General Knowledge MCQ questions answers set 1 || সাধারণ জ্ঞান MCQ প্রশ্নোত্তর সেট 1
সাধারণ জ্ঞান MCQ প্রশ্নোত্তর সেট 1 |
1. রাশিয়ার মুদ্রার নাম :
[A] ক্রোনার
[B] দিনার
[C] রুবল
[D] পেসো
2. নিচের কোনটি অ্যানাড্রোমাস মাছ :
[A] টুনা
[B] ইলিশ
[C] ঈল
[D] হেরিং
3. কোন নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত :
[A] কঙ্গো
[B] নীল
[C] নাইজার
[D] জাম্বেজি
4. বাওবাব জাতীয় বৃক্ষ দেখা যায় কোথায় ?
[A] নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে
[B] সাভানা তৃণভূমিতে
[C] ভূমধ্যসাগরীয় অঞ্চলে
[D] মরু অঞ্চলে
5. পৃথিবীর উচ্চতম নদীবাঁধ হল :
[A] নাগহামাদি
[B] অ্যাসিউট
[C] এসনা
[D] আসোয়ান
6. কি উৎপাদনে নীলনদ অববাহিকা পৃথিবী বিখ্যাত :
[A] গম
[B] ধান
[C] তুলা
[D] পাট
7. ব্যাসল্ট -এর পরিবর্তিত রূপ হল :
[A] নিস
[B] অ্যাম্ফিবোলাইট
[C] কোয়ার্টজাইট
[D] হর্ণব্লেন্ড
8. কোন শিলার জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ?
[A] আগ্নেয় শিলা
[B] পাললিক শিলা
[C] রূপান্তরিত শিলা
[D] আম্লিক শিলা
9. পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোন মহাদেশে অবস্থিত :
[A] এশিয়া
[B] আফ্রিকা
[C] ইউরোপ
[D] অস্ট্রেলিয়া
10. রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল :
[A] গ্রানাইট
[B] নিস
[C] ব্যাসল্ট
[D] বেলে পাথর
11. জাকাত হল :
[A] কৃষি জমির উপর কর
[B] যুদ্ধে লুট করা সম্পত্তির উপর কর
[C] অমুসলমানদের কাছ থেকে কর
[D] মুসলমানদের সম্পত্তির উপর কর
12. কে বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ করেন ?
[A] মহম্মদ বিন তুঘলক
[B] ইলতুৎমিস
[C] আলাউদ্দিন খলজি
[D] কুতুবউদ্দিন আইবক
13. জাহানপনাহ শহরটির প্রতিষ্ঠাতা কে ?
[A] আলাউদ্দিন খলজী
[B] পৃথ্বীরাজ
[C] গিয়াসউদ্দিন তুঘলক
[D] মহম্মদ বিন তুঘলক
14. জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলে :
[A] জাবতি
[B] দাহ
[C] জায়গির
[D] খামস
15. দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন ?
[A] ইলতুৎমিস
[B] রাজিয়া
[C] কুতুবউদ্দিন তুঘলক
[D] গিয়াসউদ্দিন বলবন
16. কে পাট্টা ও কবুলিয়ত চালু করেন ?
[A] শিবাজি
[B] শেরশাহ
[C] আকবর
[D] বাবর
17. কাকে পার্বত্য মুষিক বলা হয় ?
[A] শিবাজী
[B] শেরশাহ
[C] আকবর
[D] বাবর
18. পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় ?
[A] সাহিত্য
[B] চিত্রকলা
[C] সাংবাদিকতা
[D] অর্থনীতি
19. গ্রন্থসাহেব কাদের ধর্মগ্রন্থ ?
[A] পারসি
[B] খ্রিষ্টান
[C] জৈন
[D] শিখ
20. 'প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স' হল :
[A] ব্যাকটেরিয়া
[B] প্রোটোজোয়া
[C] ভাইরাস
[D] ছত্রাক
No comments:
Post a Comment
Don't Leave any spam link.