বলে ?
[A] ভিটামিন

[B] হরমোন

[C] খনিজ লবণ

[D] জল




15. বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
[A] তামিলনাড়ু

[B] কেরল

[C] কর্ণাটক

[D] মহারাষ্ট্র




16. নিচের কোনটি লাফিং গ্যাস ?
[A] হাইড্রোজেন সালফাইট

[B] নাইট্রাস অক্সাইড

[C] জিংক সালফেট

[D] কপার সালফেট




17. বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?
[A] 1970 সালে

[B] 1971 সালে

[C] 1972 সালে

[D] 1973 সালে




18. হাইপো হল :
[A] সোডিয়াম থায়োসালফেট

[B] সোডিয়াম ক্লোরাইড

[C] ক্যালসিয়াম ক্লোরাইড

[D] ম্যাগনেশিয়াম ক্লোরাইড




19. কুইনাইন কোন রোগের ঔষধ ?
[A] ফাইলেরিয়া

[B] কিউ জ্বর

[C] ম্যালেরিয়া

[D] পীত জ্বর




20. কলিচুন হল :
[A] ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

[B] ক্যালসিয়াম অক্সাইড

[C] ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড

[D] ম্যাগনেসিয়াম অক্সাইড





No comments:

Post a Comment

Don't Leave any spam link.